নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নিজের তোলা)
উপরের বইটি ২০০০ সনের পূর্ব হতে আমার নিকটে খুবই পছন্দের একটি বই হিসেবে ফেতনা এবং সত্য সন্ধানের সময়ে দিশারি হয়ে আছে। যদিও এটির প্রথম প্রকাশ ১৯৮১ সনে। এটি ১১২ পৃষ্ঠার খুবই ছোট্ট একটি বই হলেও এর তথ্যগুলো খুবই সহায়ক। আপাতত বইটি হতে কিছু অংশ নিম্নে তুলে ধরলাম। পাঠকের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনে বইটি সম্পর্কে পরবর্তিতে আরো বিস্তারিতভাবে পোস্ট করা যেতে পারে।
ইমাম মাহদী'র আবির্ভাবের প্রাক্কালে পৃথিবীর বুকে যে সকল লক্ষণাদি প্রকাশিত হইবে সে সম্বন্ধে বিশ্বনবী (সঃ) বিস্তারিত বর্ণনা দিয়া গিয়াছেন। হযরত আবু হুরায়রা (রঃ) হইতে বর্ণিত আছে যে, রসুল (সঃ) বলিয়াছেন-
যখন,
ক) যুদ্ধলব্ধ মাল ব্যক্তিগত সম্পত্তি বলিয়া, আমানত যুদ্ধলব্ধ সম্পত্তি বলিয়া, এবং যাকাত বোঝা বলিয়া গ্রহণ করা হইবে।
খ) ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে বিদ্যা শিক্ষা করা হইবে।
গ) স্বামী স্ত্রীর কথা অনুসারে চলিবে এবং মাতাকে অমান্য করিবে।
ঘ) বন্ধুকে নিকট ডাকিবে এবং পিতাকে দূরে সরাইয়া রাখিবে।
ঙ) মসজিদে শোরগোল হইবে।
চ) সমাজের গোনাহগার ব্যক্তি সরদার হইবে।
ছ) কওমের বিবেচক লোক নিকৃষ্টতম হইবে।
জ) অনিষ্টের ভয়ে কোনো লোককে সম্মান প্রদর্শন করা হইবে।
ঝ) মদ পান করা স্বাভাবিক বিষয় হইবে।
ঞ) উম্মাহ্'র শেষ পর্যায়ের লোকজন প্রাথমিক পর্যায়ের মুসলমানদিগকে লানত করিতে থাকবে।
তখন,
ক) লাল বায়ু প্রবাহ,
খ) ভূমিকম্প,
গ) জমি তলাইয়া যাওয়া,
ঘ) মানুষের রূপান্তর,
ঙ) গোলাবর্ষণ, এবং অন্যান্য চিহ্নের জন্য অপেক্ষা করিতে থাকিবে। এই চিহ্নগুলি রশিছিন্ন মুক্তার মালার ন্যায় একটির পর একটি আসিতে থাকিবে।
(তিরমিজি শরীফ)
হযরত আনাস (রঃ) হইতে বর্ণিত আছে যে, রসুল (সঃ) ইরশাদ করেছেন, মহাপ্রলয়ের ঘটনাগুলির মধ্যে এই ঘটনাগুলি হইবে,
১) ধর্মবিদ্যা উঠিয়া যাইবে।
২) মূর্খতা বাড়িয়া যাইবে।
৩) যিনা তথা ব্যভিচার বাড়িবে।
৪) মদ্যপান বাড়িবে।
৫) পুরুষ কম, এবং স্ত্রীলোক অধিক হইবে। এমনকি একজন পুরুষ পঞ্চাশজন স্ত্রীলোকের ভার বহন করিবে।
অন্য বর্ণনায় আছে, এলেম কম হইবে এবং মূর্খতার প্রভাব বৃদ্ধি পাইবে।
( বোখারি ও মুসলিম শরীফ)
হযরত জাবের (রঃ) হইতে বর্ণিত আছে যে, রসুল (সঃ) বলিয়াছেন, কিয়ামতের পূর্বে মিথ্যাবাদীগণের আবির্ভাব হইবে। তাহাদের সম্বন্ধে সতর্ক থাকিও।
(মুসলিম শরীফ)
©somewhere in net ltd.