নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রেমের অকবিতা

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৬


তোমার উষ্ণ স্পর্শে আমি নিজেকে হারাই।
তোমার হাতের আঙ্গুলগুলো আমায় পাগল করে দেয় ।
অস্থির ভালোলাগায় বিমূর্ত সময় ,
তোমার সাথে প্রতি মুহূর্ত ছুঁয়ে ছুঁয়ে যায় ।
তোমার চোখের তারা আলোর প্রদীপ জ্বালে ,
হৃদয়ের গহীন অরণ্যে,
নিমেষেই আমি দিশা হারাই !
উত্তাল সমুদ্রের ঢেউ বুকের পর্দা কেড়ে নেয় ,
বস্ত্রহীন আমি হতবাক চেয়ে রই!!!
দূর থেকে তুমি আমায় দেখে তোমার হাসিটি লুকাও ,
আমি দেখি আর ডুবি প্রেমের মাতাল মদিরতায়।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: শুভ সকাল ভোরের পাখি।

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই।
আপনার আর্শীবাদে আমি ধন্য।
শুভসকাল

২| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪১

নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ কবিতা, ভাল লাগলো।

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভসকাল

৩| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

অধীতি বলেছেন: সকালেই প্রেমেতে ডুবালেন

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন।

৪| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধতা ছুঁয়েছে কবি - খুব ভালোলাগা.....

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
শুভসকাল

৫| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন:
দূর থেকে তুমি, দেখে হাসিটি
লুকাও।
এখানে কার হাসি লুকানো কথা বলা হয়েছে পরিষ্কার হলো না।
দ্বিতীয়তঃ স্পেস না দিয়ে কমা দেওয়াই সমীচীন।
শুভকামনা প্রিয় ইশিয়াক ভাইকে।

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ দাদা।
এখন কি ঠিক আছে?

৬| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রেমে আছেন। ভালো লাগলো।

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩২

ইসিয়াক বলেছেন: প্রতিদিন ই তো প্রেমে পড়ছি.......।

৭| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২২

সোনালী ডানার চিল বলেছেন: প্রেমের সৌরভে অকবিতাও কবিতা হয়ে উঠে-
শুভকামনা কবি!

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।

৮| ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চমৎকার! তবে অলঙ্কার প্রয়োগের যথেষ্ট সুযোগ আছে।

১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।
শুভসন্ধ্যা

৯| ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রেমের বহিঃপ্রকাশ! দারুণ

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০১

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া।
শুভসন্ধ্যা

১০| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

ইসিয়াক বলেছেন: হা.......হা............।হাহ
এক ডায়ালগ ভালা লাগে না....।
চাঁদগাজীর খবর পাইছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.