নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

ইসলাম ও বিজ্ঞান

২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৫

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

ইসলাম হচ্ছে শ্বাশত বিধান। যেমন- প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে ইসলাম। কিন্তু বিজ্ঞান হচ্ছে প্রতিটি মানুষের গড় আয়ু ৬০। কিছুদিন পর দেখা গেলো বিজ্ঞান বলছে এখন গড় আয়ু ৫০। আবার কিছুদিন পর বিজ্ঞান বললো গড় আয়ু ৭০। কিন্তু বিজ্ঞান কি বলছে মানুষ অমর? তবে কোথায় বিজ্ঞান আর ইসলামের সংঘর্ষ? সংঘর্ষ হচ্ছে বিজ্ঞান আর ইসলামের অনুসারীদের বুঝায়।

এখন অনেক না বুঝা ইসলামের অনুসারী যখন জানবে বিজ্ঞান বলছে গড় আয়ু ৭০ তখন তারা খুঁজে বের করবে অমুক সূরার অমুক-অমুক আয়াত যোগ করলে ৭০ হয় তাই মানুষের গড় আয়ু ৭০। আবার যখন বিজ্ঞান বলবে গড় আয়ু ৬০ তখন অন্য সূরার আয়াত বা হাদীস নং যোগ করে ৬০ বানিয়ে বলবে এই যে ইসলামের সাথে মিলে গেছে।

কিন্তু এটা যে ধর্মের নামে কতো বড় আহম্মকি এটা তাদের কে বুঝায়?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: কোরআন এবং রসূলের বাণী সর্বদা সঠিক। বিজ্ঞান সর্বদা সঠিক না।

২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫২

জটিল ভাই বলেছেন:
ভাই, বিজ্ঞানের সূত্র চলমান। আর ইসলামের সূত্র স্থির। বিজ্ঞানের শেষই হচ্ছে ইসলাম।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:১৯

ভুয়া মফিজ বলেছেন: আমরা বাতাস দেখি না, কিন্তু অনুভব করতে পারি।

বিশ্বাসীরা এইভাবেই সর্বশক্তিমানের উপস্থিতি অনুভব করে। আর অবিশ্বাসীরা বাতাসেই আটকে থাকে। সেই শিক্ষা নিয়ে আর সামনে আগায় না। তফাৎটা এখানেই। কেউ শিখতে না চাইলে তাকে জোর করে শেখানোর দরকার কি? এদের বিজ্ঞান, যুক্তি কোন কিছু দিয়েই আলোকিত করা যাবে না। এরা নিজেরাই একেকজন সর্বশক্তিমান। জগৎ সংসারের সব গেয়ান আহরণ করে বসে আছে।

আর এই ব্লগ হলো উলুবন। এইখানে মুক্তা ছড়ানো বোকামীর নামান্তর। মগজে চর্বির আধিক্য থাকলে পানিতে ভেসে থাকা যায় কিন্তু প্রকৃত জ্ঞান ধারন করা যায় না।

২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৯

জটিল ভাই বলেছেন:
অবশ্যই মিয়াভাই ঠিক বলেছেন। আর এই ব্লগ হলো উলুবন। এইখানে মুক্তা ছড়ানো বোকামীর নামান্তর। কিন্তু এই ব্লগে থেকে থেকে যে মুক্তোও সঙ্গদোষে নষ্ট হয়ে গেছে :(

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৮

রাসেল বলেছেন: মোনাফেকীর অভিযোগে সালাহউদ্দিন আইয়ুবী প্রচুর মানুষ হত্যা করেছেন। ইসলামের শত্রু মোনাফেকরা, যারা মুসলিমদের সাথে মিশে আছেন অতি মুসলিম হিসাবে এবং অবশ্যই আমাদের জীবনাচরণ ইসলামের অগ্রহণযোগ্যতার জন্য দায়ী।

২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩০

জটিল ভাই বলেছেন:
তাইতো মোনাফিকরা কাফির হতেও ভয়ংকর! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.