![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
একটি নিউজ, যেনো সকল ব্লগের চাইতেও অনেক উপরে। নিউজটি না দেখে থাকলে দেখার অনুরোধ রইলো। লিখা বাড়িয়ে সময় নষ্ট করলাম না।
২২ শে জুন, ২০২৫ রাত ৮:৫৭
জটিল ভাই বলেছেন:
আগেই ভালো ছিলাম?
২| ২২ শে জুন, ২০২৫ বিকাল ৩:২১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দেখেছি নিউজটি । অত্যান্ত সত্যগুলো তুলে ধরা হয়েছে । আমাদের দূভাগ্য পৃথিবীর বেজন্মা এ দেশে জন্মায়ে রাজনীতি করে ক্ষমতায় গিয়ে ভারতের গোলামী করে । আর অপর্দাথগুলি বিসিএস দিয়ে পরমানু কেন্দ্রের বিজ্ঞানী হয়ে বসে ।
২২ শে জুন, ২০২৫ রাত ৮:৫৭
জটিল ভাই বলেছেন:
যথার্থ বলেছেন প্রিয় ভাই
৩| ২৩ শে জুন, ২০২৫ সকাল ১০:৩৮
অপু তানভীর বলেছেন: মিসাইল থাকার আসলে দরকার নেই। বরং থাকাটাই অস্বাভাবিক। আমাদের মত দেশের জন্য সামরিক শক্তি বৃদ্ধি অদরকারি। এটা বিলাসিতা ছাড়া আর কিছু না। আমাদের মিশাইলের পেছনে সময় নষ্ট না করে বরং কিভাবে আরও বেশি উৎপাদন করা যায়। কিভাবে ফসল বৃদ্ধি করা যায় আর কিভাবে আরও চাকরি সৃষ্টি করা এসবের দিকে মন দেওয়া উচিৎ। আমাদের যতটুকু সামরিক শক্তি আছে ছোট দেশ হিসাবে যথেষ্ঠ ভাল।
আর বাংলাদেশে আক্রমন করার কিছু নেই। আমাদের এমন কোন কিছু যার জন্য পরাশক্তিগুলো এই দেশে আসবে। আর এই যে কত বছর ধরে শুনে আসছেন যে বাংলাদেশ ভুরাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়ার, এটা ভুয়া কথা।
২৩ শে জুন, ২০২৫ সকাল ১১:৪৭
জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, সবার দৃষ্টিভঙ্গিতো এক হবে না। তবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নও মন্দ কিছু নয়। তাছাড়া ভুলে গেলে হবেনা যে আমরা ভারত বেষ্টিত। তাই বিষয়টা পুরোপুরি উড়িয়ে দেবারও সুযোগ নেই। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত পণ্য আর দেশের নিরাপত্তার বিধানও করা দরকার। তাছাড়া এই যুগে কে যে কার শত্রু তা বলা মুশকিল। তাই নিজের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখাই বুদ্ধিমানের কাজ। শক্তি শুধু আক্রমণের জন্য নয়, প্রতিরোধের জন্যেও দরকার।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৮
অপলক বলেছেন: আগেই দেখেছি। এই নিউজ দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। এই নিউজ দিয়ে দেশকে ছোট করা হয়েছে। ntv কে ধিক জানাই। বাংলাদেশকে ইরান কিছুই শেখায়নি। আমরা তেল বেচি না, আমরা ছায়া যুদ্ধ চালাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ। ইরানের সাথে আমাদের তুলনা কেন? ইরানে কি সাংসদরা লক্ষ কোটি ডলার দেশ থেকে পাচার করে? এদেশে করে।
একদিকে ই্উনুস বিশ্বের কাছে ছোট করছে। তার কিছু কিছু বক্তব্যের শুরুতেই বাংলাদেশ কে নিয়ে নেগেটিভ কথাবার্তা থাকে। তারপর টেকনিক্যালি সে সেটাকে শিক্ষনীয় ব্যাপার হিসেবে বোঝাতে চেষ্টা করে। জুতা মেরে গরু দান আর কি...
কুশিক্ষিত লোকজন দেশকে আর কতভাবে নিচু করবে?