|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
পেঁয়াজ নিয়ে তেলেসমাতি , চলছে  নানান খেল । 
পেঁয়াজ যেন সোনার হরিণ , সোনার মার্বেল । 
পেঁয়াজ তুমি বুকে এসো , তুমি মূল্যবান ,
পেঁয়াজ তোমায়  ভালোবাসা চির অম্লান। 
পেঁয়াজ  দিয়ে মালা গাঁথি পেয়াজ কানের দুল ,
পেঁয়াজ আমার চোখের মনি ,পেঁয়াজ নাক ফুল ।
পেঁয়াজ তোমায় ভালোবাসি , ভালোলাগে তোমার ফ্লেভার ,
পেঁয়াজ তুমি স্বাদে গন্ধে অতুলনীয়  অনন্য , দুর্বার । 
পেঁয়াজ ছাড়া পান্তা আমার কেমন বিস্বাদ লাগে ,
বাজার গেলে মিলবে কিনা চিন্তায় রাত্র জাগে । 
পেঁয়াজ নিয়ে নাজেহাল সব বাড়ির ই কর্তা , 
পেঁয়াজ ছাড়া কি করে খাই ভাজি আর ভর্তা !   
প্রেমিক বলে প্রেমিকাকে  ভালোবাসি কত !!
তোমায় আমি ভালোবাসি পেয়াজের মতো। 
পেঁয়াজ তোমার নামে এখন ঘরে ঘরে বন্দনা , 
জানি তোমার লাগছে ভালো খুব একটা মন্দনা ।
 ৪৪ টি
    	৪৪ টি    	 +১১/-০
    	+১১/-০  ১৯ শে নভেম্বর, ২০১৯  ভোর ৫:২০
১৯ শে নভেম্বর, ২০১৯  ভোর ৫:২০
ইসিয়াক বলেছেন:  
   
   
  
২|  ১৯ শে নভেম্বর, ২০১৯  রাত ১:৩৯
১৯ শে নভেম্বর, ২০১৯  রাত ১:৩৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: আহা পিয়াজ!
  ১৯ শে নভেম্বর, ২০১৯  ভোর ৫:২২
১৯ শে নভেম্বর, ২০১৯  ভোর ৫:২২
ইসিয়াক বলেছেন: পেঁয়াজু শুভেচ্ছা জুনায়েদ ভাই।
সুপ্রভাত
৩|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:০৮
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:০৮
আখ্যাত বলেছেন: 
 “অবৈধ টাকা দিয়ে  পেঁয়াজ কেনার চাইতে নুন আর পান্তাভাত অনেক বেশি সুস্বাদী”
আমার কথা নয় কিন্তু.......
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:২০
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:২০
ইসিয়াক বলেছেন:  আপনাকে আমার ব্লগে স্বাগতম ভাইয়া । 
আখ্যাত বলেছেন:
“অবৈধ টাকা দিয়ে পেঁয়াজ কেনার চাইতে নুন আর পান্তাভাত অনেক বেশি সুস্বাদী”
 আপনি ঠিক  বলেছেন  .......
 শুভসকাল 
৪|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:২০
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:২০
নুরহোসেন নুর বলেছেন: শুভ সকাল প্রিয় ইসিয়াক ভাই।
অসাধারন পেঁয়াজ ছড়া!!
