নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
এমন হাসি হাসো কেন?
আমি হয়ে যাই মুগ্ধ।
এমন ব্যথা দাও কেন?
আমি পুড়ে হই দগ্ধ।
তোমার চুলের মিষ্টি গন্ধ
দোলনচাঁপা ফুল যেন।
তোমার আমার সম্পর্কটা
এমন লুকানো কেন?
কবে তুমি ছাড়বে বলো
এমন লুকোচুরি খেলা।
ভাল্লাগেনা সত্যি বলছি
অসহ্য এ ঝামেলা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২১ শে মে, ২০২০ বিকাল ৫:৪৭
ইসিয়াক বলেছেন: খুব খারাপ অবস্থা। গ্রামের দিকে অবস্থা আরো খারাপ। এখনো যোগাযোগ করা যাচ্ছে না।
কাল সন্ধ্যায় ঝড় শুরু হয়। শেষ হয় রাত তিনটার দিকে।
রাত আটটায় তীব্রতা বৃদ্ধি পায়। একবার ব্যলকনিতে যাবো বলে দরজা খুলতেই বাতাসের প্রচন্ড ধাক্কায় পড়ে গেলাম। তারপর দরজা লাগাতে গিয়ে সেকী অবস্থা। এদিকে সেই ফাকে দেখতে পেলাম হুড়মুড় করে গাছ ভেঙে পড়ছে। টিনশেডের বাড়িগুলোর অনেকটিন উড়ে যাচ্ছে। আমি এর আগে এরকম ঝড় দেখিনি। যাহোক তার কিছুক্ষণ পরে জানালার গ্লাস ভেঙে যায় বাতাসের ধাক্কায়। বাতাস আর বৃষ্টিতে দরজা আর ঘুলঘুলি দিয়ে অবিরাম পানি আসতে থাকে। মনে হচ্ছিলো কেউ যেন বালতি বালতি পানি মারছে।
২| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: এত লুকোচুরির দরকার নাই। বিয়ে করে ফেলুন। তারপর বুঝেবেন ঠেলা।
২১ শে মে, ২০২০ বিকাল ৫:৪৮
ইসিয়াক বলেছেন: বিয়ে কয়টা করবো, কি বুদ্ধি
৩| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:৪১
আমি সাজিদ বলেছেন: মেয়ে মানুষ মানেই ঝামেলা৷
২১ শে মে, ২০২০ বিকাল ৫:৫০
ইসিয়াক বলেছেন: আমি সাজিদ আপনাকে আমার ব্লগে স্বাগতম।
# মেয়েরা ঝামেলা হলেও তাদের ছাড়া তো চলা যায় না ভাই ।
কি আর করা ঝামেলা নিয়েই চলতে হবে।
নিরন্তর শুভকামনা।
৪| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:৫১
জাফরুল মবীন বলেছেন: আপাতত ১ বছর সামাজিক দূরত্ব বজায় রাখুন।অস্থির মনকে আইসোলেসনে রাখুন।
২১ শে মে, ২০২০ বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন: হা হা হা .......চেষ্ট করবো নিশ্চয়। কিন্তু পারবো কিনা বলতে পারছি না
শুভকামনা ভাইয়া।
৫| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা। ভালো লাগলো।
২২ শে মে, ২০২০ ভোর ৬:২১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ রইলো মহী ভাই।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: আপনার এলাকায় তো গজব অবস্থা হয়েছে।