|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
 চিত্ত দ্বারা গঠিত আবেগীয়  কর্মকান্ডে 
প্রভাবিত  প্রেমাংশ হইতে উৎসারিত
তুমি আর আমি ! 
তাঞ্জামবিহারে  রকমারি পুষ্পাঞ্জলি 
পুনঃপুনঃ বরষে মেঘ মেদুরের জলধারা 
অবিরত ।
 
দয়িতা তুয়াতে এজীবন
করিয়া সমর্পণ , 
বারেবারে আমি সহমরণে 
হইবো একত্রিত।
মিলিব দুজন, করিব কুজন।
লোকনিন্দা লাজ ভয় .....
তুচ্ছাতি তুচ্ছ, 
হীন নিন্দার ঝড় 
মাতুক বকরাক্ষসেরা তীব্র মাতনে
করিনা ভয়......
দূর্বার প্রেমের সাইক্লোন  ভাসাইয়া লইবে সব দ্রোহীরে
শুধু রইব তুমি আমি .....। 
যোজন,যোজক মিলিয়া রচিবে যোগফল...
অবশেষে প্রেমের ফসল  আলোর স্পর্শে আলোকিত হইবে,
এই পুণ্য ধরাধামে..।
বহিয়া  চলিবে জৈবিক ধারাবাহিকতা।
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০১
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০১
ইসিয়াক বলেছেন: সাধু চলিত ......ঠিক করা হইলো। 
ধন্যবাদ বন্ধু
২|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০২
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালোবাসা নিরন্তর।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৫
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৫
ইসিয়াক বলেছেন: মন্তব্যে আপ্লুত হলাম।
৩|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:১২
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩২
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া
৪|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:১৮
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: জৈবিক ধারাবাহিকতা বজায় থাকুক ।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩৩
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩৩
ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন কবি , 
জৈবিক ধারাবাহিকতা বজায় থাকুক ।
৫|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৯
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৯
রূপম রিজওয়ান বলেছেন: আচ্ছা,কবিভাই,আপনি কি কবিতা প্রতিদিন একটা একটা করে লিখেন? নাকি আপনার আগে থেকে লেখা কবিতার ভান্ডার থেকে একটা একটা পোস্ট দেন?? ++
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৪১
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৪১
ইসিয়াক বলেছেন: রাতের বেলায় তাড়াহুড়ো করে একটি কবিতা পোষ্ট দিয়েছিলাম । পদাতিক দাদার ভালো লাগেনি ।রাতে ই নতুন একটা লিখলাম ্ সকালে এডিট করে পোষ্ট দিলাম্ । পিসি নষ্ট হয়ে গেছে বার বার বোনের বাসা আর স্কুল থেকে ব্লগ্লিং করতে হচ্ছে । আমি সব সময় নতুন কবিতাই পোষ্ট দেই। পুরানো কবিতা সব ভুল করে পুরানো বই খাতার সাথে কেজি দরে বেচে দিয়েছিলাম মনের ভুলে।এখনো আরো একটা কবিতা লিখলাম। পরে পোষ্ট দেব্ ।
৬|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:০৬
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:০৬
নীল আকাশ বলেছেন: আপনি দিন দিন হাবীব ভাইকেও হারিয়ে দিচ্ছেন। ব্যস্ততার কারণে ব্লগে এখন কিছুটা সময় কম দিতে হচ্ছে। তাছাড়া একটা টপিক নিয়ে অনেক পড়াশুনা করতে হচ্ছে লেখার আগে।
এই কবিতার কিছু বাংলা শব্দের অর্থই আমি জানি না। আর জৈবিক ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আমি আজকে একটা পোস্ট দিয়েছি। 
ভালো থাকুন।  
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৪৩
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৪৩
ইসিয়াক বলেছেন: আপনার মন্তব্য ভালো লাগলো , কিন্তু আমি কাউকে হারাতে চাই না । সবাই ভালো লিখে আমি শুধু তাদের সাথে তুলনা করে  ভালো লিখতে চেষ্টা করি। 
কৃতজ্ঞতা রইলো ভাইয়া
৭|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৯
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৯
হাবিব বলেছেন: দারুণ হয়েছে কবিতা........ অন্যগুলোর থেকে অবশ্যই ভালো
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৪৪
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৪৪
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত। 
শুভকামনা রইলো ।
৮|  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:১৩
০৬ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:১৩
নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর 
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৩৭
০৬ ই ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৩৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৫২
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: কবিতাটায় সমস্যা আছে।
শব্দ চয়নে গন্ডগোল আছে।