|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
মেঠোপথ আর মশিউর ভাইয়ের জেনারেল হওয়া জেনে এক নতুন চিন্তা মাথায় এসেছে। মামুর ব্যাটা সামু মডারেসনে যতোই নির্জীব হোক, জেনারেল তৈরীতে কখনো পিছপা হয় না। মনে হচ্ছে মডারেসনের বেশিরভাগই আর্মিতে ছিলেন এবং আছেন। তাই মডারেসনের মূল লক্ষ্যই হচ্ছে এনি হাউ জেনারেল তৈরী করা। আর তারই প্রেক্ষিতে মনে হয়, এখনই সময়। ইরানের মতো দক্ষ বাহিনী আর সমরাস্ত্র যদি বাংলাদেশও চায় সেক্ষেত্রে দায়িত্বটা মডারেসন টিমকে দেওয়া উচিৎ। তাতে বোধ করি স্বল্প সময়ে ঘরে-ঘরে জেনারেল তৈরী হবে।
জেনারেল তৈরী করা ভালো। কিন্তু কোনো পূর্ব ঘোষণা কিংবা আলোচনা ছাড়া এভাবে হঠাৎ করে একজনকে ধরে যখন বলা হয়, “এই এখন হতে তুমি জেনারেল। যাও মিসনে যাও।” তখন এই হঠাৎ কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া, গাট্টি-বোজকা না বেঁধে মিসনে যাওয়াটা কি এতোই সহজ? তাই সামুর কাছে অপূরণীয় অসংখ্য দাবী থাকা সত্ত্বেও আমার নতুন দাবী “নির্বাচিত পাতা” টাইপে “মডারেসন পাতা” নামে নতুন আরেকটা ট্যাব ক্রিয়েট করা হোক। আর সেই ট্যাবের অধীনে মডারেসনের সব কার্যক্রম থাকবে। যেমন-
১/ বর্তমান  জেনারেলদের তালিকা।
২/ আপকামিং জেনারেলদের তালিকা।
৩/ জেনারেলদের তালিকা হতে নাম কর্তিতদের তালিকা।
৪/ সদ্য মিসন হতে ফেরত আসাদের তালিকা।
৫/ মডারেসনের দায়িত্বে থাকা কর্তাগণের তালিকা।
সেইসাথে থাকবে মডারেটরদের বিশেষ বিবৃতি টাইপের ব্লগ যেখানে জেনারেল তৈরীর প্রেক্ষাপট, সময়কাল, মিসনের নাম, মিসনের ব্যপ্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে। সেইসাথে কাউকে কেনো মিসনে পাঠানো হবে না সেই তথ্যও উল্লেখ করা যেতে পারে। পাশাপাশি মিসনে যোগ না দেওয়া কিংবা মিসনের সময় হ্রাসের জন্য প্রদেয় হাদিয়ার পরিমাণও উল্লেখ থাকতে পারে। এতে করে পাঠকগণও এই জেনে গর্বে গর্ভবতী হতে পারেন যে তার কোন প্রিয় ব্লগার জেনারেল হচ্ছেন। সেইসাথে মিসনের ব্যপ্তি জেনেও নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চিন্ত থাকতে পারেন। পাশাপাশি মিসনের প্রেক্ষাপট জেনে অনেক আগ্রহীগণও সেই প্রেক্ষাপট তৈরীর মাধ্যমে নিজের জেনারেল হবার পথ সুগম করতে পারেন।
সামুর এই দেশের প্রতি নিবেদিত জেনারেল তৈরী সফল হোক!
জয় সামু!
সামু জিন্দাবাদ!
 ২২ টি
    	২২ টি    	 +৫/-০
    	+৫/-০  ২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:১৮
২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:১৮
জটিল ভাই বলেছেন: 
আংকল, আপনার নিকটে চমৎকার এবং অসাধারণ লাগায় প্রীত হলেম। জটিলবাদ ❤️
২|  ২৮ শে জুন, ২০২৫  বিকাল ৩:২০
২৮ শে জুন, ২০২৫  বিকাল ৩:২০
ভুয়া মফিজ বলেছেন: আপনের সব কথা ঠিক আছে, তবে সবাই জেনারেল হলে হবে না। অন্ততঃ একজনের জেনারেল হিসাবে অভিজ্ঞতা এতো বেশী যে, তাকে ফিল্ড মার্শাল করা হোক!!! এটা না করা হলে যোগ্যতার অবমুল্যায়ন হবে!!!!  
