নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

আহেন খেলা দেখলে......

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫১


(ছবি নেট হতে)

আইজ আর কোনো কতা হবে না, কোনো প্যাঁচাল হবে না, মাইর হবে, সাউন্ড হবে না!

খেলা দেখতে এই লিংক-এ হান্দায়া পরেন। মজা পাইলে জানাইয়েন।

***পোস্ট শেষ***

১০% ছিলো বাঁধা-ধরা রেট! ছাপা কিরকিরা!

সন্ত্রাসী চাঁদাবাজ কি করবি রে?
রাত-দুপুরে যদি দুদক ধরে?
ফেরারি ফেরেনবাজ,
পকেটে ভরবি আজ,
এমন শাশুড়ি নেই এই বাজারে….


বড় মিয়া বলে দিন-কাল ভালো নয়,
এমন দিনেতে যদি করি নয়-ছয়?
তবে কোমড়ে পরাবে দঁড়ি,
হাতে দেবে হাতকড়ি,
কান ধরে নিয়ে যাবে হাজতঘরে….


মেজো মিয়া পালাতক, ছোট মিয়া নাই,
দিন-রাত করতো যে শুধু খাই-খাই!
বলে গাড়ি খাবো, বাড়ি খাবো,
পাহাড়-নদীও খাবো,
সরকারি জমি খায় দু'হাত ভরে….


গরীবের ছেলেটারে দিলো ব্রেন ওয়াস,
বোমারু জঙ্গি হয়ে ফুটলো ফটাস!
দেখে নেতারা পালিয়ে গেলো,
ইনাম-খেতাব দিলো!
কপালে এমন সুখ সইলো না রে…


রাজপুত্তুর ব্যাটা চায় অমলেট,
10% ছিলো বাঁধা-ধরা রেট!
বলে, “কিছুতো করিনি আমি,
শুধু শুধু বদনামি!
ডিস্ক্রিমিনেসন বাছ-বিচারে…


এ কেমন মুসিবত, আগে দেখি নাই,
আলু-ভালু-কালু বলে পালাই পালাই!
দেখো বাড়ি গেলো, গাড়ি গেলো,
বউটারে জেলে নিলো,
ব্যাংকের একাউন্ট জব্দ করে!


আমলার মামলাটা জমলো এবার,
হামলা করলো রাতে র‍্যাব-বিডিআর,
দেখো পুলিশও যায় না কম,
আসে যায় হরদম,
কোটি টাকা বার করে বালিশ ছিঁড়ে…


সিঁধেল চোরেরও আছে মান-সম্মান,
ছিঁচকে চুরির দায়ে পাবে অপমান?
তবে এরা কারা মহা চোর?
বেহায়া, চশমখোর!
ঘটি চুরি করে কোটি টাকার পরে…


নেত্রী ভাসেন আজ চোখের জলে (২)
নেমকহারাম সব গিয়েছে ভুলে!
বলে, “পরিবারতন্ত্রটা,
শ্বাশুড়ির যন্ত্রটা,
ঢেলে সাজাতেই হবে নতুন করে!”


তোষামোদে চামচার মনে বড়ো ভয়!
নেতা-নেত্রীরা যদি হাচা কথা কয়?
তবে আমও যাবে, ছালা যাবে,
র‍্যাবের প্যাঁদানি খাবে,
ভাংবে রসের হাঁড়ি হাট-বাজারে…..


নদীর ভাঙ্গনে যার বাড়ি-ঘর নাই,
শহরের ফুটপাতে নিয়েছিলো ঠাঁই!
কেড়ে নিলি রুটি তার,
দুর্দিনে অনাহার,
রিলিফের টিন তোর গুদাম ঘরে!!!


দুদক শুনলে বুক করে ধক্-ধক্,
যদি মনের মধ্যে জাগে বিবেক দুদক?
বলে এসেছে নূতন দিন,
লালসা লাগামহীন,
করেছিলো যারা ক্ষমা করিস না রে…


ঘুষখোর, ধরিবাজ কি করবি রে?

চাঁদাবাজ, ধোঁকাবাজ কি করবি রে?


মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কীসের লিংক । ক্লিক করতাম নি

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২১

জটিল ভাই বলেছেন:
অবশ্যই ক্লিক করবেন!

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৩

শেরজা তপন বলেছেন: হাহাপগে

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬

জটিল ভাই বলেছেন:
হাহাহোহো...... তা ভাই আপনার ইনকাম কতো? :P
জেন-জি পেশারটা দেখছেন? =p~

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬

মায়াস্পর্শ বলেছেন: পোলাপাইন পরেও রে ভাই। তাই বলে এইভাবে কোপাচ্ছে দশ নেতা ???
:D :) :) :) B-)) :D

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৮

জটিল ভাই বলেছেন:
হাহাহোহো.….... ভাইরে পুরাই বাকরুদ্ধ :D

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যাংকারের অপশন নাই

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৮

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা...... সরকারি চাকরিজীবি আছেতো :P

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন:

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫০

জটিল ভাই বলেছেন:
:P :P :P

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: জটিল।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৮

জটিল ভাই বলেছেন:
:D :D :D ........... তা ভাই আপনার বেতন কতো? :P

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩০

বিজন রয় বলেছেন: আমি চাকরি করিনা তো!!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩

জটিল ভাই বলেছেন:
তাহলে প্রিয় ভাই আপনি কোন ক্যাটাগরির বিপ্লবী? :P

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৭

বিজন রয় বলেছেন: ধাঁধা!

চাকরির সাথে বিপ্লবের সম্পর্ক কোথায়?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২

জটিল ভাই বলেছেন:
আমারতো মনে হয়, চাকরই=বিপ্লবী।
আপনি কি বলেন?

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪১

মেঠোপথ২৩ বলেছেন: আপনের কি মনে হয় দেশনায়ক লন্ডনে বইসা এই চান্দাবাজির ব্যবসা ছাইরা দিয়া দেশে আসবে ? আমারতো মনে হয় না নির্বাচনের আগে তিনি আসিবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.