নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
অদক্ষ প্রেমক্রীড়াতে
দক্ষতা অর্জনে ব্যর্থ,
তোমার মতো করে!
ক্ষমাসুন্দর দৃষ্টিতে তুমি আমায় কি
তোমার পাণিপ্রার্থি হবার
অনুমতি দেবেনা প্রিয়া?
তোমায় ভেবে ভেবে যে আমার
গুম্ফদেশে,
শ্বেতবর্ণের আভা দেখা দিলো!
তুমি কি আমায় একটু বিবেচনা করবেনা মনমানসী?
আমি না হয় শিখে নেবো সব তুমি যা যা শেখাবে।
০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্ ।
২| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫
নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর
০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভকামনা।
৩| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার লাগলো। ++
০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইলো ভাইয়া ।
৪| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: অন্যের সমস্যা সমাধানের কারণ হন।
০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩
ইসিয়াক বলেছেন: বুঝলাম নাতো ? কি সমস্যা ?
বুঝায়ে বলেন বন্ধু।
৫| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫
জুল ভার্ন বলেছেন: প্রার্থনা কবুল হোক
০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬
ইসিয়াক বলেছেন: হা হা হা ..।তাতো বটে তাতো বটে। শুভকামনা রইলো।
৬| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০
রূপম রিজওয়ান বলেছেন: খুব সুন্দর কবিতা!
শুভসন্ধ্যা।
০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
৭| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বুঝলাম নাতো ? কি সমস্যা ?
বুঝায়ে বলেন বন্ধু।
না কিছু না।
০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০
ইসিয়াক বলেছেন: আইসক্রীম খাবেন? বাইরে বৃষ্টি পড়ছে। টিপ টিপ বৃষ্টি । সাথে আইসক্রীম । মাথায় অবশ্য ছাতা থাকবে ।
এই ব্যপারটা আমি দারুণ উপভোগ করি। হালকা শীত । বেশ রোমান্টিক ব্যপার না?
আমি এখনি বাইরে যাচ্ছি .....চলে আসুন।
৮| ০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক ভাই
চমৎকার কবিতার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা জানবেন।
৯| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৫০
সোনালী ডানার চিল বলেছেন:
কবি অনুমতি প্রার্থণা নাকি আত্মসমর্পন!!
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৭
ইসিয়াক বলেছেন: প্রেমিকার কাছে তো অবশেষে আত্মসমর্পন ই করতে হয় নাকি?
নারী বলে কথা। হা হা হা.....
শুভকামনা রইলো ।
১০| ০৩ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: ঠান্ডার মধ্যে আইসক্রীম খাবো না।
০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪
ইসিয়াক বলেছেন: এতক্ষণ মাছের বিরিয়ানী তৈরি করছিলাম । সাথে কালবাউশ মাছের কড়া ভুনা । সালাদ আর বোরহানি ।
তাই দেরি হয়ে গেল ।
চলবে নাকি?
১১| ০৩ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ প্রকাশ । অসাধারণ l
০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪
ইসিয়াক বলেছেন: নেওয়াজ আলি ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম। আশা করি এভাবে ই আপনাকে আমার কবিতায় পাবো।
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন।
১২| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪
ভ্রমরের ডানা বলেছেন: গুম্ফদেশ কিতা ভাই?
০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮
ইসিয়াক বলেছেন: গুম্ফদেশ হা হা হা ......সবকিছু কি বলে দিতে হয় ? কিছু কথা বুঝে নিতে হয় ।
শুভকামনা রইলো ভাইয়া ।
আর হ্যাঁ আপনার কবিতা কখন পাবো ভাইয়া? আমি কিন্তু অপেক্ষা করছি।
আপনি কি জানেন? আমি কিন্তু আপনার কবিতার খুব ভক্ত।
শুভেচ্ছা রইলো ।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা ভ্রমরের ডানা ভাইয়ের সঙ্গে আমিও জানতে চাই গুম্ফদেশে শ্বেত বর্ণ দেখা দিয়েছে।গুম্ফদেশ কিতা? না কইলে মাইন্ড করবো হাহাহা...
স্যার দেরি হওয়ার কারণ আমি নয়, নব উত্থিত রাজনৈতিক অস্থিরতা। কাজেই বিলম্বে আসার জন্য এই পোলাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল।
০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১
ইসিয়াক বলেছেন: আচ্ছা দাদা বলুন তো শ্বেতবর্ণ কিসে কিসে দেখা যায় ?
তারপর আমি বলবো গুম্ফদেশ কি । হা হা হা ..
মন্তব্যে ভালো লাগা।
শুধু কি ঘুরেই বেড়াবেন ? পোষ্ট পাই না কেন?
শুভকামনা।
১৪| ০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
দৃষ্টিসীমানা বলেছেন: " তোমায় ভেবে ভেবে যে আমার গুম্ফদেশে
শ্বেত বর্ণের আভা দেখা দিল । "
হা; হাঃ হাঃ আমার এ লম্বা জীবনে এত মজার কবিতা আমি পড়িনি ।
০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
ইসিয়াক বলেছেন: দৃষ্টিসীমানা ভাইয়া/আপু মন্তব্যে সত্যি অভিভূত ।
এভাবে পাশে চাই সবসময় প্রিয় ।শুভকামনা রইলো্ ।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: বুড়ো বয়সে আর এতো সবের দরকার কি ভাই?
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৪
ইসিয়াক বলেছেন: হা হা হা কামাল ভাই আমাকে বুড়া বানিয়ে দিলেন ।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫
জগতারন বলেছেন:
তোমায় ভেবে ভেবে যে আমার
গুম্ফদেশে,
শ্বেতবর্ণের আভা দেখা দিলো!
তুমি কি আমায় একটু বিবেচনা করবেনা মনমানসী?
০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া্ ।
শুভকামনা জানবেন।
১৭| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৪
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: আহা এমন সুন্দর মিনতি/ প্রার্থনায় যদি সাড়া না দেয় আহ কবি সে হৃদয় বড় কঠিন, সুন্দর লিখেছেন
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর