নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রাবতী

১৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪১


চন্দ্রাবতী অনেক তো হলো পেঁয়াজ পান্তা খাওয়া........
এবার তাহলে এসো জলে দেই ডুব ।
দুষ্টু স্রোতে আব্রু হারালো যৌবন।
চকমকি পাথর তোমার ভালোবাসা ।
রক্তমাখা ললাট তোমার বিমূর্ত চিত্র ,
আমায় কেবলি উতলা সুখ দেয় ।।

চন্দ্রাবতী এসো তাহলে ভোরের শিশির ভেজা ঘাসে,
উছলে ওঠা যৌবনের প্রেম পরশে ,
ভিনদেশী সুগন্ধ সৌরভে ,
এসো দুজন জলকেলিতে ব্যস্ত সময় কাটাই ।
ঠোঁটে ঠোঁট ৱেখে ভেজা পাখা দুটো ঝাপটাই......।
এসো অলীক সুখ স্বপ্নে মাতি এসো ।

চন্দ্রাবতী রক্তের কাফনে মোড়া তোমার সারা শরীর!!!!
রাতঘুমের শেষে স্বপ্ন মাখা ভোরে,
দুঃস্বপ্নের এক ঘোর যে এসে লাগে........।
ঘুমভাঙা এক তীব্র ঘামের ঘোরে ....
তোমায় শুধু হাতড়ে খুঁজে ফেরা ।
আমি তোমার নিঃস্পাপ শরীরে কেবলি হাত বুলাই.......
ভরসাস্থল হারাতে কখনো না চাই।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৫

রানার ব্লগ বলেছেন: বুকের ভেতর কামুক যে পুরুষ ছিল তাকে জাগিয়ে তুললেন।

১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৩

ইসিয়াক বলেছেন: তাই নাকি ?

২| ১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: আমি ভাই কোনো চন্দ্রাবতীর সাথে জলে ডুব দিতে পারবো না।

১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২২

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: আমি ভাই কোনো চন্দ্রাবতীর সাথে জলে ডুব দিতে পারবো না।
আপনাকে কে ডুব দিতে বলেছে ? আপনি শুধু দেখতে থাকুন ।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৮

নীল আকাশ বলেছেন: পিয়াজের যেই দাম, পিয়াজ খাবার কথা ভুলে যান!!!!!!!!!!!!!!!!

১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন: আচ্ছা । তাহলে ঝাল আর পান্তা হয়ে যাক !
শুভকামনা রইলো ।
ধন্যবাদ

৪| ১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো!

চন্দ্রাবতী নিশ্চয়ই সাড়া দেবে কবিতার নিগূঢ় আহ্বানে!
বিমুগ্ধ চিত্তে ডুব দেবে সুখস্বপ্নে! প্রেম পোহাবে...
কবির সঙ্গে-

১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২

ইসিয়াক বলেছেন: জুনায়েদ বি রাহমান বলেছেন: চন্দ্রাবতী নিশ্চয়ই সাড়া দেবে কবিতার নিগূঢ় আহ্বানে!
বিমুগ্ধ চিত্তে ডুব দেবে সুখস্বপ্নে! প্রেম পোহাবে...
কবির সঙ্গে.....

শেষ পর্যন্ত দেখা যাক কি হয় । নারীর মন বলে কথা !
জুনায়েদ ভাই শুভকামনা ও ধন্যবাদ রইলো ।
সেই সাথে শুভসন্ধ্যা ।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: আপনাকে কে ডুব দিতে বলেছে ? আপনি শুধু দেখতে থাকুন।

দেখতে দেখতে মাথার চুল সাদা হয়ে যাচ্ছে।

১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৪

ইসিয়াক বলেছেন: কিভাবে ?

৬| ১৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: বিয়ে কবে করবেন??
বিয়ে করার পর দেখবেন আপনার কবিতায় অনেক পরিবর্তন হবে।

১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬

ইসিয়াক বলেছেন: বেলতলায় ই তো আছি । কয়বার যাবো ?

৭| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৮

বলেছেন: ভীনদেশী সুগন্ধি কি হে কবি।।

২০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৫১

ইসিয়াক বলেছেন: কথা কিছু কিছু
বুঝে নিতে হয়
সে তো মুখে বলা যায় না

দোয়া রইলো প্রিয় ভ্রাতা ।

৮| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
েপ্রম েপ্রম েখলা
েতামার আমার সারা েবলা।
+++++

২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো মাইদুল ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.