নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বারবধূ

২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮


তোমার কাজ কি !
হ্যাঁ আমি জানি , অনেক যুবতী নারীর সদ্য গড়া সংসার ভেঙে ফেলা ।
রুমঝুমাঝুম নাচে স্পন্দিত তোমার পাড়া সদা আহ্লাদে হাসে। কেন ? এত কিসের আনন্দ আহ্লাদ ?
আর কোন পেশা নাই কি তোমার জন্য ।নেই কোন উপায়? বাঁচার সব দুয়ার কি বন্ধ ?
তোমার নগ্ন বক্ষ সভ্যতার মুখে অনবরত পেশাব ফেরে ।
অনেক সুখের সংসারে তুমি পেট্রল ঢেলে ,ম্যাচের কাঠির ফুৎকারের শিখা দেখে ,তোদের নষ্ট আত্মারা নগ্ন নৃত্য করে ।
কিছু যুবকের কষ্টার্জিত অর্থ তুমি লুটে নাও দুহাতে ।যেমন লুটে নাও তার মূল্যবান যৌবনের অমূল্য নির্যাস ।
তোমার জীবন কাহিনী বেদনা দায়ক হতে পারে । কিন্তু এটা জীবন নয়।
অভিশাপের পথ ধরে চলা.........................
তুমি যে ঘর পোড়ানো অগ্নিশিখা ।
তাই তোমাতে চির ঘৃণা বহমান ।
তুমি ফিরে এসো পৃথিবীর বুকে ।
সবার ঘৃণিত মুখ উপেক্ষা করে আমি তোমায় বরণ করতে চাই।
আসবে কি ?/ আমি তোমার জন্মের সব পাপ মুছে দিতে চাই। আসবে কি ?
এই বক্ষ মাঝে..............।
ছবি গুগোল থেকে

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: টাকা না থাকলে বক্ষ মাঝে কেউ থাকতে চায় না।

২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪১

ইসিয়াক বলেছেন: হা হা হা । ভাবী কিছু বলেছে । কেন এত অভিমান ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.