| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
----------------------------------------
আমাকে মারবে মারো, কাটবে কাটো
কিন্তু খারাপ বলোনা কেউ,
সবকিছু ছাড়তে পাড়ি কিন্তু তাকে ছাড়বোনা মোটেই
কারন সে আমার, সেই-কাগজের বউ।
আমি তার সঙ্গে ছিলাম, থাকবো, আছি
এজোড়া ভাঙতে পাড়বেনা কেউ,
সে আমার সেই ছোট্র বেলার পুতুল খেলার
সেই- কাগজের বউ।
ছোট্র বেলার সুখ, দুঃখ ভুলতে পারি
কিন্তু তাকে ভুলতে বলোনা কেউ,
সে আমার, রোজ দিনের শেষের যত্নে গড়া
সেই- কাগজের বউ।
------------------------------------------

©somewhere in net ltd.