|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
যতদিন বেঁচে আছি  রক্তমাংসের মানুষ 
মরে গেলেই পচনশীল দ্রব্য ,
তাহলে কেন এত অহংকার রে তোর ?
কেন এত মিছে গর্ব ।   
সারা জীবন করলি লক্ষ কোটি পাপ ।
ভোগ করলি বিলাসিতা ভরা জীবন ।
হঠাৎ মনে হলো তাইতো অনেক তো হলো 
বেহেস্তের টিকেটটা এবার কেটে  ফেলা যাক ।
বিশাল দান ধ্যান করে হয়ে গেলি রে তুই মহান মওলানা সাহেব !!!
ভন্ডামির একটা শেষ থাকে ।।
গুন্ডারাও এত ভন্ড হয়না যতটা ভন্ড তুই ।
ছিঃ ওয়াক থু !
ঈশ্বর তোকে ক্ষমা করবে ভেবেছিস ?
ঈশ্বর কি এতই বোকা!!!
তুই কলেজের প্রথম বর্ষে একটা খুনের মামলা খেয়েছিলি । মনেআছে ?  
রাজনৈতিক ছত্রছায়ায় তুই কত অপকর্ম যে করলি...।
কোলহারা মায়ের অভিশাপ কি লাগবেনা তোর ?
মদ ,জুয়া তোর ভাতবাড়ি ,
গনিকারা  তোর  কোল আর মাথার বালিশ ।
এদেশী জুয়াতে মন ভরেনা ....।ইশশ.....।
নিত্য যেতিস তুই সিংঙ্গাপুর আর থাইল্যান্ড ।
ঈশ্বর সবই খোঁজ রাখেন  । 
সেজদায় তুই কপাল ঠুকরে দাগ করে ।বেহেস্তের নেশায় 
ঘুষের টাকায় ।টেন্ডার বাজি আর চাঁদাবাজির টাকায়..।
তোর এসব দান ধ্যানে  ঈশ্বর নিশ্চয় ভুলবে না।
তোর কি মনে হয় ? ঈশ্বর কি বোকা ? 
তোর বিচার একদিন হবেই .......ঈশ্বর নিশ্চয় বোকা নয়!!! 
 ১২ টি
    	১২ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ১১:০৪
০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ১১:০৪
ইসিয়াক বলেছেন: সব কিছুর ই তো ধর্মব্যবসায়ীরা সরল সমাধান দিয়ে থাকেন ।
আসলে সবসমস্যার  সমাধান কি সরল হয়ে থাকে ? 
ধন্যবাদ । শুভরাত্রি
২|  ০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৪৪
০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৪৪
ল বলেছেন: পঁচনশীল হবে কি ?
  ০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৫৪
০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৫৪
ইসিয়াক বলেছেন: প্রিয় ভ্রাতা পরে আসছি ...। 
 
৩|  ০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৪৫
০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৪৫
ল বলেছেন: বক ধার্মিকদের -- বিচার চাই -- হুম ...
  ০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ১১:১৫
০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ১১:১৫
ইসিয়াক বলেছেন: ল বলেছেন: বক ধার্মিকদের -- বিচার চাই 
আসলে সেটাই ......আমি হতাশ ।এই সব বক ধার্মিদের  বিচার কি আদৌ হবে ?
৪|  ০৯ ই অক্টোবর, ২০১৯  রাত ১২:০৬
০৯ ই অক্টোবর, ২০১৯  রাত ১২:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: ভন্ডামির শেষ কোথায়?
অপয়া শক্তির ধ্বংস হোক। মানুষ ফিরে পাক তার বিবেক। 
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
  ০৯ ই অক্টোবর, ২০১৯  রাত ১২:১৫
০৯ ই অক্টোবর, ২০১৯  রাত ১২:১৫
ইসিয়াক বলেছেন: শুভ বিজয়া প্রিয় দাদা ।
নিশ্চয় ভালো আছেন ? 
শুভরাত্রি
৫|  ০৯ ই অক্টোবর, ২০১৯  সকাল ১০:৫৭
০৯ ই অক্টোবর, ২০১৯  সকাল ১০:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন বড় বিষণ্ণ,
ভাল্লাগে না কিছু ।
সুন্দর হয়েছে লেখা
  ০৯ ই অক্টোবর, ২০১৯  সকাল ১১:০৫
০৯ ই অক্টোবর, ২০১৯  সকাল ১১:০৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু । 
মন টা আমারো খুব ই খারাপ। 
দোয়া রইলো।
৬|  ০৯ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৮
০৯ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: আমি কি বক ধার্মিক??
  ০৯ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:৫০
০৯ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:৫০
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: আমি কি বক ধার্মিক?? 
বালাই ষাট !এ অপবাদ তো নিন্দুকেও দিতে পারবে  না  ।।
জ্বালাময়ী পোষ্ট চাই । বুকের গভীর থেকে লেখা ।
দাবি রইলে ।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৩৭
০৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: তওবা করলে তো মাফ করে দেওয়ার কথা।