নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
রুধিরাক্ত চিত্ত ।
জাস্তি নিপাতনে আপনমনের প্রচ্ছন্ন কল্পে,
তব ব্যথা ভরা রূপচিন্তন ।
তাসের প্রাসাদের ভেতর থেকে
বেরিয়ে আসে বোধের,
অ-সহিষ্ণু তীক্ষ্ণ আর্তনাদ , কোলাহল ।
মদীয় বিক্ষিপ্ত পরিচ্ছদ বার বার,
ছুঁতে চায়, না পাওয়ার বেদনাসমূহকে।
স্মৃতির শব্দাঙ্কের গভীরতা ছিন্নভিন্ন করে,
মম মনের রেখাচিত্র!
তোমার দেওয়া গোলাপের পাঁপড়িগুলি,
এখন ফ্যাকাশে ও বিষন্ন।
তবু তোমার স্মৃতিগুলি কেন এত
নিরঁজন ভাবছি।
হৃদয়ের কোথাও ছুঁয়ে গেছো মনেহয়!
তুমি ছুয়ে গেলে ঠিকই কিন্তু
আমার স্বপ্নগুলো পাখা মেলতে পারলো না যে কিছুতেই্।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভকামনা রইলো্ ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৪
আরোগ্য বলেছেন: কেন এতো হাহাকার কবি? যাতনা মুছে আনন্দের বহির্ভূত ঘটুক।
কি খবর ইসিয়াক ভাই?
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১
ইসিয়াক বলেছেন: আরে ছোট ভাইয়া ভালো আছেন নিশ্চয়?
আপনার চোখের সমস্যা খুব দ্রুত সেরে যাক সেই কামনা করছি।
অনেক দিন পরে মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। সেই সাথে আপনি আর আমাদের সাথে নিয়মিত থাকবেন না জেনে বড্ড কষ্ট পেলাম । এখন কিন্তু আপনার কথাই ভাবছিলাম। এই তো আপনার মন্তব্যে ঘুরে এলাম। লাইকে অনুপ্রেরণা পেলাম।
ভালো থাকুন সব সময়। শুভকামনা।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: হয়তো আর একটু মাথা খাটালে কাব্যের অর্থ বোঝা যেত। কিন্তু কতগুলো কঠিন শব্দ থাকার জন্য আজ আর কষ্ট করে মনে নাই বুঝলাম ।হাহা হা....
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৩
ইসিয়াক বলেছেন: এবার থেকে না হয় অর্থ দিয়ে দেবো। খুব বেশি কঠিন করে কি কিছু লিখেছি ?
হৃদয়ের আর্তি প্রেমিকার প্রতি প্রেমিকের, যে চলে গেছে বহুদূর ...। স্বপ্নগুলো কে ভেঙেচুরে ,হৃদয়কে রক্তাক্ত করে।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৭
রূপম রিজওয়ান বলেছেন: কঠিন কবিতা লিখেছেন!! উচ্চমার্গীয় কবিতা। গুগলে অর্থ সার্চ দিয়ে নেওয়া লাগলো। 'নিঁরজন' পেলামই না!
তবে থিমটা বুঝতে পারছি। বরাবরের মতই দুর্দান্ত!
শুভকামনা,প্রিয় কবি ভাইয়া!
২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০১
ইসিয়াক বলেছেন: রূপম রিজওয়ান ভাইয়া , আপনার মন্তব্য আমার জন্য সব সময় বিশেষ কিছু।
একটা আর্জি থাকবে ভায়ের কাছে, আমার কোন ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন। আমি কি মনে করবো এটা কখনো ভাববেন না। সত্যি কথা বলতে আপনাদের সহযোগীতায় আমি সামনে এগিয়ে যেতে চাই্ ।
ধন্যবাদ
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: চমৎকার বন্ধু।
২৫ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫০
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো বন্ধু।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৭
হাবিব ইমরান বলেছেন:
২৫ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫২
ইসিয়াক বলেছেন: হাবিব ইমরান ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম,
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা ভালো লাগলো-
তবে, প্রথম তিন লাইনে সুধীন্দ্রনাথ দত্ত‘র একটা প্রচ্ছন্ন ছায়া খেলা করেছ!
শুভকামনা কবি!
