নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

জীবন‌ বোধ

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৮


এক‌দিন দুর আকা‌শের তারা হ‌য়ে যা‌বো,
যখন আ‌মি থাক‌বো না।
কিন্তু ,
তাই ব‌লে হা‌পি‌ত্যেস ক‌রে।
আ‌মি ব‌সে ব‌সে দুঃখ পোহা‌তে রাজী নই।
জীবন‌কে উপ‌ভোগ কর‌বো ,
নি‌জের ম‌তো ক‌রে যতক্ষণ বে‌ঁচে আ‌ছি।
কারণ?
জীবন তে একটাই,
চাই‌লেই বারবার ফি‌রে পা‌বো না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: কবিতায় আবেগ নাই। সুন্দর শব্দ চয়নও নাই।

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন: ইচ্ছে হলো তাই লিখলাম।
আমি নিশ্চয় রোবট নই।

২| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: কিছু কিছু মানুষ কিন্তু রোবটের মতোন।

১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৪

ইসিয়াক বলেছেন: হয়তো।

৩| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:৩১

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলি

১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৪| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:২২

নীল আকাশ বলেছেন: একজন কবির স্বত বহিঃপ্রকাশই হলো তার কাব্যতার উদাহরণ।
এই পৃথিবীতে একজনের লেখা যে সবার পছন্দ হতেই হবে এমন কোন কথা নেই।
দেহের জীবন একটাই কিন্তু আত্মার জীবন কিন্তু একটা নয়।
ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৭

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত প্রিয় নীল আকাশ ভাইয়া্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.