|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

আমার পিছুটান কোনকিছুতে ই নেই
কারণ আমি একা
আমি একা কারণ আমি ভালো থাকতে চাই
ভালো থাকা সেতো নিজের কাছে
কেউ অনেক পেয়ে অসুখী আবার কেউ অল্পতে বেজায় খুশী। 
যেমন পোলাউ বিরিয়ানি কোপ্তা কালিয়া ভালো
না
ডিম ভাজি আলু ভর্তা ডাল।
হা হা বড্ড ক্যাচাল
আমার কাছে ডিম ভাজি আলুভর্তা ডাল।
শালা কাঙাল!!!!!
যাহ বোকা থার্ডক্লাস..।
হ্যাঁ আমি থার্ড ক্লাস....।
আমি শান্তিতে একটু ঘুমাতে চাই...
আমি চোরের ভয়ে দরজা জানালা দিয়ে কবরে ঘুমাতে চাই না ।
আমি চৌকিদার হতে চাই না
আমি হাত পা ছড়িয়ে প্রকৃতির খোলা বাতাসে থাকতে চাই.
আমার সেই সম্পদ চাইনা যা আমি নিজে তো ভোগ করবো ই না বরং
সম্পদের জ্বালায় দিবানিশি তটস্থ থাকতে হয় ।
লোকে পাগল বলে বলুক..।আমি সুখ নিদ্রা দিতে চাই
আমার কোন পিছুটান নাই
আমার পিছুটান কোনকিছুতে ই নাই
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ০২ রা আগস্ট, ২০১৯  সকাল ৭:০১
০২ রা আগস্ট, ২০১৯  সকাল ৭:০১
ইসিয়াক বলেছেন: একদম ।
২|  ০২ রা আগস্ট, ২০১৯  সকাল ৭:৩৬
০২ রা আগস্ট, ২০১৯  সকাল ৭:৩৬
রাজীব নুর বলেছেন: সে একা, সেইই সামান্য। 
কাজেই একা থাকার দরকার নেই। মানুষের মাঝেই থাকতে চেষ্টা করুন।
  ০২ রা আগস্ট, ২০১৯  সকাল ৭:৩৯
০২ রা আগস্ট, ২০১৯  সকাল ৭:৩৯
ইসিয়াক বলেছেন: 
৩|  ০২ রা আগস্ট, ২০১৯  সকাল ৭:৪৫
০২ রা আগস্ট, ২০১৯  সকাল ৭:৪৫
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
  ০২ রা আগস্ট, ২০১৯  সকাল ৭:৫৮
০২ রা আগস্ট, ২০১৯  সকাল ৭:৫৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
Graphic design এর কোর্স করছি ।তাই একটু অন্যভাবে ভালোবাসার প্রকাশ ঘটানোর চেষ্টা আর কি ।
ভালো আছেন নিশ্চয় । ভালো থাকবেন।
শুভসকাল ।
৪|  ০২ রা আগস্ট, ২০১৯  দুপুর ১:৫৮
০২ রা আগস্ট, ২০১৯  দুপুর ১:৫৮
জাহিদ  হাসান বলেছেন: আমি তো আরও বড় বাউন্ডুলে ছিলাম একদা। এখন দুই বছর ধরে  ঢাকায় এসে ভদ্র হয়ে স্থির হয়েছি। 
  ০২ রা আগস্ট, ২০১৯  রাত ৮:০১
০২ রা আগস্ট, ২০১৯  রাত ৮:০১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৯  রাত ১১:০৭
০১ লা আগস্ট, ২০১৯  রাত ১১:০৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: তাহলে ত আপনি বিন্দাস আছেন।
প্রকাশ ভালো হয়েছে।