 
''মেঠোপথ'' নিয়া চিন্তার কিছু নাই, উনার আসল নিক ঠিক আছে। 
মডারেসন হবে মডারেশান, মিসন হবে মিশন!!! দয়া করে ঠিক করেন। বানানের এই অবস্থা দেখলে আমার চোখে যন্ত্রণা হয়। 
  ২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:২২
২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:২২
জটিল ভাই বলেছেন: 
প্রিয় ভাই, আপনি যাহারে ফিল্ড মার্শাল বানাইতে চাচ্ছেন উহাতো বরাবরই গজী না হইয়া বলি হইয়া যায়! সেক্ষেত্রে.... 
টাইপ লইয়া বহুত ঝামেলায় আছি। তাইতো বাংলা আকাদেমি প্রণীত বিদেশি বানানে "স" ব্যবহার করছি 
৩|  ২৮ শে জুন, ২০২৫  বিকাল ৩:৪৯
২৮ শে জুন, ২০২৫  বিকাল ৩:৪৯
অপলক  বলেছেন: কমবেশি সবার দেখি একাধিক নিক আছে। আমি খালি সাধু হয়ে বসে আছি। এমনিতেই ব্যাক ডেটেড মানুষ আমি, সামুতেও পিছিয়ে... 
  ২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:২৫
২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:২৫
জটিল ভাই বলেছেন: 
প্রিয় ভাই, কানে-মুখে একটা বুদ্ধি দেই। আপনি ১৫টা আইডি খুলে একসাথে পোস্ট দেন। তবেই একজনের একাধিক পোস্টের সমস্যা মনে হয় কাটিয়া যাইবে 
৪|  ২৮ শে জুন, ২০২৫  বিকাল ৩:৫০
২৮ শে জুন, ২০২৫  বিকাল ৩:৫০
অপু তানভীর বলেছেন: সামুতে আমার এতো দিনের অভিজ্ঞতা থেকে এই কথা আমি নিশ্চিত করে বলতে পারি যে সামুতে কাউকে বিনা কারণে জেনারেল বা ব্যান করা হয় না। এমন অভিযোগ অনেকের থাকতে পারে যে কর্তৃপক্ষ কারো কারো প্রতি বিশেষ সদয় থাকেন তবে কেউ কোন নিয়ম ভাঙ্গে নি কিন্তু জেনারেল বা ব্যান করা হয়েছে এমনটা হয় না। 
আর সেই সাথে যাদেরকে জেনারেল করা হয় কোন পোস্ট বা মন্তব্যের কারণে সেটা করা হয়েছে সেটার মেইল যায় তাদের রেজিস্ট্রার্ড ইমেলে। যদি কেউ বলে কোন মেইল আসে নি বা পায় নি তাহলে এমন হতে পারে যে সে তার রেজিস্ট্রার্ড মেইল চেক করতে ভুলে গেছে অথবা মিথ্যা বলছে।
  ২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:২৯
২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:২৯
জটিল ভাই বলেছেন: 
সামুর মডারেসনের প্রতি আপনার অনুরক্তির কথা জানি প্রিয়। নিশ্চই এতে কোনো দ্বিমত নাই। বিনা দোষে নীতিমালায় আটক দাবী সমুচিত নয়। বরং এখানে দোষ করেও নীতিমালায় না আটকানোটাই সমুচিত।
৫|  ২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:৪০
২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:৪০
জুল ভার্ন বলেছেন: জেলারেল হওয়া সহজ নয়। তারপরও 'জেনারেল' বানিয়েছে, সেজন্য গর্ব করা উচিৎ, সিপাহী বানালেই না দুঃখ পেতেন।
  ২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:৪২
২৮ শে জুন, ২০২৫  বিকাল ৪:৪২
জটিল ভাই বলেছেন: 
হা হা হা হা....…. আমিতো প্রিয় ভাই সেই গর্বে গর্ভবতী হয়েই পোস্টটা করেছি 
৬|  ২৮ শে জুন, ২০২৫  সন্ধ্যা  ৭:৪৪
২৮ শে জুন, ২০২৫  সন্ধ্যা  ৭:৪৪
মেঠোপথ২৩ বলেছেন: জনাব অপু বলেছেন , সামুতে আমার এতো দিনের অভিজ্ঞতা থেকে এই কথা আমি নিশ্চিত করে বলতে পারি যে সামুতে কাউকে বিনা কারণে জেনারেল বা ব্যান করা হয় না। 
dear blogger,
we are sorry to inform that we had to remove one of your comments from a particular post (সৈয়দ মশিউর রহমান বনাম হাসান কালবৈশাখী: একি ঘৃণার নতুন সংস্করণ?) . please note: this action is taken to maintain a good environment of the blog according to rule:
উপড়ের এই একটি ইমেইল আমি পেয়েছি। যদি  আক্রমনাত্মক কমেন্টের কারনে আমাকে  জেনারেল করা হয়ে থাকে  হয়ে থাকে তবে  আমার  অবস্যই আপত্তি নাই। কিন্তু ভাবতেছি জনাব অপু যে ভাষায় তুই তোকারি করে , সারমেয় সহ আরো নানাবিধ গালি গালাজ সহকারে বিভিন্ন সময়ে গাজী সাহেবের উদ্দেশ্যে কমেন্ট করে থাকেন , ভাবছি সেই বেলায় মডু কেন চোখ বন্ধ করে রাখে?  হয়ত বলবেন যে, গাজী সাহেব আরো তীব্র আক্রমনাত্মক কমেন্ট করেন । কিন্ত সেই কারনে তিনিতো বারবার ব্যান হন। কিন্তু মডুর আশির্বাদপুষ্ট ব্লগারদের বেলায় ভিন্ন নীতিমালা কেন?  
