নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বর্ষঃ অভ্যর্থনা ও বিসর্জন

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭


বর্ষঃ অভ্যর্থনা ও বিসর্জন
অপগত বেলার বিভাজন ,
মুলত একটি আরোপিত ধারনা মাত্র।
অনন্ত অনাদি অদৃশ্য মহাকাল,
এমনই একটি সমাপন ।
যার বিভাজন ঘটানো কখনই সম্ভব নয় ।
অতীতের অস্তিত্ব প্রতীয়মান হয়
আমাদের বর্তমান ভাবনায়।
সময়ান্তর মূলত বিভিন্ন ঘটনা প্রবাহের
মাঝখানে একটা যতিচ্ছেদ মাত্র।

তবু মানুষের সুখ,দুঃখ আনন্দ আদর,
পাওয়া না পাওয়ার হাস্য বেদনার।
খেরো খাতায় হিসাব মেলানোর প্রচেষ্টায়,
বিদায় ২০১৯।

হোক ভালো কিছু মানব এবং মানবতার তরে ,
দূর হোক যত পাপ পঙ্কিলতা ।
দূরান্তর থাক হতাশার অমানিশা।
ছুঁয়ে যাক সকলের তরে স্নেহ আর ভালোবাসা।
শুভকামনায় ও শুভেচ্ছায় জানাই অভ্যর্থনা ২০২০।

ভুলে যাই ভুলে যাই যত দ্ধিধা ভেদ,
বুকে তুলে নেই যত বিষণ্ণতা ও ক্লেদ ।
পঙ্কে ফুটে ওঠে সুশোভন কমলিনী ,
মানুষের ভালোবাসায় সেই পদ্মিনী ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবি দা বিদায় দিলেই বিদায় হয় না
হাজারও লাল গোলাপের ‍শুভ নববর্ষের শুভেচ্ছা রইল----------

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
সেই সাথে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা ও রইলো ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইলো মিতা। ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

ইসিয়াক বলেছেন: আপনাকেও অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা রইলো মিতা।
ধন্যবাদ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: বছর কে বিদায় দিয়ে নতুন কে বরন করতে যাই সেরাটনে প্রোগ্রামে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

ইসিয়াক বলেছেন: অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা রইলো বন্ধু্ ।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

সেজুতি_শিপু বলেছেন: হোক ভালো কিছু মানব মানবতার তরে। সুন্দর।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

ইসিয়াক বলেছেন: শুভকামনা ও অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা রইলো ।
ধন্যবাদ ।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

রূপম রিজওয়ান বলেছেন: দারুণ কবিতায় বছরের শেষটাকে রাঙালেন।
ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা,কবি ভাইয়া!

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৭:২৪

ইসিয়াক বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০২০ ছোট ভাইয়া্।

৬| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:২৮

অন্তরন্তর বলেছেন: সুন্দর কবিতা। হ্যাপি নিউ ইয়ার।

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৭:২৪

ইসিয়াক বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০২০ ভাইয়া।

৭| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: HAPPY NEW YEAR 2020

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

ইসিয়াক বলেছেন: HAPPY NEW YEAR

৮| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে নববর্ষের শুভেচ্ছা।






ভালো থাকুন নিরন্তর।।

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫

ইসিয়াক বলেছেন: দেশ প্রেমিক বাঙালী ভাইয়া ,
আপনার প্রতি ও রইলো শুভকামনা সহ নববর্ষের শুভেচ্ছা।
ধন্যবাদ।

৯| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:১০

বিজন রয় বলেছেন: বিদায় ও গ্রহণ।

শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:১২

ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো দাদা।
আগামী প্রতিটি দিন ভালো কাটুক আপনার এই কামনা রইলো্।

১০| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৯

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,



দু'হাযার ঊনিশের যা কিছু গ্লানি হোক বিসর্জন, যা কিছু ক্লেদ তার পঙ্কে ফুটুক রঙিন কমল।
দু'হাযার বিশ আসুক পদ্মিনী সুবাস নিয়ে।

নতুন বছর শুদ্ধ হয়ে উঠুক সকলের জন্যে ।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা ছুঁয়ে গেল শ্রদ্ধেয়।

১১| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৭

করুণাধারা বলেছেন: বিগত বছরের দুঃখ, গ্লানি ভুলে সুন্দর দিনের প্রত্যাশায় শুরু করি নতুন বছর।

শুভ নববর্ষ, ইসিয়াক।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন আপু ।
সেই সাথে শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।

শুভ নববর্ষ

১২| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা প্রিয় কবি বরকে।
কবিতা সেরাম হয়েছে।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা ,
আপনাকে ও নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ।
শুভকামনা জানবেন।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:


নতুন বছরের ফুলেল শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

ইসিয়াক বলেছেন: হা হা হা মাইদুল ভাই ,
শুভ নববর্ষ! শুভ নববর্ষ!! শুভ নববর্ষ!!!

১৪| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৪

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভকামনা ও শুভ নববর্ষ ।

১৫| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: নতুন বছরের ফুলেল শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫

ইসিয়াক বলেছেন: সেলিম ভাই আপনাকে ও নতুন বছরের ফুলেল শুভেচ্ছা।
শুভকামনা ও শুভ নববর্ষ ।

১৬| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার!
লাইক।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো ভাইয়া।
আগামী প্রতিটি দিন ভালো কাটুক আপনার এই কামনা রইলো্।
শুভ নববর্ষ ।

১৭| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: চিকচিক করে বালি, কোথা নাই কাদা,
এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা৷
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক৷

( রবীন্দ্রনাথ ঠাকুর )

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

ইসিয়াক বলেছেন: আমাদের ছোট নদী
============
রবীন্দ্রনাথ ঠাকুর
===========
আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

আর-পারে আমবন তালবন চলে,
গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে
গামছায় জল ভরে গায়ে তারা ঢালে।

সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।

দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।।

১৮| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

শিখা রহমান বলেছেন: ইসিয়াক নববর্ষের শুভেচ্ছা রইলো। ২০২০ হোক ভালোবাসাময় ও কবিতাময়।

শুভকামনা নিরন্তর প্রিয় কবি।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন আপু ।
সেই সাথে শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।

শুভ নববর্ষ

১৯| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

ইসিয়াক বলেছেন: শুভকামনা ও নববর্ষের শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.