নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখবো? ভেবে পাচ্ছিনা।

একান্ত আমি (আর জে)

কোনো একদিন আমাকে একজন বলেছিলো, আর জে ইউ আর ইম্পসিবল। আমি এখনো সেই কথাটার অর্থ খুজছি।

একান্ত আমি (আর জে) › বিস্তারিত পোস্টঃ

মুভি সমাচার।

০১ লা জুন, ২০১৬ রাত ৩:৩৪

ছোট বেলায় জখন মুভি দেখতাম পরিবারের সবাই একসাথে মিলে তখন মুভির কাহিনিগুলো ছিলো একটা পরিবারের ভালবাসার বন্ধন নিয়ে।
ফোকাস করা হত মা,বাবা,ভাই,বোন,বউ,শাশুরি এদের ভিতরে ভালবাসা, কলহ,
এর পর শুরু হল সামী ইস্ত্রির ভালবাসা আর সন্তান এর প্রতি ভালবাসার উপরে ফোকাস করা। কাহিনি গুলো ছিলো বিবাহ পরবর্তি তাই তখন ও জান্তাম না বাচ্চা কিভাবে হয়! সুধু জানতাম বিয়ে করলেই বাচ্চা হয়, আর কিছু করতে হয় না।
এর পর শুরু হল বিবাহ পুর্ব কাহিনি অর্থাত প্রেম। প্রেমের ১ম পার্ট বলা যায় কারন এই কাহিনির ফোকাস ছিল প্রেম করলেই বিয়ে করতে হবে। যত বাধা আসুকনা কেন।
আর এখনকার সময়ের কাহিনি হল প্রেমের পার্ট ২। এখন ফোকাস করা হয় প্রেম করলেই সেক্স করতে হবে। বিয়ে হবে কি হবে না এটা পরের ব্যাপার। আগে ওটা করা চাই।
তাই এখনকার ছেলেমেয়েরা জানে কিছু করলেই বাচ্চা হয়, বিয়ে করা লাগে না।
কিছু ভুল লিখে থাকলে ক্ষমাসুলভ নজরে দেখবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.