ভাল লাগলো।
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:২৪
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:২৪
ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত ....।
শুভকামনা রইলো ।
শুভসকাল
৫|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৩১
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৪৩
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৪৩
ইসিয়াক বলেছেন: শুভসকাল আনোয়ার ভাই ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা ও মন্তব্যে অনুপ্রাণিত।
৬|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৫০
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৫০
ল বলেছেন: পেঁয়াজের জয় হোক।।।
আমিও একটি অনুবাদ দিলাম,  আপ্নের দেখাদেখি।।। 
পেঁয়াজের পেয়ালা ওয়াইনে ভরুক।।। 
কবিতা ভালো অইসে।।।
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:০০
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:০০
ইসিয়াক বলেছেন: হা হা হা  .....দীর্ঘ বিরতির পর মন্তব্যেেআসা শান্তির শীতল সুবাতাস বয়ে গেল যেন । 
মন্তব্যে মুগ্ধতা ।
৭|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:৪৩
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: 
পেঁয়াজ নিয়ে কাব্য হয়েছে খাসা
অল্প পাঠে মিটে না মনের আশা।
বিলাতি পিয়াজ মিষ্টি রসে ঠাসা 
ডেনিস পিয়াজের মোটা খোসা
স্পেনিশ পিয়াজ সাদায় ভাসা
টার্কিজ পিয়াজ ভিতরে চোষা
মিশরীয়  পিয়াজ বেশি কশা
ভারতীয় পেয়াজ বড় তামাসা 
বাংগালী পিয়াজ বড়ই দুরাশা
পিয়াজ  এখন উড়ে  আকাশে 
কিছু পিয়াজ নাকি খালে ভাসে 
পিয়াজ রাণী এখন  দুর দেশে
থাকবেনা দু:খ  ফিরলে দেশে ।
শুভেচ্ছা রইল 
 
  
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৭
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৭
ইসিয়াক বলেছেন:  শ্রদ্ধেয় আপনার মন্তব্য পেয়ে আমি আপ্লুত ।  
আপনার কবিতাটি আমার খুব ভালো লেগেছে  । 
আপনার সার্বিক সুস্থতা কামনা করছি । 
ভালো থাকুন । নিরাপদে থাকুন ।
শুভকামনা রইলো
৮|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:০০
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:০০
হাবিব বলেছেন: পেঁয়াজ আপনার চোখের মনি???? কি সাঙ্গাতিক!!! ঝাঁঝ লাগে না?
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩১
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩১
ইসিয়াক বলেছেন: হাবিব স্যার মন্তব্যে ভালো লাগা...... 
৯|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:১৯
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: বন্ধু সুখবর।
বাজারে গিয়ে দেখুন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩৪
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩৪
ইসিয়াক বলেছেন: পেঁয়াজ আর খামু না ......।
পেঁয়াজের বিকল্প ভাবতাছি ।
১০|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৬
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কবিতা প্রিন্ট দিয়ে কুচিকুচি করে কেটে ডিম ভেজে খেয়েছি। ++
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩৫
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩৫
ইসিয়াক বলেছেন: আমাকে একটু দিতেন খেয়ে দেখতাম কেমন টেষ্ট হলো ।
১১|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩২
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহা
খুব সুন্দর হয়েছে
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৪
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু। 
ভালো থাকবেন।
১২|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:০২
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:০২
নার্গিস জামান বলেছেন: সুন্দর 
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:০৪
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:০৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু । শুভকামনা রইলো।
১৩|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:১১
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
পেঁয়াজ মামুর দাম কমেছে
মজা করে খাও!!
এমন একটা শুভ সংবাদ
সকলকে জানাও।
  ১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৬
১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৬
ইসিয়াক বলেছেন: নূর মোহাম্মদ নূরু  ভাই 
কেমন আছেন ? আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে । 
হ্যাঁ পেয়াজের দাম কমতে শুরু করেছে । 
শুভকামনা রইলো নুরু ভাই । 
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় । 
ধন্যবাদ
১৪|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:২২
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:২২
নীল আকাশ বলেছেন: ডঃ এম এ আলী ভাইয়ের আর আপ নার দুইজনের লেখাই ভালো লেগেছে। 
একটা কথা, আপনার প্রায় সব লেখাতেই (,)/কমা আগের শব্দের সাথে এক স্টেপ ফাঁকে দেখি। এটা ভুল। 
সম্ভবত আনমনেই এই ভুলটা হচ্ছে। এই ব্যাপারে সাবধান থাকবেন।  
ধন্যবাদ।
  ১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০২
১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০২
ইসিয়াক বলেছেন: লাইক ও মন্তব্যে জন্য ধন্যবাদ ভাইয়া ,
আপনি ঠিক ধরেছেন , কি বোর্ডের কি একটা সমস্যার জন্য এমনটি হচ্ছে আমি ধরতে পারছিনা। যাহোক 
ভালো থাকবেন । নিরাপদ থাকুন । 
শুভকামনা রইলো
১৫|  ১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩০
১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পেঁয়াজ আর খামু না ......।
পেঁয়াজের বিকল্প ভাবতাছি ।  
বিকল্প আছে তো। মূলা। মূলা পেঁয়াজের মতো ব্যবহার করবেন। হে হে
  ১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৪০
১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৪০
ইসিয়াক বলেছেন: মূলা আমি খাই না।.......আরেকটা কবিতা পোষ্ট দেব ?
