|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
প্রভাতের  নব দিনমণি উৎসরিত প্রভা তোমার- 
খোলা চুলে  দারুণ ঢেউ খেলেছে ।আমি অবাক 
শুধু চেয়ে রই।কোমল কমনীয়তার কাম চাতুর্য
পূর্ণ তোমার তীক্ষ্ণ জলাবদ্ধ ওষ্ঠ আমার শীতের 
সকালটাকে অনবরত গরম করে দেয় ।  
আমার হঠাৎ জাগ্রত হৃদয়ে তোমার কোমল হৃদয় 
বিনির্মাণে, নির্মান উপকরণে ধুসর কালো পাথরের
বদলে ব্লাক ব্যাসল্ট আর পাথর চুন বালি মাটির 
পরিবর্তে বেলে পাথর টার্ম গুলো ব্যবহার করলে
কেমন হয়? ভাবছি...... 
তোমার ছলচাতুরীপূর্ণ অগ্নিদৃষ্টি আমার চেতনাকে
একটুও স্পর্শ না করে তোমারই ধ্যানমগ্নতাকে 
প্রশয় দেয়, আমি দ্বিগুন মনের জোর সঞ্চয় করে 
ঝাপিয়ে পড়ি রতিতৃপ্ত তোমার শরীরী ভাঁজের 
আচ্ছন্নতায়.....। 
 ২০ টি
    	২০ টি    	 +২/-০
    	+২/-০  ০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫২
০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫২
ইসিয়াক বলেছেন: হা হা হা খোলস !!!!!!
আমি কি সাপ??
২|  ০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৩
০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোমল কমনীয়তার কাম চাতুর্য
পূর্ণ তোমার তীক্ষ্ণ জলাবদ্ধ ওষ্ঠ আমার শীতের
সকালটাকে অনবরত গরম করে দেয় । ----- আমি এই লাইন টা কোথাও না কোথাও জুড়ে দেবো।
  ০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৬
০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৬
ইসিয়াক বলেছেন: ও তাই নাকি ,আচ্ছা এই লাইনটা আপনাকে সত্যি সত্যি দিয়ে দিলাম । পাক্কা । 
শুভকামনা রইলো । 
শুভসন্ধ্যা
৩|  ০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৬
০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: হা হা হা খোলস !!!!!!
আমি কি সাপ?? 
---- এই খোলস নিজের বিশেষত্ব কে করা।আপনার বিশেষত্ব প্রকাশ পাচ্ছে।
  ০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০০
০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০০
ইসিয়াক বলেছেন: অনেক  ধন্যবাদ সৌরভ ভাইিআসুন ঝালমুড়ি খাই 
 
৪|  ০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৮
০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
  ০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০১
০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০১
ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা বন্ধু
৫|  ০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৯
০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: হা হা হা খোলস !!!!!!
আমি কি সাপ?? ---- এই খোলস নিজের বিশেষত্ব কে আড়াল করা।আপনার বিশেষত্ব প্রকাশ পাচ্ছে। পোস্ট প্রিয়তে নিলাম। শুভ সন্ধ্যা। 
  ০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০২
০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০২
ইসিয়াক বলেছেন: আমি মুগ্ধ । আমি কৃতজ্ঞ । আমি আপ্লুত ।
ব্লগের সকলের ভালোবাসায়
৬|  ০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩০
০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩০
হাবিব  বলেছেন: 
যদি কোনদিন শরতের পর বসন্ত আসে.......
বর্ষার ধারা নামে শীতের পরে,
সেদিনের আশে চেয়ে থাকো হে সারস
হেমন্তের আগে ফসল আনবো ঘরে।
  ০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪০
০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪০
ইসিয়াক বলেছেন: চমৎকার ! 
কাব্য কথায় মুগ্ধতা । 
কেমন আছেন?
পোষ্ট কবে পাবো স্যার ?
৭|  ০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৯
০৫ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৯
হাবিব  বলেছেন: 
আপনার কবিতাখানি পরেই মনে আসলো........
আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশাকরি আপনিও ভাল আছেন।
একটু গুছিয়ে নেই নিজেকে। পোস্ট করবো ইনশাআল্লাহ
  ০৫ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:০১
০৫ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:০১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ স্যার ।
আপনাকে ব্লগে পেয়ে খুব ভালো লাগছে।
৮|  ০৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১০:৪৯
০৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১০:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াকভাই,
কবিতা পাঠের সাথে সাথে তৃষ্ণা পেয়ে গেল যে.....
শুভকামনা অফুরান।
  ০৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:২৪
০৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:২৪
ইসিয়াক বলেছেন: হা হা হা । তো তৃষ্ণাটি কেমন? গরম না ঠাণ্ডা ?
৯|  ০৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৪৬
০৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: তৃষ্ণা কেমন তা আর বলতে! ছাক্কা লাগা.... হাহা হা হা
  ০৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৫৮
০৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৫৮
ইসিয়াক বলেছেন: বাহ ! মন্তব্য ঝাক্কাস লাগলো !!!!!!!!!!
১০|  ০৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১:১০
০৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১:১০
ল বলেছেন: ভাল্লাগছে কবি।ইচ্ছে করে, আমারও এমন লিখতে...
তৃষ্ণা ---যার মধ্যে জীবনের সব কিছুই খুঁজে পাওয়া যায় না ...
খুব সুন্দর হয়েছে।  শুভ কামনা রইলো
  ০৬ ই নভেম্বর, ২০১৯  ভোর ৬:১১
০৬ ই নভেম্বর, ২০১৯  ভোর ৬:১১
ইসিয়াক বলেছেন: মন্তব্যে দারুণ ভালো লাগা। 
সুপ্রভাত
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫১
০৫ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি ধীরে ধীরে খোলস থেকে বের হচ্ছেন। গত পোস্ট গুলো পর্যালোচনা করে বুঝলাম। কবিতায় ভালো লাগা ++