নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি ও প্রণয়

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪


প্রমত্ত অলিকুল গুঞ্জরিছে কুঞ্জবনে।
সৌহার্দ্যে অনবরত।
সকল নবীন পাতা ফুল,
থমকিয়া চমকিয়া দেখিছে তাহা, প্রকৃতিতে।
নিলাজ দৃষ্টি লইয়া উন্নত চাহনিতে ,
অনুষ্ঠিত নানা মান অভিমান পর্ব সকল।
জড়াইয়া লইবার বাসনায় বাসর সোহাগে,
নিজস্ব জীবন চক্রের অর্ন্তভুক্তিতে ।

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

আমি তিতুমীর বলছি বলেছেন:



রবীন্দ্রনাথের কবিতার রস ছিল আপনার কবিতায়।
বেশ ভাল লাগছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
শুভসন্ধ্যা ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

রূপম রিজওয়ান বলেছেন: খুব সুন্দর হয়েছে,ভাইয়া। আজকাল বেশ গুরুগম্ভীর ভাষার দিকে ঝুকছেন মনে হচ্ছে?
খুব ভালো লেগেছে। শুভকামনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ছোট ভাইয়া।
আমি আসলে চাই যাতে পাঠক আমার কবিতা পড়ে ক্লান্ত না হয়ে যায়।
মনের আনন্দ নিয়ে পড়ে । আমি বারবার একই টাইপ লেখা লিখতে পারি না । মন থেকে সাড়া পাই না।
তাই এই সব প্রচেষ্টা।
শুভকামনা রইলো ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭

আকতার আর হোসাইন বলেছেন: গেলেন যে চলিয়া সাধু ভাষায়
কি হইয়াছে? হে কবি, কি হইয়াছে?
আপনার প্রেম ও প্রকৃতির প্রণয়
লাগিয়াছে ভালোই, হে কবি, ভালো লাগিয়াছে

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২১

ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা ভাইয়া।
আমার তো কিছু হয় নাই ভাইয়া ।আমি শুধু আপনাদের সেবায় নিয়োজিত ।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা রইলো।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: জটিল হইছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো বন্ধু ।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪২

আকতার আর হোসাইন বলেছেন: আমাদের সেবায় নিয়োজিত জেনে আনন্দিত হলাম। ভালো থাকুন। লিখতে থাকুন অবিরাম। ভালোবাসা অফুরান।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৭

ইসিয়াক বলেছেন: আপনার প্রতি ও রইলো অফুরান ভালোবাসা ভাইয়া ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো বন্ধু ।

বন্ধু যশোর গেছেন কেন?? আপনার বাড়ি কি যশোর?

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫

ইসিয়াক বলেছেন: হ্যাঁ বন্ধু আমাদের গ্রামের বাড়ি যশোহর চৌগাছা উপজেলায় সিংহঝুলী গ্রামে।
এই জায়গাটির একাধিক ঐতিহাসিক ঐতিহ্য আছে।যা খুবই বর্ণাঢ্য ।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

Barshan Saha বলেছেন: সুন্দর কবিতা

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

নীল আকাশ বলেছেন: যশোহর এলাকার লোক সাধু ভাষা নিয়ে লিখবে না কে লিখবে?
শব্দের ঝংকার ভালো লেগেছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা প্রিয় নীল আকাশ ভাইয়া,
শুভকামনা রইলো ।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো হয়েছে।
এইমাত্র ঝাড়গ্রামে নামলাম।

শুভকামনা জানবেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো ।
আপনাদের ভ্রমণ আনন্দদায়ক হোক এই কামনাই করি।
বেশি বেশি ছবি চাই কিন্তু আর নিজেদের দিকে খেয়ার রাখবেন ।
সাবধানে থাকবেন।
সুস্থ থাকুন । ভালো থাকুন।
মেঘ বাবাকে আমার আদর জানাবেন।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইষিয়াক ভাই,
মজার তথ্য দিবো বলেছিলাম - মনে আছে?
অনেক ভালো মন্দ দুঃখ কষ্ট হাসি আনন্দ ব্যাদনার স্মৃতি নিয়ে ২০১৯ কে ছেড়ে আমরা ২০২০ এ পদার্পন করছি এটি নিয়ে একটি সুন্দর কবিতা চাই ঠিক ০১-০১-২০২০ এ। ইসিয়াক ভাই, আপনার কাছে চাওয়া অনেক এই চাওয়া থেকে একদিন আশা করি ভালো একটি ফলাফল চলে আসবে। ২০১৯ কে ছেড়ে যাচ্ছি কিন্তু ইসিয়াক ভাই ভুলে তো যাবো না - নাকি বলেন? ০১-০১-২০২০ আপনার কবিতার আশায় রইলাম।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই ,
মন্তব্যে ভালো লাগা জানবেন।
আমি আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো।
শুভকামনা রইলো।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯

কালো যাদুকর বলেছেন: বেশ কয়েকবার পড়তে হল - বোঝার জন্য। উপমা সুনদর হয়েছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

ইসিয়াক বলেছেন: কালো যাদুকর ভাইয়া ,
আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
কবিতা ভালো লেগেছে জেনে ও ভালো লাগলো্ ।
শুভকামনা জানবেন।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: আপনার গ্রামে আসার জন্য তো দাওয়াত দিলেন না।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন: ও তাই তো স্যরি স্যরি.।কিন্তু আমিতো গ্রামে থাকি না আমি যশোহর শহরে থাকি । চলে আসুন।
৬৮ খাল ধার রোড[আখ পট্টি সংলগ্ন]
স্নেহা লজের চতুর্থ তলা।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১০

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু্ । শুভকামনা রইলো ।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: যশোর আসবো। এলে আগে আপনার সাথে যোগাযোগ করবো।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

ইসিয়াক বলেছেন: ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.