নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবির মালকীন ছবি আভী)
প্রশ্নটি বহুকাল ধরেই। কিন্তু আজ ছবি আভির ছবিব্লগ দেখে আর পড়ে আবার মনে আসলো। প্রায়শই জানতে পাই নাম বদলের পিছনে নাকি কোটি-কোটি টাকা গচ্ছা যাচ্ছে। কিন্তু ফলাফল কোথায়?
আমরা ব্রিটিস বিরোধী, পাক বিরোধী, কতিপয় ক্ষেত্রে বাংলাদেশ বিরোধীও। তাই সুযোগ পেলেই কিছু জিনিসের নিশানা মুছে দেই। কিন্তু নিচের প্রচলনগুলো আমায় দ্বন্দে ফেলে দেয়। আসলে আমরা এসব বিরোধী নাকি কালের সাক্ষী?
*নাম বদলেও কার্জনহল নামেই সুপরিচিত।
*নাম বদলে পিজি হাসপাতাল নামেই সহজে পরিচিত।
*নাম বদলেও মিডফোর্ড নামেই চিনতে হয়।
*নাম দিয়েও যমুনা সেতু নামে পরিচিত।
*নাম বদলেও পাকিস্তান মাঠ হয়ে আছে।
এমন হাজার-হাজার উদাহরণ আছে এই দেশে। আর রাস্তার নাম ও নাম্বারের কথা নাইবা টানলাম। তারপরও কেন সময়ে-সময়ে কোটি-কোটি টাকা গচ্ছা দিয়ে এমন নাম বদলের উৎসব!!! কোথায় পাবো এর জবাব???
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: যে নামটা পরিচিত হয়ে যায়
সে নাম কেউ কখনো আর ভুলে না
ভুলতে চায় না।