নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ভালোবাসি, নিঃশ্বাসের মতো..........।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩২


তোমার চোখ থেকে এক শীতের সকালে মন পাগল করা কাঁচা আলো ছড়িয়ে পড়া , যেনো নতুন যৌবনেরআগমনের প্রতিশ্রুতি।
তোমার নতুন প্রাপ্তবয়স্ক ব্যক্তিত্ব ,চলনভঙ্গি ।ইঙ্গিতপূর্ণ চপলতা ..........।
হঠাৎ আমার পৌরুষত্ত্ব জাগিয়ে তুলেছে !!!!
এতদিন বুঝতে পারিনি ,গতরাতে তোমার ভাবনায় ............।
আমার বজ্রমুষ্ঠির স্পর্শে গাঢ় হলুদ বীর্যপাত হওয়ার মাধ্যমে আমি কি করে যেন নাবালক থেকে সাবালক হয়ে গেলাম।
দেয়ালে লাগানো বীর্য় থেকে আমার দ্বিতীয় জন্ম ।সুদীর্ঘ আধারের পথ পেরিয়ে আমি আলোর মুখ দেখলাম ।
নিষিদ্ধ ফলের আস্বাদ যে এত তৃপ্তিকর তা কে জানতো ....।
এখন থেকে আমি নিষিদ্ধ ফল খেতে চাই। নিয়মিত...।তবে বাইপাস ধরে নয় সরাসরি....।
তুমি বাধা সৃষ্টি করবেনা আমায় আমি জানি ,প্ররোচিত করলেও বাধ্য করবেনা আমায় তোমার সাথে বিশ্রাম নিতে ,
আত্নার টানের অনুভবে আমি তোমার সাথে বিশ্রাম নিতে চাই , চাইছি ,চাইবো
আমি যখন তোমার সাথে থাকবো .......।
কখনোই শয়নকক্ষের বাতিটির সুইচটি ভেঙে দেবোনা
কখনো ভুল করে এপিঠ ওপিঠ দেখে নেবো না ,চোরা পথের অলিগলি ।
আমার চাওয়া পাওয়ায় থাকবে কোমল উষ্ণ পবিত্রতা.....।সম্মান ও শ্রদ্ধাবোধ।
মনে থাকবে অসীম বাধভাঙ্গা আকাঙ্খা কিন্তু সেই সাথে থাকবে ইস্পাত কঠিন ধৈর্য
জোর করে উষ্ণ ঠোঁট স্পর্শ করার সাহস দেখাবো না কখনো............
তবে আমার ইচ্ছাগুলো প্রকাশ করবো প্রবলভাবে
মাঝে মাঝে স্পর্শও অন্যান্য কিছু ,সম্মতিতে হতে পারে হয়তো ,তুমি চাইলে ........
এবং দুটি আত্নার সম্মতিতে প্রচণ্ড বৃষ্টিতে একে অন্যকে জড়িয়ে ধরবো দিকভ্রান্ত নাবিকের মতো.........তীব্র মন্হনের লোভে।

তোমার কণ্ঠস্বর ও আমার আকাঙ্ক্ষার মধ্যে কত দূরত্ব?
একটি শরীর আমার দেহকে ছাড়িয়ে যাচ্ছে।
ইচ্ছা করে নির্বাসিত একটি দেহ।
বাতাস দ্বারা আশ্রয়প্রাপ্ত একটি দেহ।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪১

বলেছেন: আহ..

মুগ্ধতা নিয়ে পড়লাম। ভালো লাগলো শুভ কামনা প্রিয় কবি ভোরের পাখি
শুভেচ্ছা প্রিয়.................

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৬

ইসিয়াক বলেছেন: এই কবিতাটিতে একটু বেশি সময় দিয়েছি । লিখেছি আর edit করেছি দুদিন ধরে ......প্রিয় ভাই ভালো লেগেছে জেনে ধন্য মনে করছি । শুভকামনা রইলো ।
ধন্যবাদ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০১

ইসিয়াক বলেছেন: ভাগ্যিস লতিফ ভাই আর মাহমুদ ভাই ছিলো ,না হলে তো চাঁদগাজী স্যারের মন্তব্যে আমি লেখালেখি ই বাদ দিতাম ।
প্রিয় স্যার মানুষকে প্লিজ এভাবে shut down করে দিতে নেই । হো হো হো .........কোথায় একটু আনন্দে ফুলে উঠে ছিলাম ।
দিলেন তো স্যার ফাটা বেলুনের মতো চুপসিয়ে ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

