নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বানের জলে ভেসে গেছে বাড়ি
ডুবেছে ফসল মাঠ
হারিয়ে গেছে সহায় সম্বল
হারিয়েছে চেনা ঘাট ।
শত শত লোক নিরাশ্রয় হলো
চোখের ই নিমেষে ।
হতদরিদ্র ক্ষুধার্ত শিশু বেঁচে আছে দেখো ,
প্রচণ্ড কায়ক্লেশে ।
চারিদিকে জল আর্তের কোলাহল
সামান্যতৃষ্ণার পানি পর্যন্ত নাই ।
ত্রানের আশায় বসিয়া রইলো বৃথাই
কেউ তো দেখেনা ভাই।
একটু কি দয়া হয়না তোমার
এই দুঃখী জনের তরে ।
ছিলতো সবকিছুই হারিয়েছে তাহারা ,
নিদারুণ ভাগ্যের ফেরে।
এদিকে মানুষের এত দুঃখ জ্বালা ,
হাহাকারে ভরা জীবন ।
অপর দিকে চলে রঙ তামাশা
বিবেক বোধের মরণ।
আকাশে উড়িছে সাদা মেঘের ভেলা
আমানিশার পরে ভোর,
কত শত লোক রয়েছে দূৃর্দশায় ,
কে দেবে কারে খবর ?
দামি দামি বাড়ি ও গাড়ি
লক্ষ কোটি টাকার অলংকার ।
কি হবে তাতে ,যদি নাইবা হলো ,
আর্ত মানবতার উপকার।
মানুষ যেখানে বানভাসি হয়ে ,
না খেয়ে কষ্টে মরে ।
সেখানে তোমার বিলাস ব্যসনে
কত না খরচ আহারে ।
ক্যাসিনো চালাও , জুয়া খেলে যাও
খুশিতে ভাসো জোয়ারে ।
পতিতা তোমার নিত্য সঙ্গী ,
কি সভ্য সমাজ আহারে !
নেশার পিছনে কত মজা কে জানে ,
কে বলিবে কাকে ?
সব হারাতে পারো এক নিমেষে ,
চোখের পলকে ?
ঈশ্বর শুধু চাহিয়া দেখিতেছে
মানবতার লজ্জাজনক হার ।
নিতেছে পরীক্ষা আসিবে পালা
এইবার বুঝি তোমার ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সৌরভ ভাই
শুভকামনা রইলো
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬
বিজন রয় বলেছেন: অসভ্য সমাজের বুকে ছুরি চালিয়েছেন।
ঈশ্বর এসবে চোখ বন্ধ করে চলেন।
++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা
অনেক অনেক শুভকামনা রইলো ।
আমায় শুধু আশীর্বাদ করুন ।
আবারো শুভকামনা।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত যুগোপযোগী সুন্দর কবিতা।
কাব্যে দ্বিতীয় ভাললাগা রেখে গেলাম।++
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় দাদা
শুভকামনা রইলো
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
শুভকামনা ।
ভালো থাকবেন
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
কোথাও বন্যা হয়েছে নাকি ২/১ দিনের মাঝে?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন: আরে স্যার কোথাও বন্যা হয়নি ।
বন্যার সময় খসড়া একটা লেখা ছিলো । মুছে ফেলতে চেয়েছিলাম।
তার সাথে বর্তমান অবস্থা জুড়ে দিলাম।
শুভকামনা রইলো
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: প্রতি বছর আমাদের দেশে নদী ভাঙ্গে। অসংখ্য মানুষে রখোলা আকাশের নিচে পরিবার নিয়ে দিন যাপন করতে হয়।
প্রতি বছর একই চিত্র। স্থায়ী কোনো সমাধান আজও হলো না।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪২
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ............।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: অনেক সমস্যার কথা কবিতায় এসেছে।
সমাধানের কথা নেই। কেন??
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৫
ইসিয়াক বলেছেন: সমাধানের পথ তো আমার জানা নাই।
আমি অতি দীন দরিদ্র সাধারণ মানুষ।
মনে যা এলো তাই লিখেছি ।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: কবিতায় কিছু সমস্যা আছে।
আবেগ কম। তেজ কম। ধার কম।
ভাষা গুলো শ্রুতি মধুর না।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৮
ইসিয়াক বলেছেন: তেজ ! তেজ হয়ে গেছে তেজপাতা ।
আর আবেগ করছি control , বন্ধু তুমি বলেছো।
বন্ধুর সাথে আপনি শব্দটা কেমন খাপছাড়া শোনাচ্ছে বলে তুমি বললাম । সরি
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: ফেসবুক এক রকম দুনিয়া। আবার ব্লগ আরেক রকম দুনিয়া।
দু'টা এক সাথে মিলানো ঠিক না। ব্লগের আলাপ একরকম। ফেসবুকের আলাপ আরেক রকম। কিছুতেই দু'টা মিলানো ঠিক হবে না বন্ধু।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫০
ইসিয়াক বলেছেন: আচ্ছা..........।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৪
ল বলেছেন: বানভাসি-----বানের জলে ভেসে আছে যারা ----সত্যি হৃদয় দিয়ে উপলব্ধি করার মতো কবিতা ---কেউ কেউ হয়তো শুনবেন কবিতার চাওয়া ......................