২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৫
ইসিয়াক বলেছেন: নিশ্চয় ভালো আছেন? মন্তব্যে ভালো লাগা ।
বড়দিনের শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো।
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৬
জগতারন বলেছেন:
আরোগ্য বলেছেন: কেন এতো হাহাকার কবি? যাতনা মুছে আনন্দের বহির্ভূত ঘটুক।
এই কথা যেন আমারও।
ভালো থাকুন প্রিয় কবি।
২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৯
ইসিয়াক বলেছেন: আন্তরিক মন্তব্যে ভালো লাগা ছূঁয়ে গেল ।
বড়দিনের শুভেচ্ছা রইলো প্রিয় স্বপন ভাই ।
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৩
শিখা রহমান বলেছেন: ইসিয়াক সোনালী ডানার চিলের মন্তব্যের সাথে একমত।
কিন্তু প্রথম তিনটা লাইনের সাথে বাকী কবিতার সুরের কোথাও তাল কেটেছে। মনে হচ্ছে কবিতাটা দুজন আলাদা মানুষ লিখেছে।
অবশ্য এটা সম্পূর্ণই আমার মতামত। তারপরেও কবিতাটা পড়তে ভালো লেগেছে। শব্দদের মূর্ছনা মন ছুঁয়ে গেছে।
শুভকামনা প্রিয় কবি।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১
ইসিয়াক বলেছেন: মন ছুঁয়ে যাওয়া মন্তব্যে প্রথমে প্রিয় কবিকে স্বাগত জানাই ।এভাবেই সব সময় পাশে চাই প্রিয় কবিকে ।
@ আপু আসলে কবিতাটি আমি এভাবেই লিখতে চেয়েছি। শব্দদের মূর্ছনা মন ছুঁয়ে গেছে ও কবিতাটা পড়তে ভালো লেগেছে জেনে
ভালো লাগলো্ ।
আপনার প্রতি ও শুভকামনা রইলো
ভালো থাকুন সব সময়।
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬
শের শায়রী বলেছেন: আগেই স্বীকার করছি কবিতা খুব একটা বুজি না, আচ্ছা "জাস্তি" মানে কি ভাই?
২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া। সেই সাথে কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
জাস্তি
জাস্তি বি. আধিক্য। ☐ বিণ. অধিক, বেশি। [আ. জিয়াদ্তি < হি. জাস্তি]।
জাস্তি n excess; abundance, plenty. ☐ a. excessive.
excess, plenty, excessive, abundance, abundance
excess
বাড়তি, বেশি, বিশেষ, আধিক্য, মাত্রাধিক্য, অতিরেক, আধিক্যের পরিমাণ, বাহুল্য, সীমার লঙ্ঘন, অমিতাচার, আতিশয়্য, সীমার অতিক্রম, জাস্তি, অভিষ্যন্দ, উদ্বর্ত, ধুম, বাড়তি অংশ
plenty
পর্যাপ্ত, প্রচুর, প্রচুর পরিমাণে, বিস্তর, প্রাচুর্য, পর্যাপ্তি, জাস্তি, প্রচুর সংখ্যায়, প্রতুল, প্রাচুর্য্য
excessive
অতিরিক্ত, অধিক, অতি, অত্যধিক, অত্যন্ত, অতিশয়, একান্ত, গুরু, নিপট, অপরিমিত, ঘোর, সাতিশয়, আত্যন্তিক, নিরতিশয়, অমিত, নিদারূণ, জাস্তি, অট্ট, দারূণ, অপর্যাপ্ত, অতিতর, আময়দা, আতিশয্যপূর্ণ, চতুর্গুণ, জেয়াদা, অপরিমাণ
abundance
প্রাচুর্য, আধিক্য, বহুতা, অতিরেক, জাস্তি, অভিষ্যন্দ, ধুম, প্রতুল, ধুমধাম, অপর্যাপ্তি, বহুলতা, অজস্রতা, অর্থপ্রাচুর্য, সুসার, প্রযোজনাধিক পরিমাণ, পরম প্রাচুর্য
abundance
প্রাচুর্য, আধিক্য, বহুতা, অতিরেক, জাস্তি, অভিষ্যন্দ, ধুম, প্রতুল, ধুমধাম, অপর্যাপ্তি, বহুলতা, অজস্রতা, অর্থপ্রাচুর্য, সুসার, প্রযোজনাধিক পরিমাণ, পরম প্রাচুর্য
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর