নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
শ্রদ্ধেয় বঙ্গবন্ধু ,
আরেকবার তোমার নেতৃত্বের অভাব অনুভবে চিরদিন
তোমার অকাল প্রয়াণে, শোধ করা হলোনা , আমার সকল ঋণ ।।
জাতি আজও দ্বিধাবিভক্ত, হলোনা কিছুরই সমাধান ।
কীভাবে জানিনা হবে এ জাতির ,সামগ্রিক কল্যান ।।
আমরা আসলে এমনই অবুঝ, অবোধ ,অভাগা জাতি
অন্যের সাথে তুলনা করে নিজেই ,নিজেরে দেই লাথি ।।
নিজের পিতাকে হত্যা করেছি , হয়েছি খুনী পাতক ।
দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর অবিচারে হয়েছি স্নাতক ।।
তাহলে কি হলো ?দায়টা কার ? নিশ্চয় আমাদের সকলের
তাহলে কেন দেশ ভালো নয় ! দোষ দেই অন্যের ?
আগে নিজে শুধরাবো , সামলাবো আছে যত লোভ
অকারণে দোষাদুষি করে কেন বাড়াবো অযথা নিজেই ক্ষোভ ?
স্বার্থ ছাড়াই করতে হবে দেশের তরে সকল কাজ ।
তবেই উঠবে ফুটে দেশের বর্ণ , শোভা আর কারুকাজ । ।
আমরাতো আমরাই একেবারে আলাদা , জাতিতে স্বতন্ত্র
হোকসে বিপদগ্রস্ত আমাদের নিজের সাধের গণতন্ত্র ।।
আমাদের সমস্যা সমাধানের সূত্র বের করবো আমরা নিজে
বেশী করে আরো মনোযোগী হব আমাদের সকল কাজে ।।
তাই বলে আমরা করবো নালিশ ট্রাম্পদাদার কাছে ?
একটুও ভাবিনা সম্মান বা আত্মমর্যাদাবোধ , আর কি বাকি আছে ?
অমুক জাতির তমুক ভালো, সব শ্রেষ্ঠ সব ভালো তাদের ।
আমার দেশের সবটুকু খারাপ! ধিক কুলাঙ্গারদের ।
আমার দেশ আমারই ,আমার মা আমার একান্ত নিজের ।
কে বোঝাবে কাকে ? অভাব শুধু যোগ্য নেতৃত্বের ।।
আরেকবার তোমার নেতৃত্বের অভাব অনুভবে চিরদিন
তোমার অকাল প্রয়াণে ,শোধ করা হলোনা ,আমার সকল ঋণ ।।
ইতি
তোমার অসহায় দেশবাসী
ছবি গুগোল থেকে
১৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৭
ইসিয়াক বলেছেন: এমজেডএফ ভাই
আপনাকে অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
২| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
কি কারণে উনাকে হত্যা করা হলো, সেটা বুঝতে হবে; উনি যা করতে চেয়েছিলেন, সেটাকে ঠেকাতে উনাকে হত্যা করা হয়েছিলো। উনি যা করতে গিয়ে প্রাণ হারালেন, সেটাকে আপনি কোন চোখে দেখেন?
১৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৩৯
ইসিয়াক বলেছেন: ইসিয়াক বলেছেন: প্রিয় চাঁদগাজী স্যার ,
প্রথমে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই ।
আপনি বলেছেন
কি কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সেটা বুঝতে হবে; উনি যা করতে চেয়েছিলেন, সেটাকে ঠেকাতে উনাকে হত্যা করা হয়েছিলো। উনি যা করতে গিয়ে প্রাণ হারালেন, সেটাকে আপনি কোন চোখে দেখেন?
