নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কবিতা-১

২৯ শে মে, ২০২০ সকাল ৮:১৮



কি বলতে ডাকলে প্রিয়, বললে নাতো কিছু?
আমি কেবলই তৃষ্ণাতুর হয়ে, নিলাম তোমার পিছু।

কথার প্যাঁচে বলতে যদি, দ্বিধাগ্রস্ত হও।
ইশারার সাহায্য তুমি, নিতে পারো, নাও।

যৌবনে মৌ বনের নিষিদ্ধ পথে, না করলে বিচরণ।
প্রেম সাগরের সুধা কি করে তুমি, করবে আহরণ?

শাশ্বত সুধা তুমি, আমি সুযোগ সন্ধানী সুধাকর।
তুমি আমার প্রেমের দেবী আমি তোমার মধুকর।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ সকাল ৮:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যৌবনে মৌ বনের নিষিদ্ধ পথে, না করলে বিচরণ।
প্রেম সাগরের সুধা কি করে তুমি, করবে আহরণ?

....................................................................
জীবনের অজানা দিনগুলি
অনাহারে, সাগরের সুধায়
যৌবনের বলিদান ???

২৯ শে মে, ২০২০ সকাল ১১:১০

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন।

২| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: শরীরের অবস্থা কেমন? বিশ্রাম নিন। মধু খান। লেবুর সরবত খান।

২৯ শে মে, ২০২০ সকাল ১১:১৩

ইসিয়াক বলেছেন: এখন ভালো আছি। রাতে জ্বর ছিলো। মশলা চা খেয়েছি বেশ কয়েকবার। মধু ও কালো জিরা খেয়েছি।শরীর দূর্বল লাগছে।
এছাড়া কোন অসুবিধা নেই।
শুভকামনা।

৩| ২৯ শে মে, ২০২০ দুপুর ১:৩২

নেওয়াজ আলি বলেছেন: কমনীয় উপস্থাপন ।

২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ মহী ভাই

৪| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: মাথা ঘুরে গেল। কি কমেন্ট হবে বুঝতে পারছিনা।

২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০১

ইসিয়াক বলেছেন: এমন কঠিন করে তো কিছু লিখিনি প্রিয় দাদা :(
তারপর আপনার খবর বলেন।কি অবস্থা আপনাদের ওখানে।

৫| ২৯ শে মে, ২০২০ রাত ১১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: পুরোমাত্রায় বাড়ির কাজ শুরু হয়েছে। দিনের বেশিরভাগ সময় ওখানে কাটছে।‌ খুব শীঘ্রই নিজের বাড়িতে ওঠার প্লান আছে। দেখি এখন কতটা দ্রুত সম্ভব।

শুভেচ্ছা প্রিয় ইসিয়াকভাইকে।

৩০ শে মে, ২০২০ সকাল ৭:২৪

ইসিয়াক বলেছেন: বাহ ! খুব ভালো লাগলো জেনে।
নিরন্তর শুভকামনা।

৬| ২৯ শে মে, ২০২০ রাত ১১:১৯

ভ্রমরের ডানা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে! পুরু প্রেমের প্রলেপ!

৩০ শে মে, ২০২০ সকাল ৭:২৫

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.