নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

খোকা ও চাঁদের বুড়ি

০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:২০


মন চলে যায় স্বপ্নে ভেসে চাঁদ দেখে কয় হেসে।
অবশেষে এলি তবে আমার আপন দেশে।

খোকন হাসে মিষ্টি হাসি চাঁদের বুড়িও খুশি।
নিজের দেশের আপন মানুষ দেখে ধরেনা হাসি।

ও দাদীমা করো কি তুমি? নিঃসঙ্গ প্রবাসে?
দেখে তোমায় মনে হয়, রয়েছো কায়ক্লেশে।

প্রবাস জীবন নয়তো সহজ, অনেক পরিশ্রম।
পরিবারিক প্রীতির মুল্য দিতে, বেরিয়ে যায় দম।

এলে যখন বুঝবে তখন চাওয়া পাওয়ার নেই শেষ।
নিজের জীবন বিলিয়ে দিয়েও সুখের নাই তো রেশ।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

চাঁদের দেশে যেতে মন চায় না।
ওখানে কেবল পাথর আর ধুলাবালি।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৪২

ইসিয়াক বলেছেন:







চাঁদের দেশে একবার গেলে নিশ্চয় ভালো লাগবে।
নিরন্তর শুভকামনা রইলো ভাইয়া।
শুভবিকাল।

২| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার দাদীজান অনেক গল্প জানতেন।
আমার আজকের লেখা পোস্ট সম্ভবত এখনো পড়েন নি।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৪৫

ইসিয়াক বলেছেন:





প্রিয় মাহমুদ ভাই, আপনার দাদীজানের জন্য অশেষ শ্রদ্ধা ও দোয়া রইলো।
# হ্যাঁ মাহমুদ ভাই এই মাত্র পড়ে এলাম ও কমেন্ট করে এলাম।আসলে আমি ভেবেছিলাম রাজনৈতিক পোস্ট। সেই কারণে এড়িয়ে গিয়েছিলাম। পোস্ট পড়ে ধারনা ভেঙে গেলো। অনেক কিছু জানতাম না জানা হলো।
পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
শুভবিকাল

৩| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: কবিতাটি রাত্রে পড়বো।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৪৬

ইসিয়াক বলেছেন:




বিজনদা,
লেখা কেমন হলো পড়ে জানাবেন কিন্তু। আমি অপেক্ষায় থাকবো।

৪| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৩১

মুক্তা নীল বলেছেন:
আপনার শিশুতোষ কবিতা উপভোগ্য ।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৪৭

ইসিয়াক বলেছেন:






মুক্তা নীল,পাঠে মন্তব্যে ও লাইকে অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়।
শুভ বিকাল।

৫| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৫১

ওমেরা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৫২

ইসিয়াক বলেছেন:




পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু।

৬| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে।
শিশুতোষে লাইক।

০৩ রা জুন, ২০২০ রাত ৮:৫৫

ইসিয়াক বলেছেন:







পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
নিরন্তর শুভকামনা।

৭| ০৩ রা জুন, ২০২০ রাত ৮:৫৯

তানজীম আফরোজ বলেছেন: কবিতাটি পড়ে "আজ রাতে কোনো রূপকথা নেই" গানটির কথা মনে পড়ে গেল ...।
ভালো লিখেছেন ...।

০৩ রা জুন, ২০২০ রাত ৯:১১

ইসিয়াক বলেছেন:





তানজীম আফরোজ আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।

৮| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:১১

নেওয়াজ আলি বলেছেন: প্রবাস জীবন সুখী হতে গিয়ে ২৬ জন লাশ হলো

০৩ রা জুন, ২০২০ রাত ৯:১৪

ইসিয়াক বলেছেন:





ভালো থাকুন মহী ভাই, শুভকামনা।

৯| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: অনলাইনে ক্লাশ শুরু হয়েছে?

০৩ রা জুন, ২০২০ রাত ৯:৫০

ইসিয়াক বলেছেন:





প্রস্তুতি চলছে। দারুণ ব্যস্ততা।পরিশ্রমও অনেক বেশি।
এর মধ্যে শিশু জরিপের কাজ চলছে। কিছু ভিডিও টিউটোরিয়ার তৈরি করা হয়েছে। আপাতত ফেসবুকের মাধ্যমে লাইভে ক্লাস নেয়া হবে । প্রয়োজনে শীট দেয়া হবে। বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। এভাবে প্রস্তুতি চলছে। শনিবার থেকে শুরু।

১০| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৭:১৫

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: আমার নানী আমারে গল্প শুনাতো অনেক। শুধু প্রবাসে না, দেশে থেকেও পারিবারিক প্রীতির অনেক মূল্য দিতে হয়!

০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৯

ইসিয়াক বলেছেন:





মোঃ নুরুজ্জামান (জামান) আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.