নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

লবণ

১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫


কি হচ্ছে কি, কি যে হলো
বুঝতেছিনা কিছু ।
পেঁয়াজ ছেড়ে জনগন এবার
নিলো লবণের পিছু ।।

হায়! হায় !! পেয়াজ ছাড়া
তাও তো মূলা চলে ।
লবণ তো নিজেই নিজের
বিকল্প ,তাহলে?
ও দোকানি লবণ আছে ?
দাওনা কেজি খানিক ।
লবণ এখন মহা মূল্যবান,
সাত রাজার ধন মানিক ।

কেউ বেঁচে না লবণ এখন ,
সবাই সেরে রাখে !!
দু পয়সা কামাই যদি
হয় এই ফাঁকে !!!

দেশটা এখন মগের মুল্লুক
যার যা ইচ্ছা করে ।
দেশের কথা কেউ ভাবেনা
নিজের পেটটি ভরে ।

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০২

মেহের নেগার বলেছেন: ভালো লেখেছেন ।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৪

ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম ।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা ।

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সময় উপযোগী লেখা। খুবই সত্যি কথা লিখেছেন।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২০

হাবিব বলেছেন: দারুণ আপডেট আপনি

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৩

ইসিয়াক বলেছেন: ভালো লাগা স্যার ....।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩০

জগতারন বলেছেন:
আবার এ কী শুনি ?
লবন কান্ড (!)
চাউল (!)
আর কত ?
কি হইতেছে দেশে ?

আবার কোন ষঢ়যন্ত্র নাকি ?
এবার যথাযত কতৃপক্ষের কঠোর হাতে এর প্রতিকার ও দমন চাই।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩২

ইসিয়াক বলেছেন: অনেক গুঞ্জন চারপাশে .......।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫২

ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সেলিম ভাই।
শুভকামনা রইলো।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: জাতীয় কবির সুরে বলতে হয় দে গরুর গা ধুইয়ে....
বেশ ভালো লাগলো লবণ সমাচার।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ দাদা ।
সপরিবারে ছবি খুব সুন্দর হইছে ......।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪২

বলেছেন: হা হা হা।।

এসব দোখি কেবলি কুকান্ড
কোথায় আজ হারালো সকল সুকান্ত।।।।

দারুণ ছন্দবদ্ধ লেখা +++

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৫

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ও কাব্য কথায় মুগ্ধতা।
দোয়া রইলো।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৮

নুরহোসেন নুর বলেছেন: চোর, বদমাশ, দুষ্টরা লবনকে পেঁয়াজের প্রতিদ্বন্দী দ্বার করাতে চাচ্ছে!

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৪

ইসিয়াক বলেছেন: দেশ চলে গেছে নষ্টদের দখলে।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মাধ্যমে লবনের আপডেট পেলাম কবি

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৬

ইসিয়াক বলেছেন: আপু আপনাকে আমার ব্লগে স্বাগতম ।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা ।
শুভকামনা রইলো।

১০| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৭

ওমেরা বলেছেন: পিয়াজের পর এবার লবন খাওয়াও ছেরে দিতে হবে!

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪

ইসিয়াক বলেছেন: দেশ চলে গেছে নষ্টদের দখলে।
ধন্যবাদ আপু

১১| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪১

নার্গিস জামান বলেছেন: সুনদর, খুব সুনদর :)

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৬

ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আপু।
শুভকামনা রইলো

১২| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: হায় লবন !!!

২০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৫

ইসিয়াক বলেছেন: বন্ধু আপনাকে আমি লবণের মতো ভালোবাসি !!!!!!

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৫

রূপম রিজওয়ান বলেছেন: একটার পর একটা ইস্যু আসছেই।আজ লবণ,কালই হয়তোবা নতুন আরেকটা ইস্যুর আমদানি হবে।দুশ্চিন্তা করে ব্লাড প্রেশার বাড়িয়ে কি লাভ?আসুন নিজেদের দুর্দশাকে উপভোগ করি!
পোস্টে মুগ্ধতা।

২০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৭

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভায়া।
সুপ্রভাত

১৪| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪৭

আরোগ্য বলেছেন: সব জামায়াত বিএনপির ষড়যন্ত্র ;)

ইসিয়াক ব্লগের উদ্দীপ্ত তারকা। যে কোন খবরে চটপট কবিতা। বেশ।

২০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩০

ইসিয়াক বলেছেন: প্রিয় ছোটভাই ,
শুভকামনা রইলো ।
সুপ্রভাত

১৫| ২০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫৭

এমজেডএফ বলেছেন: পেঁয়াজের পর এবার লবণের পালা! লবণ নিয়ে আপনার প্রথম কবিতায় সবাইকে স্বাগতম। কবিতার সুরে লবণ-ষড়যন্ত্রের প্রতিবাদের জন্য কবিকে ধন্যবাদ।

কবি এবং মন্তব্যকারীদের অনেকেই একটি সহজ কিন্তু মারাত্মক (টাইপো) বানান ভুল করেছেন! :)
লবন (ভুল) → লবণ (শুদ্ধ)

২০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৬

ইসিয়াক বলেছেন: প্রিয় ভাইয়া অশেষ ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য ।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম..।
শুভকামনা রইলো ।
সুপ্রভাত

১৬| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৬

আখ্যাত বলেছেন:
কবিতাটি সুন্দর লাগলো

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো।
শুভসকাল

১৭| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বন্ধু আপনাকে আমি লবণের মতো ভালোবাসি !!!!!!

লবন ভালো না চিনি ভালো?

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২

ইসিয়াক বলেছেন: আমার কাছে লবন ই প্রিয় ....

১৮| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:

রাজনীতি ফেল
গুপ্তহত্যা গ্রেনেডবাজি ফেইল
জামাতি লেজুড়বৃত্তি ফেইল
হরতাল হাংগামা অনেক বছর আগেই বর্জন করছে পাবলিক।
বিদেশি হত্যা ব্লগার হত্যা জংলী হামলা গোটা দশেক
ক্রসফায়ার দেয়ার এখন সব ঠান্ডা।
এরপর কোটাআন্দোলন মোটান্দোলন নিরাপদ সড়ক আন্দোলনকে অনিরাপদ করে লাঠিয়াল বাহিনীও ফেল।
অবশ্য ম্যাথর ঝাড়ুদার দ্বারা পিটুনির পর।

এখন ভরসা গুজবে।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
শুভসকাল

১৯| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: নুন আনতে খুন হতে হবে দেখছি।

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

ইসিয়াক বলেছেন: তাই তো মনে হচ্ছে ....।

২০| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার কাছে লবন ই প্রিয় ....

বোকা।

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

ইসিয়াক বলেছেন: সবাই বলে .........আপনি আর বাদ যাবেন কেন?

২১| ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: পড়ের কবিতা চিনি নিয়ে না কি পরিবহন ধর্মঘট নিয়ে ??

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭

ইসিয়াক বলেছেন: হা হা প্রিয় কবি ভালো বলেছেন ....।
দেশের যে অবস্থা ।ভয়াবহ।
শুভকামনা রইলো

২২| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৪

সারিয়া তাসনিম বলেছেন: বাহ্ , খুব ভালো লিখেছেন।

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ।
শুভকামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.