নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ভুল ঠিকানায় তুমি খোঁজ নিয়েছো।
ভুল পথে ভুল করে এসে পড়েছো।
ফিরে যেতে পারো তুমি নেই অভিযোগ।
জীবনে চাই না কিছু যোগ বা বিয়োগ।
বেদনার নীল খামে মোড়া এ জীবন
কেউ জানতে চায়নি আছি গো কেমন।
কষ্টের সাগর পাড়ি দিয়ে দিয়ে।
এখন আমি নিশ্চল নিজেকে নিয়ে।
পাথর হৃদয়ে আর ফোটে নাকো ফুল।
জীবনের মানে এখন সবটাই ভুল।
দয়া আর করুণার পাত্র হতে।
নিজেকে চাইনা আর নিচে নামাতে।
ফিরে যেতে পারো তুমি নেই অভিযোগ।
জীবনে চাই না কিছু যোগ বা বিয়োগ।
আশার ছলনে ভুলিয়ে দেব নাকো আশা।
নিজের স্বারথের কারণে ভুল ভালেবাসা।
ফিরে যেতে পারো তুমি নেই অভিযোগ।
জীবনে চাই না কিছু যোগ বা বিয়োগ।
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৪
ইসিয়াক বলেছেন:
রাকু হাসান ভাই,
আমি এমনি সাধারণ একজন মানুষ। যা লিখি সেটা সাধারণ দৃষ্টিভঙ্গিতে লিখি। খামাখা জটিলতা বাড়ানো আমার একদম পছন্দ নয়। যা লিখবো সবাই বুঝবে। আর সবচেয়ে বড় কথা যা মনে আসে তাই লিখি। আমি সাধারণত একবসাতেই একটা লেখা শেষ করি।সেটা নিয়ে দ্বিতীয়বার ভাবি না। তবে ইদানিং পুরানো অনেক লেখা আবার পড়ে কিছুটা সংশোধিত আকারে লিখছি। কিছু লেখা একেবারেই ফালতু সেগুলো ভাবছি মুছে ফেলবো। আপনার মূল্যবান মতামত আমার মাথায় থাকবে।যাই আপনার কবিতায়।
নিরন্তর শুভকামনা।
২| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩১
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ ম্যঁ ভাই।
৩| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
রাকু হাসান বলেছেন:
কিছু লেখা একেবারেই ফালতু সেগুলো ভাবছি মুছে ফেলবো।--এটা বোধহয় ঠিক হবে না । আর সব লেখা যেমন কবির কাছে এক রকম মনে হবে না ,তাই পাঠকের কাছেও । রকম ফের থাকাটা স্বাভাবিক নয় কি ! মুছে ফেলার মত কিছু লিখছেন ,ব্লগে দিয়েছেন এমন আমার মনে হয় না ।
আমি এমনি সাধারণ একজন মানুষ। যা লিখি সেটা সাধারণ দৃষ্টিভঙ্গিতে লিখি। খামাখা জটিলতা বাড়ানো আমার একদম পছন্দ নয়।--ভালো বলছেন । জটিলতা বাড়ানোর দরকার কি ,যদি সহজ কথা ,সহজে যায় বলা। শুভকামনা করি । ভালো থাকুন সব সময়।
৩০ শে মে, ২০২০ সকাল ৭:২৯
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণিত ভাইয়া।
নিরন্তর শুভকামনা রইলো।
৪| ২৯ শে মে, ২০২০ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: জীবনকে নিয়ে এতোটা হতাশাবাদী হওয়ার কারণ নাই, সুসময় ফিরে আসবেই কোন একদিন।
৩০ শে মে, ২০২০ সকাল ৭:২৮
ইসিয়াক বলেছেন:
ঠিক বলেছেন। আপনার কাছে আরো পোস্ট আশা করি কামাল ভাই।
নিরন্তর শুভকামনা।
৫| ২৯ শে মে, ২০২০ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: হুম।
৩০ শে মে, ২০২০ সকাল ৭:২৬
ইসিয়াক বলেছেন:
কি হইলো ম্যঁ ভাই,মনডা ব্যজার?
৬| ২৯ শে মে, ২০২০ রাত ৯:২৮
নেওয়াজ আলি বলেছেন: নন্দিত ভাবে উপস্থাপন ।
৩০ শে মে, ২০২০ সকাল ৭:২৭
ইসিয়াক বলেছেন:
কৃতজ্ঞতা মহী ভাই।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৯
রাকু হাসান বলেছেন:
আপনার কবিতার বড় দিক হলো সহজ-সরল। যে কেউ পড়ে বুঝতে পারবে । এমন কবিতার পাঠকই বেশি। বর্তমানের পাঠকের আলোকে । আমার ধারণা এটাই । ভুলও হতে পারে আমার ধারণা। কবিতায় যদি আরেকটু ভাব নিয়ে আসা যায় তাহলে দারুণ হবে । আমি আপনার পাঠক । আমাদরে জন্যই লিখেন আপনি এবং সবাই । কবিতায় খুব একটা দখল নেই আমার । তাই মন্তব্য করতে ভয় পাই। অবসের পড়ার আমন্ত্রণ ভাই। ভালো থাকবেন ।