|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

তোমার প্রতি,
আজ আমার সমস্ত আবেগ
সাপের খোলস ছাড়া 
শরীর স্বরুপ নিরুত্তাপ ও নিরুদ্যম। 
তুমি এসে শত চুম্বনেও আমায় আর জাগাতে পারবেনা ।
তোমার শরীরের হাজার আলোর উষ্মা
আমায় আর স্পর্শ
করে না। 
আমার স্বতন্ত্র উদ্যম  তোমার প্রতি ভালোবাসায়
আর জেগে ওঠেনা তেড়ে ফুঁড়ে।
জানোতো মন না চাইলে প্রেম আসে না কিছুতেই,
জোর করে ভালোবাসা হয় না।
 ৩২ টি
    	৩২ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:১২
১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:১২
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো বন্ধু্
২|  ১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:২২
১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:২২
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ! দারুণ! সকাল-সকাল চমৎকার কবিতা লিখেছেন,কবি ভাইয়া।
শুভকামনা।
  ১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:১৩
১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:১৩
ইসিয়াক বলেছেন: শুভকামনা ও শুভেচ্ছা রইলো প্রিয় ছোট ভাইয়া ।
৩|  ১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:০৩
১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: জোর করে ভালবাসা হয় না ।+
  ১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:১৩
১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:১৩
ইসিয়াক বলেছেন: শুভসকাল সেলিম ভাই।
ভালো থাকুন সবসময়।
৪|  ১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:১৫
১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:১৫
নূর আলম হিরণ বলেছেন: এবারের বইমেলায় আপনার কি কোন কবিতার বই বের হবে?
  ১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:২১
১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:২১
ইসিয়াক বলেছেন: নূর আলম হিরণ বলেছেন: এবারের বইমেলায় আপনার কি কোন কবিতার বই বের হবে? 
না ভাইয়া, এবারের বইমেলাতে আমার কোন বই বের হবে না। আমি একটু সময় নিতে চাই । সামনে নিশ্চয় ই বই বের করবো। আর বই বের হলে অবশ্যই আপনাদের জানাবো। মন্তব্যে মুগ্ধতা ।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
৫|  ১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:৫৬
১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:৫৬
এস সুলতানা বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা
  ১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১১:০১
১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ১১:০১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্ ।
৬|  ১৪ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:১৩
১৪ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:১৩
বাকপ্রবাস বলেছেন: এমন নিষ্প্রাণ কেন কবি!!!!!!! যদিও নিষ্প্রাণেই কবিতারা ধরা দেয় বেশী
  ১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৪
১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৪
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে শুভকামনা ও শুভেচ্ছা রই্লো।
৭|  ১৪ ই জানুয়ারি, ২০২০  দুপুর ২:০৮
১৪ ই জানুয়ারি, ২০২০  দুপুর ২:০৮
সৌরভ শাব্দিক বলেছেন: সুন্দর লিখেছেন। অভিনন্দন।
  ১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৫
১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৫
ইসিয়াক বলেছেন: সৌরভ শাব্দিক ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
আশা করি মাঝে মাঝে আপনাকে আমার কবিতায় পাবো। 
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন।
৮|  ১৪ ই জানুয়ারি, ২০২০  দুপুর ২:৩৬
১৪ ই জানুয়ারি, ২০২০  দুপুর ২:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতাটি পাঠে ভাল লেগেছে।
  ১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৪৮
১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৪৮
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া ।
ভালো থাকুন। সুস্থ থাকুন সবসময় ।
৯|  ১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০১
১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০১
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর একটি কবিতা
  ১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১০
১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । 
ভালো থাকুন।
১০|  ১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৪
১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: হু জোর করে ভালবাসা কথা সত্য 
নিজে ভালবাসা যায়
  ১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১১
১৪ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১১
ইসিয়াক বলেছেন: বুঝলাম না ভাইয়া। 
যাহোক ধন্যবাদ ।
১১|  ১৪ ই জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২২
১৪ ই জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২২
হাবিব  বলেছেন: 
এত লেখার সময় পান কখন ভাই???
  ১৪ ই জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৫
১৪ ই জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৫
ইসিয়াক বলেছেন: আমি কাজের ফাকে ফাকে পড়ি আর লিখি ভাইয়া। আর খাতা কলম আমার সাথে ই থাকে। যখন যেটা মাথায় আসে ঝটপট লিখে ফেলি। ব্যস্ত রাস্তায় মনে আসা কথাগুলো রেকডিং করে নেই। অনেকে হয়তো পাগল টাগল ভাবে! যে যা ভাবে ভাবুক আমি কিছু মনে করি না।
১২|  ১৪ ই জানুয়ারি, ২০২০  রাত ৯:৫৬
১৪ ই জানুয়ারি, ২০২০  রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো বন্ধু্  
বন্ধু কেমন আছেন? নতুন বছর কেমন কাটছে?
  ১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৬
১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৬
ইসিয়াক বলেছেন: নতুন বছর তো ভালোই কাটছে ......।একটা দুষ্টু মিষ্টি ইঁদুর একটু বিরক্ত করছে ।
১৩|  ১৫ ই জানুয়ারি, ২০২০  রাত ২:৩৫
১৫ ই জানুয়ারি, ২০২০  রাত ২:৩৫
শের শায়রী বলেছেন: জোর করে কোন ভালোবাসা পাওয়া যায় না, তবে বাচ্চারা জোর করে ভালোবাসা কেড়ে নেয়। আমার বড় ছেলে যখন ছোট ছিল তখন সে আমাকে প্রায় জিজ্ঞাস করত "বাবা, ভালোবাস?" আমি বলতাম "না বাসি না"। এরপর যতক্ষন না বলছি তাকে ভালোবাসি ততক্ষন তার হাত থেকে নিস্কৃতি ছিল না। আমি খুব এনজয় করতাম এই না ভালোবাসা।
কবিতায় ভালোলাগা।।
  ১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১০
১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১০
ইসিয়াক বলেছেন: শের শায়রী ভাইয়া আপনার আন্তরিক মন্তব্য  পেলে আমার খুব ভালো লাগে। 
বাবুদের জন্য শুভেচ্ছা শুভকামনা ও দোয়া রইলো।
ভালো থাকুন। সুস্থ থাকুন সব সময়।
১৪|  ১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২০
১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানোতো মন না চাইলে প্রেম আসে না কিছুতেই,
জোর করে ভালোবাসা হয় না।  
একমত।
  ১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২৩
১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২৩
ইসিয়াক বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক  আপনাকে আমার ব্লগে স্বাগতম ভাইয়া।
কবিতা পাঠে ও মন্তেব্য কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
শুভকামনা রইলো।
১৫|  ১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২৪
১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আদৃত এবং সম্মানিতবোদ করছি। আপনাকে আন্তির ধন্যবাদ।
  ১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৩১
১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৩১
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন। 
আজ আমার মনটা একটু খারাপ ছিলো আপনার  সুন্দর দুটি মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।  
ভালো থাকুন। সুস্থ থাকুন সবসময়।
১৬|  ১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৩৪
১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৩৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ব্লগিং ছেড়ে দিয়েছিলাম, রাগ এবং ঘৃণায়।
ব্লগারদের টানে আনমনা হয়ে যাই। আজ আমিও ব্লগিং উপভোগ করছি। আত্মিকশান্তি বড় শান্তি। আপনার জন্য শুভকামনা।
  ১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৪০
১৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৪০
ইসিয়াক বলেছেন: মনের কথা বলেছেন ভাইয়া ।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:১০
১৪ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা। দূর্দান্ত আবেগের মাখামাখি।