নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সুখীজন জানিবে কি আর দুঃখীর দুঃখ বেদন
মহা তমসায় বেষ্টিত জগত , সব ক্রন্দণই অরণ্যেরোদন ।।
বিধাতা তুমি একমাত্র সহায় , বলিছে অসহায় পাত্র
তোমায় ছাড়া গতি নাই প্রভু, তুমি ভরসা একমাত্র ।।
চারিদিকে আজ এত হানাহানি এত হিংসা কেন তব বান্দার মনে
নিষ্পাপ অভিব্যক্তি কেন ফোটেনা আর স্বচ্ছ চন্দ্রাননে ।।
নীতিশিক্ষা আজ পরাভূত মানব কল্যাণ আজ ধূলি ধূসরিত , ক্রমাগত প্রত্যাহত
হারায়েছে আজ মানবতা ,মানবতার সম্ভ্রম আজ পদে পদে হয় ধর্ষিত , লুণ্ঠিত ।।
প্রভূ তোমার এই ভৃত্যের কথা গিয়েছো কি বেমালুম ভূলে ?
পাক খাইতেছে সে অসদাচার,অনিয়মের ভয়ঙ্কর বেড়াজালে ।।
চলিতেছে এখন শুধু প্রতিদ্ধন্দিতা ,মানবতা পায়ে দলে
সবার উপর মানব সত্য ,এ বাক্য সে গিয়েছে ভূলে ।।
ক্ষমা করো প্রভু তোমার সৃষ্টিরে ,ক্ষমা মাগি রিক্ত জোড় হাতে
সম্যক জ্ঞান ফেরাতে পারো তুমি , ক্ষমতা তোমারই হাতে ।।
আজি আমি দুহাত তুলেছি , প্রভু দরবারে তোমার ,
মানুষের মনের সরলতা টুকু তুমি ,ফিরায়ে দাও আরেকবার ।।
ছবি গুগোল থেকে
১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ।
শুভসন্ধ্যা
২| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: কবিতায় কঠিন শব্দ পরিহার করুন।
১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৯
ইসিয়াক বলেছেন: ঠিক আছে ।
৩| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৭
শায়মা বলেছেন: কবিতায় মনের আকুতিটা বুঝা যাচ্ছে!
১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ।
শুভসন্ধ্যা
৪| ১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০০
দীপঙ্কর বেরা বলেছেন: ভাল লাগল কাব্যিক মূর্ছনা।
১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ।
শুভসকাল
৫| ১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক আছে ।
প্রমথ চৌধুরীও কঠিন শব্দের বিপক্ষে।
১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০০
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক আছে ।
প্রমথ চৌধুরীও কঠিন শব্দের বিপক্ষে
আমিও । কিন্তু সেদিন একজন বলল আমি নাকি সস্তা ধরনের লেখা লিখি । হি হি
৬| ১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই,
প্রভুর কাছে নিবেদন যথার্থই হয়েছে। ++
শুভকামনা জানবেন।
১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো আছেন নিশ্চয় ?
শুভকামনা
৭| ১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই,
কিছু টাইপো পেলাম। প্রভুর(শিরোনাম সহ নিচে আরেক জায়গায়), ভুলে। আমার মনে হয়েছে একটি বিষয় আপনাকে শেয়ার করা দরকার,
আপনি যদি রাগ করে থাকেন তাহলে আপনার পোস্টে আর টাইপোর উল্লেখ করবো না।
এই কমেন্টটা ডিলিট করার অনুরোধ রইলো।
১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৮
ইসিয়াক বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই,
কিছু টাইপো পেলাম। প্রভুর(শিরোনাম সহ নিচে আরেক জায়গায়), ভুলে। আমার মনে হয়েছে একটি বিষয় আপনাকে শেয়ার করা দরকার,
আপনি যদি রাগ করে থাকেন তাহলে আপনার পোস্টে আর টাইপোর উল্লেখ করবো না।
এই কমেন্টটা ডিলিট করার অনুরোধ রইলো।
প্রিয় দাদা ,
আপনাদের হাত ধরে ধরে আমি শিখতে চাই্ । রাগ করার তো প্রশ্নই আসে না। আমি অনেক খুশী হয়েছি ।
ভালো থাকবেন। ধন্যবাদ ।
৮| ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষের মনের সরলতা টুকু ফিরুক আরেকবার!
১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
৯| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৫
নাসির ইয়ামান বলেছেন: একজন নিয়ন্তা স্বাভাবিক নিয়মে সারা জগত পরিচালনা করছেন! @চাঁদগাজী
১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
১০| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৯
তারেক ফাহিম বলেছেন: আকুতি মিনতি কবিতয় সুন্দরভাবে ফুটে উঠেছে।
মানবতার জয় ফিরে আসুক বার বার।
১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
শুভসন্ধ্যা
১১| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৪৭
চাঙ্কু বলেছেন: সরলতা আবার ফিরে আসুক!!
১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:২৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
মানুষ বিধাতাকে যত বড় হিসেবে বর্ণনা করেছেন, এতবড় কেহ এই সামান্য পৃথিবীর সামান্য মানুষ সম্পর্কে নাও জানতে পারেন।