নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

করোনা

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১১



রূপে ঝলক মেরে তুমি,
বাকালে কোমর।
খুশিতে আমি হই
পিয়াসি ভ্রমর।

ললনা কি নাম তোমার
বলনা, বলনা?
না বলো, আমি তোমায়
নাম দিলাম , করোনা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: বাহ বাহবা বাহ !!!!

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।

২| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২২

নেওয়াজ আলি বলেছেন: Excellent

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা।

৩| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৩

ভুয়া মফিজ বলেছেন: মধুরিমা'রে যতোই দেখি, ততোই মুগ্ধ হই.......ঘটনাটা কি? :(

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন: প্রিয় ভুয়া মফিজ ভাইয়া মধুরিমারে চক্ষু দিয়া যত খুশি উপভোগ করেন কোনই আপত্তি নাই।সুন্দর ফুল তো সবাই দেখে :P আপনিও দেখেন কিন্তু দয়া কইরা প্রেমে পইড়েন না। এই মাইয়া কিন্তু সাংঘাতিক। :-B
#যা হউক আপনের হেড অফিস শুনলে কিন্তু খবর আছে।অতএব সাবধান :P

৪| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২০

কে টি রনি বলেছেন: বাহ বাহ চমৎকার

২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৮

ইসিয়াক বলেছেন: কে টি রনি আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা।

৫| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৬

মেহরাব হাসান খান বলেছেন: পিয়াসি ভ্রমর হয়ে করোনার কাছে আপাতত না যাওয়াই ভালো! ভ্যাক্সিন আসুক পরে যাবেন।

২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১০

ইসিয়াক বলেছেন: হা হা হা..।মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আমার কিন্তু রাগ হয়েছিলো আপনার উপর, আমি শুধু আপনার ব্লগে যাই আপনি একটুও আসেন না। আমি বুঝি খুব খারাপ লিখি :P আমি কিন্তু এখন গল্প লেখার চেষ্টা করছি। আপনি পড়েছেন কি আমার কোন গল্প? নতুন একটা গল্প ও রেডি আছে ।একটু চেক করে পোষ্ট দেব আজ। শুভকামনা।

৬| ২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৫

বিমূর্ত _নীল বলেছেন: বাহ বাহ ।

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

ইসিয়াক বলেছেন: বিমূর্ত _নীল আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.