নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
জল ছুঁয়োনা জল ছুঁয়োনা কন্যা
জলে উঠবে ঢেউ।
তুমি বরং এলোচুলে
দাওগো ফুলের সাজ।
আঁকো সেথায় রং বাহারি
নানান কারুকাজ।
আচ্ছা তুমি এলে কি তবে
মেঘের ওপার থেকে?
শ্বেত শুভ্র বসন সাজে
লাগছে তেমনই দেখে।
১৬ ই মে, ২০২০ দুপুর ১:২৪
ইসিয়াক বলেছেন: শোভন শামস আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
২| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:২২
ভ্রমরের ডানা বলেছেন: ছবিও কি নিজের আকা? সুন্দর হয়েছে!
১৬ ই মে, ২০২০ দুপুর ১:২৫
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু/ভাইয়া ।
# না ছবিটা আমি আঁকিনি?
শুভকামনা।
৩| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: ইসিয়াক সাহেব সুন্দর কবিতা লিখেছেন।
১৬ ই মে, ২০২০ দুপুর ১:২৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৪| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:৫৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।
১৬ ই মে, ২০২০ দুপুর ১:২৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ শুভেচ্ছা রইলো মহী ভাই।
৫| ১৭ ই মে, ২০২০ রাত ১:৪২
আল-ইকরাম বলেছেন: এতো ছোট করে লিখেছেন যে শুরুর আগেই শেষ হয়ে যায়। এরকম টি আর করবেন না। শুভেচ্ছা অগনিত।
১৮ ই মে, ২০২০ ভোর ৫:৫৯
ইসিয়াক বলেছেন: প্রিয় আল-ইকরাম ভাইয়া কেমন আছেন? আশা করি ভালো আছেন।
#কবিতাটি ছোট করেই লিখেছি ভাইয়া। ছোট ছোট কবিতাগুলোই আমার বেশি প্রিয়। যা হোক পাঠে মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো। এবার থেকে কবিতা বড় করে লেখার চেষ্টা করবো।
নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:২০
শোভন শামস বলেছেন: সুন্দর লিখেছেন, ধন্যবাদ