|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
রহস্যময়ী তুমি, মোহময়ী প্রিয়তমা!  
যেন তুমি তুরাগের তীরে সবুজের প্রতিচ্ছবি .........
হাত বাড়ালে তুমি কিভাবে কিভাবে যেন হৃদয়ের 
অতল গহীনে.............. 
একটুকরো সাদা কমলা শেফালির 
ভালোবাসা, রইলো তোমার প্রতি ...
আমি তোমার অধর ছুঁয়ে চাই না দেখতে ,
চাইছি তোমার ভালোবাসা প্রিয় ...
একটু সময় সুযোগ মতো তুমি না হয় 
উত্তর দিয়ো .....। 
ঘাসের  উপর  আলো ঝলমল  
চিকচিকে শিশির বিন্দু। 
নব রবি কিরনে শুকায় যেমন, 
আমি তেমনি তোমার হৃদয় গহীনে শুকাতে চাই ...।  
নিজেকে ...।
কখনো কখনো মনে হয় আমি তোমায় পাবো না কোনদিন,  
নিজের করে !!!!!
আবার মনে হয়, তোমাকে ভালোবাসাতে 
পাওয়া না পাওয়াটা ই মুখ্য নয় ,
শুধু তোমার হৃদয় ছুঁতে চাই ...   
এখন ঠিক করেছি আমি শুধু তোমার হৃদয় ছুঁতে চাই ।।
প্রিয়তমা আমি তোমার হৃদয় ছুঁতে চাই ।
 ২৮ টি
    	২৮ টি    	 +১/-০
    	+১/-০  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৭
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৭
ইসিয়াক বলেছেন: 
২|  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৯
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৯
ইমু সাহেব বলেছেন: আহা.... ভালোবাসা।।
  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:০০
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:০০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। 
শুভকামনা রইলো।
৩|  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:০৬
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:০৬
এস সুলতানা বলেছেন: ভালোভাসা কেন এমনি হয় 
+++++++++++++্
  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:১০
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:১০
ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম ...
শুভকামনা রইলো ।
৪|  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৭
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৭
এস সুলতানা বলেছেন: ধন্যবাদ
সময় করে আমার ব্লগে আসবেন
  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৮
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৮
ইসিয়াক বলেছেন: ঘুরে এলাম আপনার ব্লগে ......।
ভালো লাগলো ।
৫|  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫০
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫০
কিরমানী লিটন বলেছেন: ভালোলাগা অশেষ - নান্দনিক মুগ্ধতা....
  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫২
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই,  
আপনার মন্তব্য পেতে ভালো লাগে ...
৬|  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৯
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৯
এস সুলতানা বলেছেন: আমার ব্লগে আপনাকে পেয়ে আমারও ভালো লাগলো । এভাবে সবাই যদি সবার ব্লগে মাঝে মাঝে ঘুরে আসে সত্যি খুব ভালো লাগে।
  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:০২
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:০২
ইসিয়াক বলেছেন: আবারো আসাতে কৃতজ্ঞতা রইলো ।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো। 
ধন্যবাদ ।
৭|  ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:৪৯
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:৪৯
হাবিব বলেছেন: রাজীব নূর ভাই পাগল হয়েছেন
  ২০ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৪৩
২০ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৪৩
ইসিয়াক বলেছেন: হে হে হে........।
৮|  ২০ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:০৯
২০ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:০৯
নজসু বলেছেন: 
অনেক ভালো লাগা।
  ২০ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৪৯
২০ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৪৯
ইসিয়াক বলেছেন: নজসু ভাই 
কি হয়েছে ? আপনাকে আর সেভাবে পাই না কেন ? 
মিস ইউ ? 
শুভকামনা রইলো ।
ভালো থাকুন সুস্থ থাকুন ।
৯|  ২০ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৫
২০ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালোবাসার কবিতা। সুন্দর!
  ২০ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:০৭
২০ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:০৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১০|  ২০ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৮
২০ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: আরো লাইক লাগলে বলবেন বন্ধু।
  ২০ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৩৫
২০ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৩৫
ইসিয়াক বলেছেন: হৃদয়ের লাইক চাই।
১১|  ২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:০০
২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:০০
নুরহোসেন নুর বলেছেন: এক আবেগী ভালবাসার বর্ষা ভিজিয়ে দিচ্ছে আপনার কবিতার প্রতিটা লাইন!
ভাল লাগলো প্রিয় কবি।
  ২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:০৭
২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:০৭
ইসিয়াক বলেছেন: কবিতা কি অত ভালো হয়েছে ? 
কে জানে ?
১২|  ২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:৩৮
২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:৩৮
নুরহোসেন নুর বলেছেন: কবিতা কি অত ভালো হয়েছে?
কে জানে?
-প্রতিদিন পড়তে পড়তে মুখস্হ করে নিচ্ছি আপনার কবিতাগুলো।
কবিত খারাপ হওয়ার কারন নেই।
  ২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:৪১
২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:৪১
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো ভাইয়া ।
১৩|  ২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:৪৬
২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:৪৬
নার্গিস জামান বলেছেন: ভিষণ ভালো 
  ২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:৫৪
২০ শে নভেম্বর, ২০১৯  রাত ৯:৫৪
ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা।
১৪|  ২১ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:০৯
২১ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হৃদয়ের লাইক চাই। 
সেই অদৃশ্য লাইক কি আপনি দেখতে পারেন?
  ২১ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:১৮
২১ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:১৮
ইসিয়াক বলেছেন: মনের চোখ দিয়ে দেখব.....
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৩
২০ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক লাইক ।