ইসিয়াক বলেছেন: সালাম স্যার । ব্লগে আপনার মতো নিঃস্বার্থ ভালোবাসার তুলনা হয় না
আমি ধন্য । আমি আপ্লুত ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


এটা কবিতা হয়নি, এটা কিছুই হয়নি; এটা এখানে দেয়াও ঠিক হয়নি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:





চাঁদগাজী ভাই,
গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বায়েন - ইসিয়াক নামক সাধারণ মানুষটি লিখতে লিখতে একদিন অসাধারণ লেখক হবে এটি আমি আজ ব্লগে লিখে গেলাম, নোট রাখুন সবাই। আজকের লেখাটি হয়তো কিছুই হয়নি, তবে ফেলনা/উস্কানী কথাও কিছু লিখেনি (ব্লগে উস্কানীমূলক লেখা পড়ে পড়ে ক্লান্ত সবাই - বিশেস করে বঙ্গদেশের ধর্ম সংক্রান্ত লেখা) ব্লগার ইসিয়াকের লেখা একদিন হয়তো আমরা পাবলিশড আকারে বই দেখবো সেই আশায়। কি ইসিয়াক পারবেন না?

আগামী লেখা “মিশন - - - - “ সবাই অপেক্ষা করুন, ব্লগার ইসিয়াকের একটি চমকপ্রদ লেখার জন্য।



১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৭

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
আপনাদের প্রেরনা আমার জন্য অনেক অনেক কিছু । চাঁদ গাজী স্যার ও আমাকে উৎসাহ দেন কমেন্ট করেন । ভুল ধরিয়ে দেন ।
আমি নিতান্ত ছোট । অভিজ্ঞতায় একেবারে নতুন । আপনাদের সকলের পরামর্শ আমার কাছে অতি জরুরী । ব্লগে আমি সবাই কে খুব বেশি আপন মনে করি ।
আমার জন্য শুধু দোয়া করবেন । এইটুকু ই চাওয়া ।
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগার ইসিয়াকের লেখা একদিন হয়তো আমরা পাবলিশড আকারে বই দেখবো সেই আশায়। কি ইসিয়াক পারবেন না?

সময় লাগবে হয়তো আমি পারবো । আমি অন্য কিছু চাই না । এমন কি লেখার সর্বস্বত্ত ও না । আমি শুধু চাই আমার মৃত্যুর পর আমার লেখার মাধ্যমে মানুষ যেন আমায় স্মরণ করে ।
শুভরাত্রি

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই ইসিয়াক, ব্লগার চাঁদগাজী যা মন্তব্য করেন তা ভৎসনা নয় তাঁর প্রতিটি মন্তব্য অনুপ্রেরনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৯

ইসিয়াক বলেছেন: আমি জানি । আমি জানি । আমি উত্তর দিয়েছি।
শ্রদ্ধেয় চাঁদগাজী কে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ।
আমায় শুধু আশীর্বাদ করুন ।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই ইসিয়াক, সামহোয়্যারইন ব্লগ থাকবে। আপনার উত্তরসূরি নাতী নাতনী আপনার লেখা পড়ে অবস্যই গর্ব অনুভব করবে। মজার ব্যাপার হচ্ছে সাথে সাথে আমার খোঁজও করবেন কে এই ঠাকুরমাহমুদ? শিক্ষা বিমুখ জাতি আবার শিক্ষার দিকে ফিরে আসুক এই স্বপ্নে - শুভ রাত্রি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৬

ইসিয়াক বলেছেন: কি যে বলেন হো হো হো ..........
শুভরাত্রি

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৭

বলেছেন: আমি শুধু চাই আমার মৃত্যুর পর আমার লেখার মাধ্যমে মানুষ যেন আমায় স্মরণ করে । দারুণ দারুণ দারুণ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ লতিফ ভাই ।
আপনাদের ভালোবাসায় ও অনুপ্রেরণায় আমি অভিভূত।
অনেক অনেক শুভকামনা রইলো ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫২

অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৭

ইসিয়াক বলেছেন: প্রিয় আপনাকে আমার ব্লগে স্বাগতম ।
সেইসাথে অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো ।সাথেই থাকুন।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:০১