  ২৮ শে জুন, ২০২৫  রাত ১০:৩০
২৮ শে জুন, ২০২৫  রাত ১০:৩০
জটিল ভাই বলেছেন: 
@অপু তানভীরের দৃষ্টি আকর্ষণ করছি। মন্তব্যে জটিলবাদ জানবেব প্রিয় ভাই 
৭|  ২৮ শে জুন, ২০২৫  রাত ১০:১৫
২৮ শে জুন, ২০২৫  রাত ১০:১৫
ওমর খাইয়াম বলেছেন: 
@মেঠোপথ২৩ ,
গাজী সামুতে কোন ব্লগারকে "তুই" বলেননি, কাউকে কোন গালি দেননি; ব্লগার অপু অনেক ব্লগারকে খারাপ ও কটু কথা বলেছে। সোস্যাল মিডিয়া চালানোর মত জ্ঞানী মানুষ  সামুটিমে কখনো ছিলেন না।
  ২৮ শে জুন, ২০২৫  রাত ১০:৩১
২৮ শে জুন, ২০২৫  রাত ১০:৩১
জটিল ভাই বলেছেন: 
তাই?
৮|  ২৮ শে জুন, ২০২৫  রাত ১০:৫৭
২৮ শে জুন, ২০২৫  রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন: ব্লগে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি না এই কথাটা বললে আসলে মিথ্যা বলা হবে । আমি যেহেতু ভুয়া মুক্তিযোদ্ধা জাহাঙ্গির আমলের মত মিথ্যাবাদী নই, তাই সেই কথা আমি অস্বীকার করবো না।
ব্লগে কোন ব্লগারের সাথে খারাপ ব্যবহার করেছি কিনা সেটা আমার ঠিক মনে পরে না। স্মৃতি শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। যার সাথে খারাপ ব্যবহার করেছি সে ভাল বলতে পারবে। তবে হ্যা লেখা চোরকে যদি লেখা চোর বলা খারাপ ব্যবহার করা হয় তবে আমি সে দায় স্বীকার করেই নিলাম। আমি ব্লগে অনেককেি লেখাচোর বলেছি এবং সেই লেখাচোরদের সমর্থকদেরও। 
তবে ব্লগে দুজনের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। এদের একজন নেড়ি কুকুরের মত আমার পেছনে লেগেছে, আমি যেখানে মন্তব্য করেছি সেখানে গিয়ে ঘেউ ঘেউ করেছে। অনেক লম্বা সময় চুপ করে থেকেছি আর না। এর জন্য মডারেটর আমাকে ব্যান করে দেয় তাতে আমার কিছু যাবে আসবে না। এর সাথে কথা বলার সময় আর কোন রাকঢাক হবে না। আরেকজন আছে এটাই চামচা। চরম ধর্মবিদ্বষী। এই দুটোর সাথে ভাল ব্যবহার করা আমি বন্ধ করে দিয়েছি। 
তবে এটাও সত্য যে আগ বাড়িয়ে আমি কারো সাথে কখনই খারাপ ব্যবহার করি না। আমার নাম উল্লেখ করে কিছু বললে আমাকে খোখাখুচি না করলে কে কি করলো তাতে আমার কিছু যায় আসে না। 
  ২৮ শে জুন, ২০২৫  রাত ১১:১৪
২৮ শে জুন, ২০২৫  রাত ১১:১৪
জটিল ভাই বলেছেন: 
বরাবরের মতোই আপনার অবস্থান সুস্পষ্টভাবে ব্যখ্যার জন্য আন্তরিক জটিলবাদ জানাই।
৯|  ২৮ শে জুন, ২০২৫  রাত ১১:৪৭
২৮ শে জুন, ২০২৫  রাত ১১:৪৭
ওমর খাইয়াম বলেছেন: 
@অপু তানভীর,
আপনি ব্লগার নুরুকে নাজেহাল করেছেন, অপদোষ দিয়েছেন। আপনি গল্পকার হিসেবে ব্যর্থ হওয়ার কারণ ছিলো, আপনি বিদেশী সিনেমা, উপন্যাস, ইত্যাদির প্লটকে নিয়ে গল্প লেখার চেষ্টা করেছিলেন। 
আপনি নিজের দোষ বুঝতে পারতেন না; কারণ, "আপনার স্মৃতিশক্তিতে সমস্যা ছিলো"; সেটা আপনি এখন বুঝতে পেরেছেন ও উল্লাখ করেছেন।
  ২৯ শে জুন, ২০২৫  বিকাল ৪:৫০
২৯ শে জুন, ২০২৫  বিকাল ৪:৫০
জটিল ভাই বলেছেন: 
ওমা তাই???