ভালোবাসা অবিরাম।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪০
ইসিয়াক বলেছেন: আমি আপ্লুত আপনার মন্তব্যে ।
প্রিয় ভাই এর কাছে চির কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হলাম ...............।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: যখন বন্যা আসে আর প্লাবিত হয় অসহায় মানুষগুলোর শেষ স্বপ্ন তখন এখানে আমার একটি দীর্ঘশ্বাসের হাসফাস শব্দ শুনতে পাই। ঈশ্বরের সকল পরীক্ষার অবসানে মানবতার জয় হোক।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা হাফেজ ভাই ।
শুভকামনা রইলো
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন: আমি বলেছিলাম ব্লগে লিখে রাখুন আমি নিজে বলছি “কবি ইসিয়াক” আসছে। ভোরের পাখি, ভালো লাগলো, চলুক কবিতা যুদ্ধ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ স্যার
আপনি শুধু আমায় আর্শিবাদ করুন । আর কিছু চাই না ।
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই ইসিয়াক, আমি লেখা বুঝি, আপনি ভালো লিখবেন এটি আমার বিশ্বাস তাই আমি নিশ্চয়তা দিয়েছি ব্লগে। ব্লগে “কবি সেলিম আনোয়ার ভাই” যেদিন আপনার পোষ্টে ঠিক আমার মতো মন্তব্য করবেন আপনি মনে করবেন দিন শুরু - - - - - - - আপনি লিখুন, বড় ভাই তখনি আনন্দিত হোন যখন দেখেন ছোট ভাই তারচেয়েও ভালো লিখছেন। আপনি আমার চেয়েও ভালো লিখবেন এটি আমার বিশ্বাস।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৮
ইসিয়াক বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই ইসিয়াক, আমি লেখা বুঝি, আপনি ভালো লিখবেন এটি আমার বিশ্বাস তাই আমি নিশ্চয়তা দিয়েছি ব্লগে। ব্লগে “কবি সেলিম আনোয়ার ভাই” যেদিন আপনার পোষ্টে ঠিক আমার মতো মন্তব্য করবেন আপনি মনে করবেন দিন শুরু - - - - - - - আপনি লিখুন, বড় ভাই তখনি আনন্দিত হোন যখন দেখেন ছোট ভাই তারচেয়েও ভালো লিখছেন। আপনি আমার চেয়েও ভালো লিখবেন এটি আমার বিশ্বাস।
+++++++
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৫২
জাহিদ অনিক বলেছেন:
বন্যার চিরায়ত রূপ আর শেষে প্রতিবাদ--- ভালো লাগছে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ কবি ।
শুভকামনা রইলো ।
শুভসকাল
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯
হাফিজ বিন শামসী বলেছেন: খুব সুন্দর ভাবে মানবতার আর্তনাদ কবিতায় ফুটে উঠেছে।
++++++++++
ভালোলাগা, ভালোবাসা দুটিই রইলো কবিতার জন্য।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
সেই সাথে ফুলেল শুভেচ্ছা
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
আরোগ্য বলেছেন: দারুণ লিখেছেন প্রিয় ইসিয়াক ভাই। এভাবেই চলুক আপনার কলম আর সামুকে সমৃদ্ধ করুন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪
ইসিয়াক বলেছেন: সবাই মিলে আমাকে এত ভালোবাসা দিলে , আমিতো ভালোবাসার চাপে মারাই যাবো হা হা হা ।
একটা সিক্রেট বলি , আরোগ্য ভাই আজ কি হলো জানেন , আমি কোন কিছুই আজ লিখতে পারিনি ।
অদ্ভুদ ব্যাপার । কোন লেখাই আমার মাথায় আসছে না হা হা হা ............।
এখন কি হবে ???????
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
আরোগ্য বলেছেন: লেখক বলেছেন: সবাই মিলে আমাকে এত ভালোবাসা দিলে , আমিতো ভালোবাসার চাপে মারাই যাবো
সামুর দুঃসময়ে আপনাকে মরতে দিবো না। আরোগ্য যেখানে রোগ নাই সেখানে। হা হা হা
কোন লেখাই আমার মাথায় আসছে না।
আজকে তবে মাথাটাকে বিশ্রাম দিন। আগামীকাল তাজা ফসল ফলবে ইনশাআল্লাহ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০
ইসিয়াক বলেছেন: হা হা হা .........।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ লিখেছেন। বরাবরের মতোই ভালোলাগা।