|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
প্রত্যেক ভালোবাসাতে,
শেষটা কি হবে কেউ জানেনা।
তবে ভালোবাসাবাসিতে মনের জোর রাখতে হয়।
ভালোবাসায় পুরাদস্তুর সৎ থাকা চাই,
লক্ষ ও ঠিক রাখা চাই।
তবেই ভালোবাসা জিতে নেওয়া যায়।
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০  ০৪ ঠা মার্চ, ২০২০  সকাল ৭:২৩
০৪ ঠা মার্চ, ২০২০  সকাল ৭:২৩
ইসিয়াক বলেছেন: শুভ সকাল প্রিয় ভাইয়া/প্রিয় ব্লগার।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
ভালো থাকুন সবসময়।
২|  ০৩ রা মার্চ, ২০২০  রাত ৮:০৮
০৩ রা মার্চ, ২০২০  রাত ৮:০৮
নেওয়াজ আলি বলেছেন: ভালোই ।
  ০৪ ঠা মার্চ, ২০২০  সকাল ৭:২৪
০৪ ঠা মার্চ, ২০২০  সকাল ৭:২৪
ইসিয়াক বলেছেন: অনেক করে ধন্যবাদ রইলো ভাইয়া।
৩|  ০৩ রা মার্চ, ২০২০  রাত ৯:৩৯
০৩ রা মার্চ, ২০২০  রাত ৯:৩৯
রাবেয়া রাহীম বলেছেন: মানুষের মন বড়ই বিচিত্র । ভূল সময়ে ভূল পরিবেশে যখন প্রেম সামনে এসে দাঁড়ায় তখন থেকেই বিরহের শুরু। 
প্রেম তো সততা থেকেই আসে। 
অল্প লেখায় কথা গুলো ভালো লাগলো । ধন্যবাদ
  ০৪ ঠা মার্চ, ২০২০  সকাল ৭:২৫
০৪ ঠা মার্চ, ২০২০  সকাল ৭:২৫
ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম আপু।
নিরন্তর শুভকামনা।
৪|  ০৩ রা মার্চ, ২০২০  রাত ১১:১৭
০৩ রা মার্চ, ২০২০  রাত ১১:১৭
রাজীব নুর বলেছেন: বন্ধু আমার আত্মবিশ্বাস কমতে কমতে শূন্যের কোথায় নেমেছে।
  ০৪ ঠা মার্চ, ২০২০  সকাল ৭:২৮
০৪ ঠা মার্চ, ২০২০  সকাল ৭:২৮
ইসিয়াক বলেছেন: হায় হায় কি বলেন !
 খুব তাড়াতাড়ি ভাবীরে নিয়ে কোথাও বেড়িয়ে আসেন।  পাহাড়ে বা সমুদ্রে । অনেকদিন বেড়াতে যান নাই।
দেখবেন অন্য রকম ভালো লাগবে।
শুভসকাল।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:৫৮
০৩ রা মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:৫৮
শের শায়রী বলেছেন: প্রিয় কবি, ভালোবাসায় প্রায় সবাই সৎ থাকে কিন্তু তারপরো কিন্তু অধিকাংশ ভালোবাসার গল্প বিরহে শেষ হয় 
 
পাঠে ভালো লাগা জানবেন।