নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আজব দেশের গজব কাহিনী

১১ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২০


বাঘ বাবাজীর মনটা খারাপ ,
পেটেতে অম্বল।
দারুণ গ্রীষ্মে তার আবার,
লাগছে নাকি কম্বল!

রাজামশাই বলে কথা,
ভেবে ই সবাই সারা।
বনের পশুপাখি সকল,
উদ্বেগে দিশেহারা।

বাঘ মশাই ভালোই, তবে,
বড্ড খেয়ালী।
তার চরিত্র বড়ই জটিল,
সদাই হেয়ালী ।

তার একরোখা স্বভাবে নিয়ে,
প্রজা সকল তটস্থ
কি তার কখন খেয়াল আসে,
তাই নিয়ে ব্যতিব্যস্ত।

এ্ইতো সেদিন ঠিক করলেন
করবেন জন্মদিন।
সেই খুশিতে ইচ্ছে না হলেও,
নাচতে হবে তা ধিনধিন।

তাই নিয়ে মহা আয়োজন,
বাজলো ঢাক ও ঢোল।
জন্মদিন হবে জন্মদিন হবে,
বাধলো ভীষণ গোল।

রাজার বন্ধু যত ছিলো ,
অন্য রাজত্বে।
নেমতন্ন গেলো, আমন্ত্রিত হলো,
নানা বাধা সত্ত্বে।

বাজার এক বন্ধুও রাজার মতো,
গোয়ার গোবিন্দ।
গদির স্বার্থে যা খুশি করে.
সনির্বাচিত অন্ধ।

নিজের দেশের প্রজা মারে,
মনোভাবে সাম্প্রদায়িক।
ভাবেসাবে দেখায় সে.
নিতান্ত অমায়িক।

ভিন্ন ঘটনায় রাজার বন্ধু রক্ত নিলো,
মরলো রাজারই ধর্মের যত ভাই।
তাই নিয়ে বিশাল এক অসন্তোষ ,
বাঘরাজ্যে দেখা দেয়।

মহাবিপদে পড়লো বাঘরাজ,
কি এর সমাধান?
খুনি বন্ধু দেশে এলে,
লুটাবে সম্মান।

ঠিক সে সময় দেশে এলো,
অজানা এক রোগ।
রোগের দোহাই এ পন্ড হলো
রাজার বিচিত্র শখ।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

শের শায়রী বলেছেন: হায় হায় এ কি ধরনের কবিতা/ ছড়া? মিনিং ও তো বহুবিদ। ;)

১১ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৬

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।

২| ১১ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


আবর্জনা কবিতা-পঁচা সারে রাজনৈতিক ছাতা জন্ম নিচ্ছে?

গোলাম আজমের জন্মদিন পালন করলে কেমন হয়?

১১ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৯

ইসিয়াক বলেছেন: আপনি আমেরিকায় বসে বসে গোলাম আজমের জন্য কাঁদেন আর জন্মদিন পালন করেন। আমি কোন দুঃখে রাজাকারের জন্মদিন পালন করতে যাবো।
দেশের জন্য এত মন কান্দে তো দেশ ছেড়ে এত দুরে কেন?
ম্যাঁও প্যাঁও মন্তব্য।

৩| ১১ ই মার্চ, ২০২০ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের জন্মদিনকে টার্গেট করে আবর্জনা কেন? নিজামীর জন্মদিনের জন্য অপেক্ষা করছেন?

১১ ই মার্চ, ২০২০ রাত ৯:১৯

ইসিয়াক বলেছেন: শেখ হাসিনা শেখ সাহেবকে মিস ইউজ করছে।এত বেশি ব্যবহার করছে যে জাতির জনক তার প্রাপ্ত সম্মান হতে এখন বঞ্চিত। অনেকই বঙ্গবন্ধুকে এখন বিভিন্নভাবে উপহাস করে। এটা শুধু আওয়ামী লীগের অতি চামচামির ফল।থাকেন তো দুরে দেশের লোকের মানসিকতা কি বুঝবেন?

৪| ১১ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৯

জগতারন বলেছেন:
কবিতা পড়িলাম।
ভালো লাগা বা না লাগা, পছন্দ বা অপছন্দ,
এবং মন্তব্য ও করিলাম না।

১১ ই মার্চ, ২০২০ রাত ৯:১৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৫| ১১ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৯

জগতারন বলেছেন:
কবিতা পড়িলাম।
ভালো লাগা বা না লাগা, পছন্দ বা অপছন্দ,
এবং মন্তব্য ও করিলাম না।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৬| ১১ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৭

মুক্তা নীল বলেছেন:
ইসিয়াক ভাই ,
ছন্দে ছন্দে ভিন্ন অর্থে সুন্দর হয়েছে কবিতা । কবিতায় প্রথম লাইক ++

১১ ই মার্চ, ২০২০ রাত ৯:৪১

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু্।
শুভকামনা।

৭| ১১ ই মার্চ, ২০২০ রাত ১০:০৮

করুণাধারা বলেছেন: রূপকথা- রাজনীতি ছড়া!! অল্প কিছু শব্দে অনেক কিছু বললেন...

১১ ই মার্চ, ২০২০ রাত ১০:১০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু্ ।
শুভকামনা।

৮| ১১ ই মার্চ, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: ওকে।

১২ ই মার্চ, ২০২০ সকাল ৭:১১

ইসিয়াক বলেছেন: হুম

৯| ১১ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৫

নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ লেখা।

১২ ই মার্চ, ২০২০ সকাল ৭:১১

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো ভাইয়া।

১০| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১১:১১

নীল আকাশ বলেছেন: বাজার এক বন্ধুও রাজার মতো,
গোয়ার গোবিন্দ।
গদির স্বার্থে যা খুশি করে.
সনির্বাচিত অন্ধ।

বুদ্ধ রাজার একবন্ধুও ছিল রাজার মতো
নির্বোধ গোয়ার গোবিন্দ।
গদির স্বার্থে যা খুশি করে.
স্বনির্বাচিত অন্ধ।

অনেকদিন পরে দুর্দান্ত একটা রূপক ছড়া পড়লাম। অভিনন্দন রইলো ইসিয়াক ভাই।
সত্য কথা শুনলে কারও কারও বদহজম হয়। রাজনৈতিক বেশ্যাবৃত্তিকে সর্মথন করতে করতে এরা স্বকীয়তা ভুলে গেছে।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮

ইসিয়াক বলেছেন: প্রিয় নীল আকাশ ভাইয়া ,
কিছু মানুষ নিজেকে অতি উচ্চশিক্ষিত ,অতি জ্ঞনীগুনী মনে করেন। কিন্তু তাদের আচরণ তাদের আসল রূপ প্রকাশ করে দেয়।
আসলে তারা এমন ধরনের শব্দ কিভাবে লিখতে পারে। আমি ভেবে পাই না।
খুব খারাপ লাগলো।
ভালো থাকুন।

১১| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৪

নীল আকাশ বলেছেন: ব্লগে এক নির্বোধ পাঠা সবার ব্লগে যেয়ে নিজেকে আর্দশ পাঠা প্রমাণ করার জন্য অবিরত ঠ্যা ঠ্যা করে বেড়ায়।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৯

ইসিয়াক বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.