নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সূর্য কিরণে পল্লব
নিত্য বিকাশে ,
জ্ঞানীর পরশে
জ্ঞান সদা প্রকাশে ।
মানবজীবনে অভিজ্ঞতার
আলাদা আছে দাম
অশ্রদ্ধা অসহিষ্ণুতার আছে
ভয়ঙ্কর পরিনাম ।।
দুঃখীজনে দিওনা দুঃখ
বড়দের শ্রদ্ধা কর
অতি আধুনিকতার নামে
হামবড়া ভাব ছাড়ো।।
হেলায় হারালে সময়
আসবে না ফিরে
পিছিয়ে পড়বে তুমি ক্রমশঃ
ধীরে ধীরে ।
ক্ষমা মহৎগুণ
ক্ষমা বিচ্ছুরিত করে আলো
ক্ষমার আলোতে জ্ঞানী গুনীজন
ভূবন ভরালো।।
ছবি গুগোল থেকে
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:২৭
ইসিয়াক বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বিশ্বের বেশীরভাগ মানুষই মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন; অল্প পরিমাণ নেকড়ে ভেঁড়ার চামড়া পরে অন্যদের উপর ঝাপিয়ে পড়ছে।
শতভাগ খাঁটি কথা।
অনেক ধন্যবাদ আর শুভকামনা
২| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১১:২৫
জগতারন বলেছেন:
কবিতা ভালো পাইলাম।
সুন্দর ছন্দময় কবিতায়
পড়ায় ও বুঝা সহজ হইয়াছে।
কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করি।
আপনার মেইল পাইয়াছি কিন্তু
ফন্ট বাংলায় আসে নাই তাই
বুঝিও নাই কি লিখিয়াছেন!!!
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:২৭
ইসিয়াক বলেছেন: শুভসকাল
৩| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১১:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ছন্দকথায় বেশ সাবলীলভাবে ভালো ভালো কিছু কথা বললেন। +
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:২৮
ইসিয়াক বলেছেন: শুভসকাল
৪| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: ছন্দ মিলিয়ে মিলিয়ে খুব সুন্দর লিখেছেন। আহ আমি যদি এভাবে লিখতে পারতাম !!
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:৪২
ইসিয়াক বলেছেন: এতো দেরীতে পড়লেন । আমি আপনার কমেন্টের অপেক্ষাতেই ছিলাম।
অনেক ভালো লাগবেন ।আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ ।শুভসকাল ।
৫| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১১:২৮
অন্তরা রহমান বলেছেন: সুন্দর ছন্দবদ্ধ প্রকাশ।
০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৭:৩২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ , শুভসকাল ।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের বেশীরভাগ মানুষই মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন; অল্প পরিমাণ নেকড়ে ভেঁড়ার চামড়া পরে অন্যদের উপর ঝাপিয়ে পড়ছে।