নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
অনেক দূরে তুমি সরে গিয়েছো,
জানি নিজেকে তুমি সুখী করেছো।
আমি বেঁচে আছি এটুকু বলতে পারি,
তুমিহীনা জীবনে ব্যথার আহাজারি।।
এত সুখ স্মৃতি কিভাবে গেলে ভুলে,
কিভাবে তুমি নিজেকে এতটা বদলালে।
কত দূর কত পথ একা একা হেটে চলি।
পিছু তবু ছাড়েনা তোমার স্মৃতি গুলি।।
তুমি ছলনাময়ী তুমি হৃদয়হীনা,
ব্যথাতুর প্রতি প্রহর তোমার বেদনা।
কতদূর কত পথ একা একা হেটে চলি,
পিছু তবু ছাড়ে না তোমার স্মৃতি গুলি।।
তুমি পারলে এমন নিষ্ঠুর হতে,
জীবন পথ হতে আমায় সরাতে,
না চাইলেও এ বুক জুড়ে শুধু তুমিময়।
দিবানিশি খুঁজে ফিরি তোমাতে আশ্রয়।।
কত দূর কত পথ একা একা হেটে চলি।
পিছু তবু ছাড়েনা তোমার স্মৃতি গুলি।।
০৯ ই মে, ২০২০ সকাল ১১:০৫
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো ফয়জুল মহী ভাই।
শুভকামনা।
২| ০৮ ই মে, ২০২০ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: আবেগ বেয়ে বেয়ে পড়ছে।
০৯ ই মে, ২০২০ সকাল ১১:০৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২০ রাত ৮:২০
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ।।