![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো একদিন আমাকে একজন বলেছিলো, আর জে ইউ আর ইম্পসিবল। আমি এখনো সেই কথাটার অর্থ খুজছি।
আমার চোখের কোনে একফোঁটা জল!
তুই কি বুঝবি বল?
তখন কি বুঝতি দুঃখ কি?
যখন আমাকে ফিরিয়ে দিয়েছিস বারবার।
তখন কি বুঝতি কষ্ট কি?
যখন করেছিস অবহেলা, দোহাই দিয়ে ভালবাসার।
তখন কি বুঝতি কান্না কি?
যখন ছেড়ে দিয়েছিস হাত, কষ্টগুলো দেওয়ার পর।
আজ এত নির্বাক কেন সেই ছেলেটা যে ছিল চঞ্চল?
তুই কি বুঝবি বল?
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯
একান্ত আমি (আর জে) বলেছেন: আজ আমার চোখের কোনে একফোঁটা জল!
তুই কি বুঝবি বল?
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৮
রুদ্র জাহেদ বলেছেন: তখন কি বুঝতি কষ্ট কি?
যখন করেছিস অবহেলা, দোহাই দিয়ে ভালবাসার।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪২
একান্ত আমি (আর জে) বলেছেন: বোঝার "বোঝার" সামনে মানুষ বড় অসহায়।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৫ রাত ১:০৮
রোদেলা বলেছেন: আজ এত নির্বাক কেন সেই ছেলেটা যে ছিল চঞ্চল?
তুই কি বুঝবি বল?