১০|  ২৯ শে জুন, ২০২৫  ভোর ৬:৩৪
২৯ শে জুন, ২০২৫  ভোর ৬:৩৪
সুলাইমান হোসেন বলেছেন: যে অপরাধ করবে তাকে জেনারেল বানিয়ে দেওয়া ভালো,
  ২৯ শে জুন, ২০২৫  বিকাল ৪:৪৭
২৯ শে জুন, ২০২৫  বিকাল ৪:৪৭
জটিল ভাই বলেছেন: 
তাইতো কাম্য প্রিয় ভাই। কিন্তু কখনো কখনো যদি বিপরীত হয়ে যায়? 
১১|  ২৯ শে জুন, ২০২৫  সন্ধ্যা  ৬:২৭
২৯ শে জুন, ২০২৫  সন্ধ্যা  ৬:২৭
রাফখাতা- অপু তানভীর বলেছেন: @ভুয়া মুক্তিযোদ্ধা,  ব্লগার নুরু ছিল একজন প্রমাণিত লেখা চোর, আর আপনি হচ্ছেন সেই লেখা চোরের সমর্থক। ব্লগে যত লেখা চোর ছিল সেই সব লেখাচোরকে সমর্থন দিয়ে গেছেন, অবশ্য আপনার মত অসৎ মানুষের কাছ থেকে আর কী বা আশা করা যায়, এরসাদ সরকারের আমলে ২০০ টাকা ঘুষ দেওয়ার কথা নিজ মুখেই স্বীকার করেছেন, সেদিন শুনলাম মানুষের টাকা মেরে খেয়েছেন! আপনার লেখায় প্রকাশ করেছেন, নীরিহ কুকুর পর্যন্ত আপনাকে দেখতে পারে না। ছেলে মেয়েরা সব ত্যাগ করে গেছে, তাহলে বোঝেন আপনার অবস্থান কোথায় আছে? 
আপনার সব কুকীর্তির প্রমান এখানে
সামান্য নেড়ি কুকুরের যে আত্ম সম্মানবোধ আছে সেটা আপনার নেই । এই ব্লগ থেকে আপনার পাছায় লাথি মেরে প্রতিবার বের করে দেওয়া হচ্ছে প্রতিবার নেড়ি কুকুরের মতই আপনি এসে হাজির হচ্ছেন। দুইতিনবার বের করে দেওয়ার পরে নেড়ি কুকুরও সেই জায়গাতে যায় অথচ আপনার সেই লজ্জাটাও নেই। 
আমার লেখা আমি মুভি বই থেকে লিখেছি এটা প্রমান করতে পারবেন আপনি? আপনার মত নিম্ন বুদ্ধির প্রাণীর তো সেই যোগ্যতা কথা না। আপনার সব কথা যেমন আন্দাজে এটাই সেই একই।
  ৩০ শে জুন, ২০২৫  দুপুর ১২:৫০
৩০ শে জুন, ২০২৫  দুপুর ১২:৫০
জটিল ভাই বলেছেন: 
আকামে আপনার ধৈর্য্য আছে বটে!!!
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২৫  বিকাল ৩:১৬
২৮ শে জুন, ২০২৫  বিকাল ৩:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: অতীব চমৎকার পোষ্ট। অসাধারণ বিবরণ।