![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি AI জেনারেটেড)
শত শত কাল করিয়া ভ্রমণ সমাধান অন্বেষণে,
সহসা একদা পেলো সে প্রবীণ রাজনৈতিক মহাজনে।
শুধালো, “হে মুরুব্বি! রিল আর পোস্টে ভিউ বাড়াবো কেমনে?”
মুরুব্বি বলে, “বাছা, নির্বাচন ছাড়া এসব বাড়বে নাতো জীবনে।”
পুনঃ সে কহিল, “কিডনি দিয়াও স্বামী কেন ধরে রাখা যায় না?”
মুরুব্বি বলে, “বাছা, এসব চলবেই না মিটলে নির্বাচনের বায়না।”
জিজ্ঞাসে পুনঃ, “এসএসসিতে এবার হলো কেনো এতো ফেইল?”
মুরুব্বি বলে, “বাছা, নির্বাচনহীণ কি আছে পড়া-লেখার বেইল?”
কহিল আবার, “কিভাবে সামুর পুনঃজাগরণ হইবে স্যার?”
মুরুব্বি বলে, “বাছা, নির্বাচন ছাড়া সব জাগরণই ছারখার।”
পুছিলো পথিক, “কিভাবে কিছুরে করিতে হইবে ভাইরাল?”
মুরুব্বি বলে, “বাছা, নির্বাচন হইলেই সব ভাইরাল রবে চিরকাল।”
শুধাল সে জন, “স্বামি-স্ত্রী কেনো করিছে ভিউয়ের কারবার?”
মুরুব্বি বলে, “বাছা, এজন্যেই এখন নির্বাচনের খুব দরকার।”
২| ১৭ ই জুলাই, ২০২৫ রাত ১১:০১
গোবিন্দলগোবেচারা বলেছেন: আমার একটা প্রশ্ন আছে
ইলেকশন হলে কি বিখ্যাত বায়ু ত্যাগকারী পাদু গাজী যেখানে সেখানে বায়ু ত্যাগ করা বন্ধ করবেন?
আমার মনে হয় না। উনার অভ্যাস গার্বেজ খাওয়া আর এর আউটপুট হলো আন কন্ট্রোলেবল গ্যাস।
কাজেই ইলেকশন হোক আর না হোক পাদু গাজী তার পুরাতন কার্যক্রম অব্যাহত রাখবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
মায়াস্পর্শ বলেছেন: স্টেজে উঠে দিচ্ছি কত গর্জন ,
দেশে এক বছরে যাকিছু হইলো
তা তো আমাদেরই অর্জন।