![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা লেখক ও বিজ্ঞান কর্মী, প্রকৃতির ছাত্র !
দেখতে পাও কি, হে বিবেক, শুনতে কি তুমি পাও?
একটু শ্রান্তি, প্রশান্তির সুযোগ মিলেছিল বহুদিন পর
বাবা মা পরিবারের সাথে স্মৃতিমাখা জন্মস্থানে
সুখের কিছুটা ভাগ বসাতে, ভাগাভাগি করতে।
জানি দীর্ঘ ছুটি, অন্য সবার মতো আমিও
কি এক যমদুত পাঠালে, স্তব্ধ আজ চারদিক
বেশ তো কদিন সবুজের মাঝে একটু পরিশ্রান্ত।
হঠাৎ একি বাজল এ সুর, ফিরতে হবে
মন কি টানে? ভয় তো আছে, এ ভয় সবারই
কিন্তু? পেটের দায়ে, ও মুখে চেয়ে, ভয়ের মাঝে হাসি এ মুখে
ছুটে চলেছি, পিছনে রেখে ভয়ার্ত মুখগুলো
বুকে ধুক ধুক ভয় যমদুতের, তবুও ছুটে চলে,
মাঝে মাঝে মুখে আবৃত আবরণী সরিয়ে শ্বাস নেওয়া
পায়ে হেঁটে, ভ্যান রিক্সা,গাদাগাদি গাড়ি, আর ইজি বাইক
কোথায় বাতাস, কোথায় হাওয়া, মুখোমুখি সব নিঃশ্বাস
যেন যমদুতেরা দাঁত কেলিয়ে হাসছে ফিরে, দিচ্ছে থাবা
মুখ টিপে ভেংচি কেটে বলছি তোরা হাসতে থাক,
শত যাতনা কষ্ট মিলুক, ফুসফুসে তোর আবাস হোক
বাবা, মা আর সন্তানের তরে এবার আমার বাঁচিয়ে রাখ।
করুণা চোখে নদীর মাঝে নৌকার ছাদে শুষ্ক চুলে
হঠাৎ কান্না, একটু জলে ভেজার আগেই মনটা কাঁদে
খোদা, আর কত আর! খেলা তোমার হবে না কি শেষ?
আমাদের মূল্য কেউ বুঝে না, তুমাকে সুধায় উত্তর দাও
এবার মোদের বাঁচিয়ে নিয়ে তুমি একটু তুষ্ট হও,
সাথে তোমার শ্রেষ্ঠ জীবের অল্প একটু বিবেক দাও।
সূত্রঃ বিবেকহীন নিষ্ঠুর ভোলাদার ডায়েরি
১০ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৮
রফিকুল ১৯৯০ বলেছেন: আসলেই তাই।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: মানব জাতি ভুলের উর্ধ্বে নয়।