১৬|  ১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:০৬
১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:০৬
রূপম রিজওয়ান বলেছেন: মজা পেলাম।
পেঁয়াজের দাম তো পড়তে শুরু করেছে।তবে এ দফায় সত্যিই তেলেসমাতি কারবার লেগে গিয়েছিল!
  ১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:১৫
১৯ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:১৫
ইসিয়াক বলেছেন: রূপম রিজওয়ান আপনাকে আমার ব্লগে স্বাগতম।
......সেটাই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে ......
মন্তব্যের জন্য ধন্যবাদ
১৭|  ১৯ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৯
১৯ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মূলা আমি খাই না।.......আরেকটা কবিতা পোষ্ট দেব ? 
দ্যান। দ্যান।
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০৩
১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০৩
ইসিয়াক বলেছেন: দিয়েছি তো !!!!!! 
পেঁয়াজ ছাড়া বার্গার আছে চলবে ?
১৮|  ১৯ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৬
১৯ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: পেঁয়াজের দাম না বাড়লে তো এই কবিতাটি পেতাম না 
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০৭
১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০৭
ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম ,
মন্তব্যে অনুপ্রাণিত ও কবিতা  পাঠে কৃতজ্ঞতা রইলো
১৯|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:১৮
১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: স্যরি ইসিয়াকভাই, এই কবিতা কখন চোখের আড়ালে চলে গেল বুঝতে পারেনি। 
হা হা হা পেঁয়াজ সমাচার সুপার্ভ ।
বাবা! পেঁয়াজ ভালোবাসার নামে এমন কাব্য পেতে চাও তো এ বঙ্গে থেকে যাও আরও কিছু কাল...
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪২
১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪২
ইসিয়াক বলেছেন: আমি ভাবলাম বাবুর মনে হয় আমার উপর রাগ হয়েচে ...।
তাই আমিও চুপচাপ মনের কষ্টে বসে আছি !
মন্তব্যে ভালোলাগা । আজ রাতে আরো কবিতা আসছে......।
সঙ্গে থাকুন দাদা ।
২০|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫২
১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: কেন রাগ হবে?
আমি দেখলাম আপনার বাড়িতে যে লাভ বার্ডটি এসেছিল সে পালিয়েছে। আপনি বিষণ্ণ মুডে আছেন। আর সেই বিষণ্ণতার ঝলকানিতে আমরা ব্লগে ঋদ্ধ হচ্ছি আপনার একাধিক কবিতায় হাহাহাহা
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৯
১৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৯
ইসিয়াক বলেছেন: কবিতা দিয়েছি .।নাম লবন .......দুপুরে আরো একটা কবিতা পোষ্ট করেছি ....২৪ ঘন্টায় তিনটা । হা হা হা ..।
২১|  ২০ শে নভেম্বর, ২০১৯  রাত ১২:৩৩
২০ শে নভেম্বর, ২০১৯  রাত ১২:৩৩
কিরমানী লিটন বলেছেন: পিঁয়াজ রাইখা বিমান এখন লবনের পিছনে ছুটছে
  ২০ শে নভেম্বর, ২০১৯  ভোর ৬:৩৯
২০ শে নভেম্বর, ২০১৯  ভোর ৬:৩৯
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা রইলো লিটন ভাইয়া। 
সুপ্রভাত
২২|  ২০ শে নভেম্বর, ২০১৯  রাত ২:৩৫
২০ শে নভেম্বর, ২০১৯  রাত ২:৩৫
আরোগ্য বলেছেন: একটা ধাঁধা ঃঃ বলুন তো কার দাম বেশি, নতুন বউ নাকি পেঁয়াজ?  
  ২০ শে নভেম্বর, ২০১৯  ভোর ৬:৪১
২০ শে নভেম্বর, ২০১৯  ভোর ৬:৪১
ইসিয়াক বলেছেন: পেঁয়াজ !পেঁয়াজ!!পেঁয়াজ!!!
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৯  রাত ১:৩৩
১৯ শে নভেম্বর, ২০১৯  রাত ১:৩৩
জগতারন বলেছেন:
