নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তোমায় খুঁজে পাই আমি
কবিতার ছন্দে।
হাস্নাহেনা কামিনী আর
বকুলের গন্ধে।
আচ্ছা তুমি কি মাতাল হাওয়া?
অথবা উদাসী মেঘ।
ক্ষণে ক্ষণে তোমাতে হারায়
আমার অবুঝ আবেগ।
এ্যাঁই শোন না,কাছে এসো
বলি কানেমুখে।
আমার উতলা প্রেম তোমার,
পড়ে না চোখে?
নীল শাড়ী পরে এসো প্রিয়া,
শাল পিয়ালের বনে।
দেখবো তোমায় আকুল হয়ে
সলাজ নয়নে।
নীলাম্বরী নাম দেবো তোমায়
প্রেমের অভিষেকে।
আদর করে রাখবো তোমায়
ছোট্ট এই বুকে।
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১০
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে অনেক কৃতজ্ঞতা রইলো।
ঈদ মোবারক
২| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৫
আসাদবেস্ট বলেছেন: চমৎকার!
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১১
ইসিয়াক বলেছেন:
আসাদবেস্ট আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
ঈদ মোবারক
৩| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছবি টা সুন্দর।
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১০
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
কবিতা কি ভালো হয়নি?
৪| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
রাকু হাসান বলেছেন:
ভালো লাগা রইলো।
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৪
ইসিয়াক বলেছেন:
অনেকদিন পর আপনাকে পেয়ে মনটা খুশিতে ভরে গেলো। ভালো আছেন নিশ্চয়?
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ঈদ মোবারক
৫| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২২
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়
৬| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৩
ইসিয়াক বলেছেন:
ঈদ মোবারক সেলিম ভাই।
৭| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৯
রাকু হাসান বলেছেন:
লেখক বলেছেন:
অনেকদিন পর আপনাকে পেয়ে মনটা খুশিতে ভরে গেলো। ভালো আছেন নিশ্চয়?
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ঈদ মোবারক
ঈদ মোবারক ভাই। ভালো আছি এখন পর্যন্ত , আপনি কেমন আছেন ? আপনার আন্তরিকতা বয়ে আনুক ব্লগীয় মিথস্ক্রিয়া ।
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৪
ইসিয়াক বলেছেন:
আমিও ভালো আছি ভাইয়া।আচ্ছা ভাইয়া আপনি ল ভাইয়ের কোন খোঁজ জানেন?
৮| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অসাধার!! +++
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৫
ইসিয়াক বলেছেন:
পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
ঈদ মোবারক
৯| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
রাকু হাসান বলেছেন:
লেখক বলেছেন:
আমিও ভালো আছি ভাইয়া।আচ্ছা ভাইয়া আপনি ল ভাইয়ের কোন খোঁজ জানেন?
ল ভাইয়ের খোঁজ লাগিয়েছি । তাঁরা বলেছে একটু খোঁজ নিয়ে তথ্য দিবে । সে অপেক্ষায় আছি। তথ্য পেলে জানাবো । অনেক দিন নেই চিন্তিত ।
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।
নিরন্তর শুভকামনা।
১০| ২৭ শে মে, ২০২০ রাত ৮:৩৫
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২১
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া।
১১| ২৭ শে মে, ২০২০ রাত ১০:২৬
ফয়াদ খান বলেছেন: সুন্দর কাব্য !!!!!!!
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২২
ইসিয়াক বলেছেন: ফয়াদ খান আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা
১২| ২৮ শে মে, ২০২০ সকাল ৮:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: ঐ হলুদ পাঞ্জাবী গায়ে কে?ওর সঙ্গে হিংসে হচ্ছে। নীলাম্বরী কত হৃদয়ে যে ঝড় তুলে গেছে..
কাব্যে ভালোলাগা।
গতকাল পর্যন্ত নেট সমস্যায় ছিলাম। আজ একটু পেয়েছি। জানিনা বেলার দিকে আর কোন সমস্যা থাকবে কিনা।
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৬
ইসিয়াক বলেছেন: আরে প্রিয় দাদা ওটাতো আমি ।
#চোখ বন্ধ রাখুন দাদা।মন সামলে রাখুন।না হলে দূর্ঘটনা হয়ে যেতে পারে ।
#আশা করি খুব দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে।এছাড়া আপনার নিজের বাসার সবকিছু ঠিক ঠাক আছে তো দাদা, মানে ক্ষয় ক্ষতির কথা বলছিলাম আর কি?
১৩| ২৯ শে মে, ২০২০ সকাল ৮:০৩
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। অনেক ভাল লেগেছে। শুভেচ্ছা অগনিত।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নীল শাড়ী পরে এসো প্রিয়া,
শাল পিয়ালের বনে।
দেখবো তোমায় আকুল হয়ে
সলাজ নয়নে।
............................................................
আহ্ , প্রিয়ার হাত ধরে এখনই হারাতে চাই ।