এখন কথা হলো , এ ব্যাপারে আসলে আমার জ্ঞান সীমিত । আমি আগেও বলেছি । দয়া করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও কি কারণে উনাকে হত্যা করা হয়েছিল বা উনি কি কি করতে চেয়েছিলেন ।এ ব্যাপারে যদি একটু বিস্তারিত জানান তাহলে খুবই উপকৃত হই। যেটুকু জানি তার মধ্যে সত্য ও মিথ্যা মিশ্রণ । আপনার মতো বয়োজ্যৈষ্ঠ মুক্তিযোদ্ধার কাছ থেকে জানতে বিশেষ আগ্রহী ।দয়া করে এড়িয়ে যাবেন না। আপনাদের দ্বায়িত্ব এখনো শেষ হয়ে যায়নি। এই প্রজন্ম আপনার কাছে অনেক কিছুই জানতে চাই ।প্লিজ ।
৩| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ।
কবিতার কথা ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল
১৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:১৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভসকাল
৪| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৭
চাঁদগাজী বলেছেন:
১৯৭২ সালে দেশ চালাতে গিয়ে একটা বিষয় পরিস্কার হলো যে, শেখ সাহেব প্রতিবাদী নেতা ছিলেন, তিনি জাতির ভালো চাহেন, কিন্তু কিভাবে তা' সম্ভব, সেটা উনার জানা ছিলো না। দেশের অবস্হা ক্রমাগতভাবে খারাপের দিকে যাবার পর, তিনি বুঝতে পারেন যে, কোন একটা নিয়ম মেনে চলতে হবে; তিনি সেটা শেখেন মার্শাল টিটো ও ফিদেল কাষ্ট্রো থেকে; সেটা ছিল সীমিত সোস্যালিজম; সেটা করার জন্য তিনি 'সর্বদলীয় একটা প্লাটফরম করেন', সেটার নাম ছিলো 'বাকশাল'। আমেরিকা মনে করেছিলো যে, উনি আমেরিকান পন্হী, এখন সীমিত সোস্যালিজম করে সোভিয়েত ব্লকে চলে যাচ্ছে। আমেরিকা ভুল করেছিলো; এদিকে পাকিস্তানী সেনা বাহিনী ও আমাদের বাহিনীর কিছু লোক আমেরিকাকে সাহায্য করে শেখ সাহেবকে হত্যা করতে।
১৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:১৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভসকাল
৫| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ২:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতার বক্তব্য, ভাবনা ভালো লেগেছে। শুভকামনা রইলো।
১৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:২০
ইসিয়াক বলেছেন: জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতার বক্তব্য, ভাবনা ভালো লেগেছে। শুভকামনা রইলো ।
জুনায়েদ ভাই ,
কেমন আছেন ? উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।
৬| ১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল আবেগ সুন্দর তুলে ধরেছে কবিতায় ।
১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।এবার তাহলে যাই। ২৪ তারিখ থেকে ২য় সাময়িক পরীক্ষা শুরু প্রশ্ন তৈরী করতে হবে।
৭| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো। আপনি?
১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০১
ইসিয়াক বলেছেন: অনেক ভালো ।আমার আবার মন খারাপ হওয়ার অসুখ আছে । হি হি
৮| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি।
তবে দুটি জায়গায় একটু টাইপো দেখলাম।
প্রয়াণ, দুর্নীতি
শুভকামনা জানবেন।
১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০২
ইসিয়াক বলেছেন: পদাতিক দা ,
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা
১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১০
ইসিয়াক বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি।
তবে দুটি জায়গায় একটু টাইপো দেখলাম।
প্রয়াণ, দুর্নীতি
শুভকামনা জানবেন।
ভূল সংশোধন করা হলো
৯| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২২
নাসির ইয়ামান বলেছেন: এগ্লা ফাকা বুলি আওরানোর চেয়ে কার্যত পদক্ষেপ যরূরী!
বুঝলাম্না,বেশিরভাগ ব্লগারই দেশের বাইরে থেকে প্যাটপ্যাটায়!
দেশে থাইকা মাঠে নেমে, জনগণকে ধৈর্যের সাথে বুঝিয়ে জনসচেতনতা তৈরির কাজে, কয়জন কাজ করেন? বলেনতো?
১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৪০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
১০| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৪
নাসির ইয়ামান বলেছেন: "ভূল সংশোধন করা হলো"এর মধ্যেই 'ভুল' বানানে "ভুল করে বসেছেন"
১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৪২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২১
এমজেডএফ বলেছেন:
সময়োপযোগী আত্মসমালোচনা মূলক কবিতা। অল্প কথায় সবকিছু ফুটে উঠেছে।
স্বাধীনতার ৫০ বছর পূর্তির সময় হয়ে গেছে। এখন আর পরষ্পর কাঁদা ছোড়াছুড়ির সময় নেই। আমরা নিজের দেশের, নিজের জাতির বদনাম করতে খুব বেশি পছন্দ করি। কিন্তু আয়নাতে নিজের মুখটা ভালো করে দেখিনা। আপনার এই কবিতাপত্র সেই দর্পণ, যেখানে অনেকে নিজের আসল চেহারা দেখতে পাবে!
শুভসন্ধ্যা, ভালো থাকুন।