নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

করোনা

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১১



রূপে ঝলক মেরে তুমি,
বাকালে কোমর।
খুশিতে আমি হই
পিয়াসি ভ্রমর।

ললনা কি নাম তোমার
বলনা, বলনা?
না বলো, আমি তোমায়
নাম দিলাম , করোনা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: বাহ বাহবা বাহ !!!!

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।

২| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২২

নেওয়াজ আলি বলেছেন: Excellent

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা।

৩| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৩

ভুয়া মফিজ বলেছেন: মধুরিমা'রে যতোই দেখি, ততোই মুগ্ধ হই.......ঘটনাটা কি? :(

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন: প্রিয় ভুয়া মফিজ ভাইয়া মধুরিমারে চক্ষু দিয়া যত খুশি উপভোগ করেন কোনই আপত্তি নাই।সুন্দর ফুল তো সবাই দেখে :P আপনিও দেখেন কিন্তু দয়া কইরা প্রেমে পইড়েন না। এই মাইয়া কিন্তু সাংঘাতিক। :-B
#যা হউক আপনের হেড অফিস শুনলে কিন্তু খবর আছে।অতএব সাবধান :P

৪| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২০

কে টি রনি বলেছেন: বাহ বাহ চমৎকার

২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৮

ইসিয়াক বলেছেন: কে টি রনি আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা।

৫| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৬

মেহরাব হাসান খান বলেছেন: পিয়াসি ভ্রমর হয়ে করোনার কাছে আপাতত না যাওয়াই ভালো! ভ্যাক্সিন আসুক পরে যাবেন।

২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১০

ইসিয়াক বলেছেন: হা হা হা..।মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আমার কিন্তু রাগ হয়েছিলো আপনার উপর, আমি শুধু আপনার ব্লগে যাই আপনি একটুও আসেন না। আমি বুঝি খুব খারাপ লিখি :P আমি কিন্তু এখন গল্প লেখার চেষ্টা করছি। আপনি পড়েছেন কি আমার কোন গল্প? নতুন একটা গল্প ও রেডি আছে ।একটু চেক করে পোষ্ট দেব আজ। শুভকামনা।

৬| ২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৫

বিমূর্ত _নীল বলেছেন: বাহ বাহ ।

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

ইসিয়াক বলেছেন: বিমূর্ত _নীল আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.