|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

ঝিলিক ঝিলিক চলছে চলুক তোমার আমার প্রেম 
ডিজিটাল প্রেম ,অন্যকিছু নয় ,নয়তো কোন গেম ।। 
হায় আল্লাহ একি কথা তোমার পাঁচটা বয়ফ্রেণ্ড !
যাক সে যাক আমারো ছিলো ,এখন সব , দ্য ইয়েণ্ড !!?
মাইণ্ড কোরোনা, মাইণ্ড কোরোনা কোথায় শিখেছি ?
ষ্টার জলসা আর জী বাংলা সেথায় দেখেছি । 
লিভ টুগেদার সে তো কোন ছার, সব হয়েছে করা । 
এখন কেবল বাকি রয়েছে তোমার হাতটি[?] ধরা ।। 
 
ফুচকা খাবে ,না হাত চালাবো , কোনটা বেশী ভালো ?
তোমার ছবির মধ্যখানে মশাল জ্বালাবো ?
এসো তবে আড়ালে যাই চলুক চুমু চাটি ! 
চেখে দেখে, বুঝে দেখি , ভেজাল নাকি খাঁটি !! 
এই শোন না হাত দিও না , সুড়সুড়ি আমার খুব । 
লোকে দেখছে চলো সরে যাই , ওই ঝোপে দেই ডুব ।। 
আচ্ছা তুমি বড্ড খারাপ ,এতো দুষ্টু কেনো ?
ধৈর্য ধরো সহ্য করো , ওল্ড মডেল যেনো ।।
একটু কোথাও প্রেম করবো ,খোলমেলা ভাবে । 
চারদিকে এত ক্যামেরা লুকাবো কীভাবে !!?  
লুকাবে কেন ? দেখছে দেখুক ,ওপেন সিক্রেট সবই 
আমাদের প্রেম জমে যাবে হিট হবে খুবই ।
আর নয় থাক , ভয় করছে , যদি হয়ে যাই ফ্রেম , 
ভাইরাল হলে সব শেষ , শেষ তোমার আমার প্রেম । 
কালো তালিকায় উঠবে তখন তোমার আমার নেম ।।
ছবি গুগোল কাকুর কাছ থেকে ধার নিয়েছি । ফেরত দিতে হবে এই শর্তে ......।
 ১৩ টি
    	১৩ টি    	 +১/-০
    	+১/-০  ১৩ ই আগস্ট, ২০১৯  বিকাল ৫:৫৩
১৩ ই আগস্ট, ২০১৯  বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন: ব্যান খাওয়ার ভয়ে এডট করতে হয়েছে । ভয়ে ভয়ে কোন কাজ ভালো হয় না ।
ধন্যবাদ
  ১৩ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:১৫
১৩ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:১৫
ইসিয়াক বলেছেন: পদাতিক দা আরো একটু যোগ করেছি । পড়ে দেখতে পারেন
২|  ১৩ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২৭
১৩ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালই হয়েছে।
  ১৩ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২৯
১৩ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২৯
ইসিয়াক বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালই হয়েছে।
ধন্যবাদ
৩|  ১৩ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৬
১৩ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব্লগটি বর্তমানে একটা বিপদের মধ্যে আছে। ছবি দিলে ছবি চিন্তা ভাবনা করে দিতে হবে।
  ১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৮:৪৯
১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৮:৪৯
ইসিয়াক বলেছেন: হো হো হো.......।
শুভসন্ধ্যা
৪|  ১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৮:০৪
১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৮:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতি মন্তব্যে এবার আসা প্রিয় ইসিয়াক ভাই।
হ্যাঁ আপনি নিজেই বুঝতে পেরেছেন এখনকারটি অপেক্ষাকৃত ভালো। 
তবে যদি কিছু মনে না করেন, 
ছড়া ,কবিতা বা গদ্যে ইংরেজি শব্দ যতটা সম্ভব পরিহার করাটা উত্তম। বাঙালির জীবনে ইংরেজি শব্দ এমন ভাবে জড়িত যে সেটাকে উপহাস করে সুনীল গাঙ্গুলী একটা সাক্ষাৎকারে একদিন বলেছিলেন , আমদেরকে জীবনে অন্তত একটা দিন বিশুদ্ধ বাংলায় কথা বলতে পারি কিনা চেষ্টা করে দেখা দরকার। খেলাটা কিন্তু বেশ আকর্ষণীয়। যদিওবা আমি এখনো পর্যন্ত একদিনও এমন দিন উপভোগ করতে পারিনি। তবে আপনার জন্য শুভকামনা রইল।
  ১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৮:৪৮
১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৮:৪৮
ইসিয়াক বলেছেন: রম্য কবিতা বলেই ইচ্ছা করে ইংরেজী শব্দ ব্যবহার করেছি। আমি সাধারণত কবিতায় সচেতন ভাবে ইংরেজী শব্দ ব্যবহার করি না। ধন্যবাদ
৫|  ১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৮:৩৬
১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: স্কুলের চেংড়া পুলাপান এরকম লেখে।  
১৮+ না দিলেও সমস্যা নাই।
  ১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৮:৪৩
১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৮:৪৩
ইসিয়াক বলেছেন: আমাকে চেংড়া পোলাপান মনে হচ্ছে ?
৬|  ১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৩৫
১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাকে চেংড়া পোলাপান মনে হচ্ছে ? 
না না। 
একটু সমালোচনা করার চেষ্টা করলাম। হে হে
  ১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৪৩
১৩ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৪৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
এক সময় খুব শখ ছিলো অভিনেতা হব।ঢাকার রাস্তায় অনেক ঘুরঘুর করতাম ।কোথাও বলতে সাহস হয়নি ।তারপর ভাবলাম লেখক হবো । কিছু দুষ্টু লোকের টিটকারী তে গুটিয়ে নিলাম নিজেকে ।এখন আর কিছু হতে ইচ্ছা করে না। কিন্তু তারপরও সুপ্ত বাসনা  মনের মধ্যে রয়েছে , খুব বেশী করে রয়েছে । আমি আমার কিছু কাজ দিয়ে এই পৃথিবীর মানুষের মাঝে বেঁচে থাকতে চাই । টাকা পয়সা ধনদৌলত আমার কাছে গৌন। সত্যি সত্যি গৌন। আমি বেশী টাকা গুনতে পারি না অসহ্য লাগে। তবু ও বেঁচে থাকতে টাকা লাগে তাই যৎসামান্য আয় করি। খুব ভালো আছি । আর সল্প সময়ে আপনাদের ভালোবাসায় আরো ভালো আছি ।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৩১
১৩ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: পড়লাম ।
আরো ভালোর আশা করি।