|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
প্রমত্ত অলিকুল গুঞ্জরিছে  কুঞ্জবনে। 
সৌহার্দ্যে অনবরত।
সকল নবীন পাতা ফুল,
থমকিয়া চমকিয়া দেখিছে তাহা, প্রকৃতিতে।
নিলাজ  দৃষ্টি লইয়া উন্নত চাহনিতে ,  
অনুষ্ঠিত নানা মান অভিমান পর্ব সকল।
জড়াইয়া লইবার বাসনায় বাসর সোহাগে,
নিজস্ব জীবন চক্রের অর্ন্তভুক্তিতে ।
 ৩০ টি
    	৩০ টি    	 +৮/-০
    	+৮/-০  ২৭ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:১৮
২৭ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:১৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
শুভসন্ধ্যা ।
২|  ২৭ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:২৭
২৭ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:২৭
রূপম রিজওয়ান বলেছেন: খুব সুন্দর হয়েছে,ভাইয়া। আজকাল বেশ গুরুগম্ভীর ভাষার দিকে ঝুকছেন মনে হচ্ছে?
খুব ভালো লেগেছে। শুভকামনা।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৭
২৭ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৭
ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ছোট ভাইয়া।
আমি আসলে চাই যাতে পাঠক আমার কবিতা পড়ে ক্লান্ত না হয়ে যায়।
মনের আনন্দ নিয়ে পড়ে । আমি বারবার একই টাইপ লেখা লিখতে পারি না । মন থেকে সাড়া পাই না।
তাই এই সব প্রচেষ্টা।
শুভকামনা রইলো ।
৩|  ২৭ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:১৭
২৭ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:১৭
আকতার আর হোসাইন বলেছেন: গেলেন যে চলিয়া সাধু ভাষায়
কি হইয়াছে? হে কবি, কি হইয়াছে?
আপনার প্রেম ও প্রকৃতির প্রণয়
লাগিয়াছে ভালোই, হে কবি, ভালো লাগিয়াছে
  ২৭ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:২১
২৭ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:২১
ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা ভাইয়া।
আমার তো কিছু হয় নাই ভাইয়া ।আমি শুধু আপনাদের সেবায় নিয়োজিত । 
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা রইলো।
৪|  ২৭ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:০১
২৭ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: জটিল হইছে।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১৬
২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো বন্ধু ।
৫|  ২৭ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪২
২৭ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪২
আকতার আর হোসাইন বলেছেন: আমাদের সেবায় নিয়োজিত জেনে আনন্দিত হলাম। ভালো থাকুন। লিখতে থাকুন অবিরাম। ভালোবাসা অফুরান।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১৭
২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১৭
ইসিয়াক বলেছেন: আপনার প্রতি ও রইলো অফুরান ভালোবাসা ভাইয়া ।
৬|  ২৭ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০০
২৭ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১৮
২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১৮
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্
৭|  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৩৩
২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো বন্ধু । 
বন্ধু যশোর গেছেন কেন?? আপনার বাড়ি কি যশোর?
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪৫
২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪৫
ইসিয়াক বলেছেন: হ্যাঁ বন্ধু আমাদের গ্রামের বাড়ি যশোহর চৌগাছা উপজেলায় সিংহঝুলী গ্রামে। 
এই জায়গাটির একাধিক ঐতিহাসিক ঐতিহ্য আছে।যা খুবই বর্ণাঢ্য ।
৮|  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৩৬
২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৩৬
Barshan Saha বলেছেন: সুন্দর কবিতা 
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৪১
২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৪১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
৯|  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
নীল আকাশ বলেছেন: যশোহর এলাকার লোক সাধু ভাষা নিয়ে লিখবে না কে লিখবে? 
শব্দের ঝংকার ভালো লেগেছে।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১৮
২৮ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১৮
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা প্রিয় নীল আকাশ ভাইয়া,
শুভকামনা রইলো ।
১০|  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৪৮
২৮ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো হয়েছে।
এইমাত্র ঝাড়গ্রামে নামলাম। 
শুভকামনা জানবেন।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:২৩
২৮ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:২৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো ।
আপনাদের ভ্রমণ আনন্দদায়ক হোক  এই কামনাই করি। 
বেশি বেশি ছবি চাই কিন্তু আর নিজেদের দিকে খেয়ার রাখবেন ।
সাবধানে থাকবেন।
সুস্থ থাকুন । ভালো থাকুন।
মেঘ বাবাকে আমার আদর জানাবেন।
১১|  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৩৩
২৮ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন: 
ইষিয়াক ভাই,
মজার তথ্য দিবো বলেছিলাম - মনে আছে? 
অনেক ভালো মন্দ দুঃখ কষ্ট হাসি আনন্দ ব্যাদনার স্মৃতি নিয়ে ২০১৯ কে ছেড়ে আমরা ২০২০ এ পদার্পন করছি এটি নিয়ে একটি সুন্দর কবিতা চাই ঠিক ০১-০১-২০২০ এ। ইসিয়াক ভাই, আপনার কাছে চাওয়া অনেক এই চাওয়া থেকে একদিন আশা করি ভালো একটি ফলাফল চলে আসবে। ২০১৯ কে ছেড়ে যাচ্ছি কিন্তু ইসিয়াক ভাই ভুলে তো যাবো না - নাকি বলেন? ০১-০১-২০২০ আপনার কবিতার আশায় রইলাম। 
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৩
২৮ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৩
ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই ,
মন্তব্যে ভালো লাগা জানবেন।
আমি আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো। 
শুভকামনা রইলো।
১২|  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৩৯
২৮ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৩৯
কালো যাদুকর বলেছেন: বেশ কয়েকবার পড়তে হল - বোঝার জন্য। উপমা সুনদর হয়েছে।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৬
২৮ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৬
ইসিয়াক বলেছেন: কালো যাদুকর ভাইয়া ,
আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
কবিতা ভালো লেগেছে জেনে ও ভালো লাগলো্ ।
শুভকামনা জানবেন।
১৩|  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৯:০১
২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: আপনার গ্রামে আসার জন্য তো দাওয়াত দিলেন না।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৯:০৭
২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৯:০৭
ইসিয়াক বলেছেন: ও তাই তো স্যরি স্যরি.।কিন্তু আমিতো গ্রামে থাকি না আমি যশোহর শহরে থাকি । চলে আসুন।
৬৮ খাল ধার রোড[আখ পট্টি সংলগ্ন] 
স্নেহা লজের চতুর্থ  তলা।
১৪|  ২৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:১০
২৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:১০
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর 
  ২৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:১১
২৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:১১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু্ । শুভকামনা রইলো ।
১৫|  ৩০ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৪
৩০ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: যশোর আসবো। এলে আগে আপনার সাথে যোগাযোগ করবো।
  ৩০ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:১২
৩০ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:১২
ইসিয়াক বলেছেন: ঠিক আছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৭
২৭ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৭
আমি তিতুমীর বলছি বলেছেন:
রবীন্দ্রনাথের কবিতার রস ছিল আপনার কবিতায়।
বেশ ভাল লাগছে।