নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
এক প্রেমিক প্রতিনিয়তই একটি সাদা গোলাপ নিয়ে তার প্রেমিকাকে ভালোবাসার প্রস্তাবটি দিতে আসে।
বারবার এবং বারবার ................
কোনো ক্লান্তি নেই যেন
কিন্তু কিছুতেই তার ভালোবাসা প্রেমিকা গ্রহণ করে না।
কি করে গ্রহণ করবে ? তার কাছে তো সাদা গোলাপ পছন্দ ই নয় ।
সাদা গোলাপ কেন সাদা রঙটাই তার চরম অপছন্দের
তারপর সেই প্রেমিক আবার এলো শ্বেত শুভ্র পোষাকে সাদা একগুচ্ছ চন্দ্রমল্লিকা হাতে
এবার ও সে যথা রীতি ব্যর্থ হলো......
একদিন সে মহাসমারোহে যত রকম সাদা রঙের ফুল ছিল প্রকৃতিতে তাই নিয়ে হাজির হলো
বলল ভালোবাসি প্রিয় ,
ভালোবাসার বিনিময়ে যদি ভালোবাসতে নাই পারো , না হয় শুভেচ্ছা টুকু জানিয়ো ।
একসময় বিরক্ত হয়ে প্রেমিকা প্রেমিককে বলল,যেদিন আমি লাল বর্ণ ধারণ করবো
একমাত্র সেদিনই তোমার ভালোবাসা গ্রহণ করব। সাদা আমার পছন্দ নয়....।আর যদি নিজের মধ্যে ধারণ করতে পারো একখানি রক্ত গোলাপ তাহলে তো কথাই নেই...........।পারবে কি?
এই কথা শুনে প্রেমিক তার নিজের রক্ত দিয়ে একদিন সত্যিসত্যি প্রেমিকাকে লাল করে দিল ।।
এভাবে সে তার সত্যিকারের ভালোবাসার প্রমাণ দিল।
যখন প্রেমিকা তার ভুল বুঝতে পেরে প্রেমিকের ভালোবাসা গ্রহণ করতে চাইলো ততক্ষণে অধিক রক্তক্ষরণে প্রেমিক মারা গিয়েছিল।
সেই থেকে ভালোবাসার সাথে রক্ত গোলাপটা মিশে গেছে।
ব্লগে আমার প্রথম কবিতা পড়েছেন কি ?
দুই বিড়ালের কথোপকথন-মো রফিকুল ইসলাম
হ্যালো মাসি...
আজ তুমি কেন এতো খুশি?
মালিক যে আমার নাম রেখেছে
লক্ষীসোনা পুষি।।
যত্ন খাতির অনেক পেলাম
খেলাম কত রকমারি
পরেছি দেখ এই শীতে
কোট বং বাহারি।।
এই তো সবে এলাম আমি
পোষ্য হিসাবে
দেখ কেমন কাটাই জীবন
বিত্ত আর বৈভবে।।
বিড়াল ভাগ্য তোমার দেখছি
অনেকটা সার্থক
কত মানুষ কষ্ট করে
অনাহারে ,শীতে মরে নিরর্থক।।
দেখ তো ওই রাস্তার পাশের
বস্তির ছেলেটি
শীতে কাপতে কাঁপতে তার
দাঁত, লাগছে কপাটি।।
হ্যঁ হ্যঁ তাতো বটে তাতো বটে
বড় মানুষের আহ্লাদি বলে কথা
কত সুখ সোহাগের গল্প হবে
হবে নতুন রূপকথা।।
ছিলাম রাস্তায়,পেল সস্তায়
ধনীরও দুলাল
কত সহজে বদলে গেল
আমার ভবিষ্যত কাল।।
আসলে সেটাই চোখে
পড়াটাই আসল ব্যাপার
অনেক প্রতিভা প্রস্ফুটিত হয় না
মূল্যায়ন হয় না তার।।
১. ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪২০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১০:০৩০
লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
২. ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৬০
খায়রুল আহসান বলেছেন: "চোখে পড়াটাই আসল ব্যাপার, অনেক প্রতিভা প্রস্ফূটিত হয় না, মূল্যায়ন হয়না তার" - শেষের এ কথাগুলোই কবিতার সারমর্ম। দুই বেড়ালের কথোপকথনের মাধ্যমে ব্যাপারটা ভাল করে বুঝিয়ে দিলেন।
আপনার প্রথম পোস্টটা পড়ে গেলাম। ব্লগে সুস্বাগতম, শুভ হোক আপনার ব্লগযাত্রা!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬০
লেখক বলেছেন: অনেক ভালো লাগলো আপনার স্নেহধন্য হতে পেরে।
আপনাদের ভালোবাসা আমার প্রেরণার উৎস।
আশা করি সাথে থাকবেন ।
শুভকামনা রইলো ।
অনেক ধন্যবাদ
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২০
ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
আপনার এ উপাধি আমি মাথা পেতে নিলাম।
শুভসকাল
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: ভোরের পাখি, শুধু কবিতা লিখলে তো হবে না, কবিতায় সময়ের, সমাজের দেশের প্রতিচ্ছবি আসতে হবে। তবেই আমরা উপকৃত হবো, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৩৫
ইসিয়াক বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: ভোরের পাখি, শুধু কবিতা লিখলে তো হবে না, কবিতায় সময়ের, সমাজের দেশের প্রতিচ্ছবি আসতে হবে। তবেই আমরা উপকৃত হবো, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে।
প্রিয় মাহমুদ ভাই
আপনার কথা আমার মনে থাকবে ।
আসলে লেখালেখিতে অনেক সময় দিতে হয় । পড়াশোনা করতে হয় ।
আমি জানি আমার লেখায় অনেক সমস্যা আছে যা আমি কাটিয়ে উঠতে পারছি না। অজুহাত দেওয়া আমার পছ্দ নয়। হয়তো আমার সামর্থ এতটুকু ই । তবু আপনারা আমায় ভালোবাসছেন। আমার লেখাগুলো মন দিয়ে পড়ছেন এতে ই আমি ধন্য।
আরেকটি কথা আমি আসলে ছোটবেলা থেকে নাটক গান সিনেমা গল্পের বই পড়া এইসব নিয়েই ব্যস্ত থেকেছি । রাজনীতি বা চলমান জীবনের চালচিত্র আমাকে টানেনি ।স্বভাবতই এসব বিষয়ে আমার জ্ঞান সীমিত। এখন সময় পেলে পড়ছি জানছি । লিখবো আশা করি । লেখার ইচ্ছা আছে.......আমাকে আরো পড়াশোনা করতে হবে ।
ধন্যবাদ
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:০২
ল বলেছেন: ভালোবাসা লাল সাদা নয় রংধনুর সাতটি রঙের।।।
শুভ সকাল।।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৩
ইসিয়াক বলেছেন: সাতরং এ ভরে উঠুক আপনার জীবন এবং ভালোলাগা গুলো ।
শুভসকাল
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: বিড়ালের টাই বেশী ভালো লাগলো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
ইসিয়াক বলেছেন: হা হা হা
প্রেম ভালোবাসায় বিরক্ত কেন ?
কিসের জন্য এত অনীহা ।
রাজীব নুর বলেছেন: বিড়ালের টাই বেশী ভালো লাগলো।
পুরানো চাল ভাতে বাড়ে ।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭
রাকিব আর পি এম সি বলেছেন: ব্লগার ঠাকুর মাহমুদ ভাইয়ের দেয়া উপাধিতে আমিও সমর্থন জানালাম। আমাদের শ্রদ্ধেয় কবি "ভোরের পাখি" ইসিয়াক ভাইয়ের প্রতি রইলো ফুলেল শুভেচ্ছা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো । ভালো থাকবেন।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
আরোগ্য বলেছেন: দুটো কবিতাই খুব ভালো লাগলো। দুটো কবিতাই খুব ভালো লাগলো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৬
ইসিয়াক বলেছেন: তো এক কাপ কফি হয়ে যাক..।
শুভসন্ধ্যা
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
রক্তগোলাপেরটা কি আসলে কবিতা?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৪
ইসিয়াক বলেছেন: রক্তগোলাপেরটা কি আসলে কবিতা?
হ্যাঁ । মুক্ত গদ্যে লেখা ।
শুভসন্ধ্যা
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: বিড়াল নিয়ে সামুতে আমার দুইটা পোষ্ট আছে। অবশ্য শিরোনাম মনে নেই।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৬
ইসিয়াক বলেছেন: বেশতো।
খুঁজে নেব।
ধন্যবাদ
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৩
ইসিয়াক বলেছেন:
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: রক্তগোলাপের কাহিনিটি অসাধারণ!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ হাফেজ ভাই।
শুভসকাল
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্যর্থ, বেখেয়ালি প্রেমিক। প্রেমিকার পছন্দ, অপছন্দ সম্পর্কে খুজখবর না নিয়েই প্রপোজ করে যাচ্ছে!!
ব্লগে পোস্ট করা আপনার প্রথম কবিতা পড়লাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই।
আপনি যখন ব্লগে আসেন তখন আমি ঘুমিয়ে পড়ি ।
দেখা হয় না । তবু আপনার পদচারণা আমি টের পাই।
প্রতিনিয়ত উৎসাহদানে আমার এই ভাইটিকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: আমার পক্ষ থেকে, আজ হতে আপনাকে “ভোরের পাখি” উপাধিতে ভূষিত করা হলো।