নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী ও নীল আকাশ

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮


কাঠ ফাটা রোদেলা দুপুরে
হঠাৎ বিষন্ন আকাশ অবনীরে ডেকে বলে
কেমন আছো তুমি?

নিত্যকার তথাকথিত নিসঙ্গতার ভীড়ে
অপ্রত্যাশিত আহ্বান,
জড়তা কাটিয়ে চোখ মেলে দেখে,
পৌছে গেছে সে কষ্টের শহরের উপকণ্ঠে.....

পৃথিবী বলে তোমার রোদেলা স্পর্শ আমার
ভালো লাগছে না।
বিষন্নতায় ছেয়ে আছে পুরোটা দেহ মন,
এখন কঠিন সময়
তুমি না হয় মেঘ মেদুরে ছেয়ে ওঠো,
আমার জন্য একটু জল ঝরাও
আমায় সিক্তকরো .....
চারিদিকে সীমাহীন হাহাকার,
কত মিটিং মিছির,দরকষাকষি....
আসল কাজ কি হচ্ছে কিছু ?
তপ্ত পৃথিবী আরো উতপ্ত হচ্ছে
এর মাঝে........
কতদিন জলের মুখ দেখি না!
এর মাঝে আমায় পুড়িয়ে দেওয়া হলো......

আকাশ মৃদু হেসে কয় দেখি কি করা যায়!
সতস্ফুর্ততা হারিয়ে গেছে যে,
উপকরনেও আজ ঘাটতি........
অবাঞ্ছিত স্পর্শে বিলুপ্ত ইচ্ছা,
নিজেকেই এখন অনাহুত মনে হয়...।
তাই এখন আর নিয়মিত নই ...........

পৃথিবী হেসে কয় চালাক মানুষগুলো এত বোকা
কি করে হয়?
নাকি অতি চালাকিতে.....আমি ও বুঝি না ।
এদের যে কি হবে!!!!!!!!!

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮

সাইফ নাদির বলেছেন: বেশ ভালো কবিতা লিখেছেন

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুপ্রাণিত কবি দা
অনেক শুভেচ্ছা রইল--------

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো আপু
মন্তব্যে কৃতজ্ঞতা।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩

নীল আকাশ বলেছেন: আমাকে নিয়েও কবিরতা লিখে ফেলেছেন!
অভিনন্দন রইল।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

ইসিয়াক বলেছেন: নীল আকাশ বলেছেন: আমাকে নিয়েও কবিরতা লিখে ফেলেছেন!
অভিনন্দন রইল।


বলছেন!

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর ভাইয়া :)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো আপু

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পৃথিবী হেসে কয় চালাক মানুষগুলো এত বোকা
কি করে হয়?

.....................................................................
!!! চালাক<অতি চালাক
বোকা মানুষরাও একসময় চালাক সাজে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অতি চালাকি করতে গিয়েই মানুষ বোকা হয়। কবিতা ভাল হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভাইয়া ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

তারেক ফাহিম বলেছেন: হুদাহুদিইতো আর অতি চালাকের গলায় দড়ি প্রবাদ হয়নি B-)

কবিতা পাঠে ভালোলাগা।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভসন্ধ্যা

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

রূপম রিজওয়ান বলেছেন: দারুণ ভাইয়া! ভিন্ন ধাঁচের কন্টেন্ট। অনেক অনেক ভালোলাগা...

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো্ ্

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: এই কবিতা গুলো কি নতুন?

না আগের লেখা?

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

ইসিয়াক বলেছেন: বন্ধু আমি আগেও বলেছি প্রায় হাজারের ওপর কবিতা আমি ভুল করে পুরানো বই খাতার সাথে বেঁচে দিয়েছিলাম ।
আর কিছু কবিতা মানুষের বাজে কথার পরিপ্রেক্ষিতে রাগে দুঃখে পুড়িয়ে দিয়েছিলাম । এই কবিতাটা গতকাল লিখেছিলাম ।বিষয় আর ভিতরের লাইন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন ।
আবহাওয়া ও জলবায়ুর উপর লেখা।
আর একটা কথা আমি পোষ্ট কমিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু আপনি জেদ ধরাতে আমি প্রতিদিন কষ্ট হলে ও অন্তত
একটা পোষ্ট দেই। সামুর প্রতি ও অশেষ কৃতজ্ঞতা ।
আপনার প্রতিও কৃতজ্ঞতা বন্ধু ।
আর কৃতজ্ঞতা ব্লগের সবার প্রতি।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: তপ্ত পৃথিবীর মাঝে নীলাকাশ আর কতদিন সুখানুভব বহন করবে সেটা এখন বড় প্রশ্ন।
পোস্টে লাইক।
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৯

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা সেই প্রথম থেকে আপনি আমার পাশে পাশে, ১২ ডিসেম্বর ২০১৯ আমার ব্লগে এক বছর হবে।
ভাবতে ভালো লাগছে।
শুভকামনা রইলো।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: দেখতে দেখতে ব্লগে আপনার প্রথম বর্ষ জন্মদিন আসন্ন। অগ্রিম শুভেচ্ছা আপনাকে। এমনি করেই বাকি জীবনটা ব্লগময় হয়ে উঠুক কামনা করি।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১২

ইসিয়াক বলেছেন: সব সময় পাশে চাই কিন্তু !
কত ভুল শুধরাতে সাহায্য করেছেন ।
ভুলগুলোকে ভালোবেসে নাম দিয়েছিলেন টাইপো ।যাতে আমি কষ্ট না পাই .......আপনাদের ভারোবাসায় সত্যি চোখে জল চলে আসছে....।কৃতজ্ঞতা দাদা ।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০২

হাবিব বলেছেন: পৃথিবীর হাসি বড্ড ভয়ংকর হয়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন: সব কিছুর মূলে তো আমরা ই ।
আমরা ই দায়ী ।
পরিনাম ও ভোগ করতে হবে আমাদের।
মন্তব্যে কৃতজ্ঞতা হাবিব স্যার ।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: হায় হায় কবিতার খাতা ভুল ক্রমে বেঁচে দিলেন!!!!!!!!
অত্যন্ত দুঃখজনক।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯

ইসিয়াক বলেছেন: হ্যাঁ বন্ধু ,
অনেক আফসোস হয়েছিলো ......কতদিন যে মন খারাপ ছিলো তা বলে বোঝাতে পারবো না ।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: কথোপকথনমূলক কবিতা ভাল হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১২

ইসিয়াক বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো মাইদুল ভাই ।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

জুল ভার্ন বলেছেন: ভালো লেগেছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১২

ফয়সাল রকি বলেছেন: ভালো লাগলো। +++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

ইসিয়াক বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো ফয়সাল ভাই।
শুভকামনা রইলো।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: মুগ্ধতা ছেয়ে গেলো । অবিরত রাখুন...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪

ইসিয়াক বলেছেন: নির্বাক কাকতাড়ুয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: কবিতায় ৩/৪ টা বানান ভুল আছে। এডিট করে ঠিক করে নিবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

ইসিয়াক বলেছেন: আচ্ছা বন্ধু ঠিক করে নেব।
কি বিপদ বাসার কম্পিউটার ডেড হয়ে গেছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.