নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
হুট করে পড়ে গেলাম তোমার প্রেমে!
জেনে শুনে প্রস্তুতি নিয়ে প্রেমে পড়া যায় না।
গোলাপে কাঁটা আছে,
তাও জানি।
কিন্তু তোমার প্রেমের কাঁটা
এতটা বিধবে বুকে
জানা ছিলো না।
এখন শুধু তোমার খোলা চুলে হামলা করতে ইচ্ছা করছে।
ঠোঁট রাখতে ইচ্ছা হচ্ছে তোমার ঠোঁটে।
হরেক দুষ্টুমিতে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে তোমার শরীর,
তবে তাই হোক প্রিয়তমা
এসো খেলি দুষ্টুমিতে সুতো খোলা প্রেম।
২২ শে মার্চ, ২০২০ রাত ৮:২১
ইসিয়াক বলেছেন: এখন থেকে আমার কবিতা বা গল্পগুলো সব আমার ব্লগেই পাবেন প্রিয় দাদা।
প্রথম পেজে পোষ্ট যাবে না।
চারিদিকে ভাইরাস, স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছি। হা হা হা....।
২| ২২ শে মার্চ, ২০২০ রাত ৮:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: না না বাস্তব জীবনে কোয়ারেন্টাইনে থাকুন ঠিক আছে। কিন্তু লেখালেখিতে বৈরাগ্য বিষণ্ণতা এনে দিতে পারে। আপনাকে আগেও বলেছি ওভার রিয়্যাক্ট কারো পক্ষে স্বাস্থ্যকর নয়। ভালো থাকুন সবসময়।
৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২০
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন প্রিয় দাদা
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: কি ব্যাপার! একসঙ্গে এতগুলো কবিতা?
সুতো খেলা চলতে থাকুক তবে দুটি গিট পড়লে বেশ হয় । হেহেহে ।