বলেছেন: কোন এক শীতের সকালে তোমার চোখ দুটিতে ছিলো মন পাগল করা কাঁচা আলোর দ্যুতি,
তবেই'তো বুঝে গেছি আমি তা ছিলো নব যৌবনের আগমনের নব প্রতিশ্রুতি।
তোমার মনোলোভা ব্যক্তিত্ব ,চলনভঙ্গি, ইঙ্গিতময় বাচনভঙ্গি, মিষ্টি চপলতা,
এতদিন বুঝতে পারিনি আজই যা পৌরুষত্ত্ব এনে দেয়েছি আদিম সফলতা।


চারটি লাইন সম্পাদনা দিলাম।।।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৩

ইসিয়াক বলেছেন: অনেক ভালোলাগা প্রিয় লতিফ ভাই
এখন স্কুলে যাবো । আগামীপরশু class five এর গণিত model test পরীক্ষা । অংক করাতে হবে ।
আপনার/আপনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ । এখনএকটা গল্প শেষ করলাম ।রাতে পোষ্ট দেব । পড়বেন নিশ্চয়ই ।
@আপনি অনেক ভালো লেখক তা আবার প্রমাণিত হলো । লতিফ ভাই আপনার মন অনেক উদার । একেবারে আকাশের মতো ।
আপনার সম্পাদনা আমার খুব ভালো লেগেছে ...খুব । মন থেকে বলছি ।
ল বলেছেন: কোন এক শীতের সকালে তোমার চোখ দুটিতে ছিলো মন পাগল করা কাঁচা আলোর দ্যুতি,
তবেই'তো বুঝে গেছি আমি তা ছিলো নব যৌবনের আগমনের নব প্রতিশ্রুতি।
তোমার মনোলোভা ব্যক্তিত্ব ,চলনভঙ্গি, ইঙ্গিতময় বাচনভঙ্গি, মিষ্টি চপলতা,
এতদিন বুঝতে পারিনি আজই যা পৌরুষত্ত্ব এনে দেয়েছি আদিম সফলতা।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো। তবে বেশ আবেগের প্রকাশ হয়েছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

ইসিয়াক বলেছেন: জ্বী

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: বন্ধু আবেগ কন্টোল এর মধ্যে রাখতে হয়।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

ইসিয়াক বলেছেন: আবেগ তো কন্ট্রোলেই আছে । কি বলবো কাল রাতে পোষ্ট করার সাথে সাথে দুটো লাইক । আনন্দে তো আমার আটখানা হবার অবস্থা ঠিক তখনই চাদঁগাজী স্যার বেলুন ফাটানোর মতো কমেন্ট । আমি বাষ্ট হয়ে গেলাম । হো হো হো ।আর আবেগ কন্ট্রোলের ব্যাপারে আমার অনেক সুনাম । যা হোক সন্ধ্যায় একটা গল্প পোষ্ট করবো । পড়বেন কিন্তু ...........চাঁদগাজী স্যার ও নিশ্চয় পড়বেন । সবার কমেন্ট চাই । হো হো হো

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

নীল আকাশ বলেছেন: প্রিয় মাহমুদ ভাইয়ের সাথে আমি একমত। কেউ যদি লিখতে না শুরু করে তাহলে সে ভুল কোথায় সেটা শিখবে কিভাবে? আমি প্রথম লাইনগুলি ঠিক করতে এসে দেখি লতিফ ভাই ইতিমধ্যেই তা করে দিয়েছেন।

আমি আপনাকে একটা কাজ করতে বলব। বাংলায় বিরাম চিহ্নের ব্যবহার নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়বেন।
আমার মনে হচ্ছে এটার উপযুক্ত ব্যবহার আপনার আরও সুন্দর করে শেখা উচিৎ।

বেশ কয়েকটা আপনার পোস্টেই দেখলাম লাইন বেশ বড় হয়ে যাচ্ছে পেজের চাইতে। প্রিভিউ তে আগে কেমন লাগছে দেখে নিবেন।

আপনার জন্য ছবি কিভাবে দিতে হয় পোস্ট লেখা হচ্ছে।

ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

ইসিয়াক বলেছেন: সুন্দর দিকনির্দেশনা দেওয়ার জন্য অনেক শুভকামনা রইলো

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: আমাকে পড়ার কথা বলতে হবে না।
আমি সব পোষ্ট পড়ি। মন্তব্য করি।

আর আপনার পোষ্ট আগ্রহ নিয়ে পড়ি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৩৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.