|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
 
চাঁদ ডুবেছে সেই কারণে,
খুকীর হলো মান।
খোকা দেখো দিনের আলোয়,
গাইছে সুখের গান।
রাত নিশিথে ফুল ঝরেছে,
গন্ধ গেছে টুটে।
ফের ঠিকই দিনের আলোয়,
নতুন ফুলেরা ফোটে।
খেয়াল এমনই, খুশী এমনই,
হরেক গল্প বলা।
ভাঙাগড়ার মধ্যে দিয়ে ই
প্রকৃতির ছুটে চলা।
 ১৭ টি
    	১৭ টি    	 +২/-০
    	+২/-০  ১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৩৭
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৩৭
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া ।
শুভকামনা সতত ।
২|  ১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:১১
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: শুভ সকাল। 
আপনার কবিতা পড়লাম।  
ভালো থাকুন।  সুস্থ থাকুন।
  ১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৩৯
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৩৯
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা্ ।
শুভকামনা রইলো।
ধন্যবাদ।
৩|  ১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:১৯
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় ইসিয়াক ভাই। ছড়া ঠিক আছে। তবে স্পেশ দিয়ে ই কার দেওয়া ব্যাকরণ সিদ্ধ নয়।
  ১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪০
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪০
ইসিয়াক বলেছেন: স্পেস বাদ দিয়ে ঠিক করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা । শুভকামনা জানবেন ।
৪|  ১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪৩
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: আমিও পোস্টের একটা স্থানে এডিট করেছি। খুঁজে বের করুন....
  ১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪৯
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪৯
ইসিয়াক বলেছেন: হা হা হা  তাই নাকি? দেখছি। 
এত কাজের চাপ মনে হচ্ছে আপনার মতো জল ও জঙ্গল  থেকে ঘুরে আসি।
৫|  ১৯ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৮
১৯ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর। 
তবে ছড়া লিখতে গেলে স্বরবৃত্ত ছন্দে লিখেন
মাত্রা ঠিক রেখে
  ২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৪
২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৪
ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু্ ।
৬|  ১৯ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:৪১
১৯ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:৪১
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লিখনশৈলি । ভালো লাগলো ।
  ২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৪
২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
৭|  ১৯ শে জানুয়ারি, ২০২০  রাত ৮:০০
১৯ শে জানুয়ারি, ২০২০  রাত ৮:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো।
  ২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
৮|  ২০ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৩৯
২০ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৩৯
ইসিয়াক বলেছেন: 
৯|  ২১ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১৮
২১ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১৮
এস সুলতানা বলেছেন: শুভ বিকেল কবিতা পড়লাম ভালো লাগলো ।
  ২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
ইসিয়াক বলেছেন: শুভকামনা ও শুভেচ্ছা রইলো আপু।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:০৫
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ছন্দময় -------