নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ফুলের নামে নামটি তোমার, আমি ডাকি পদ্ম।
শাপলা ডাকলে ভালো লাগে! রাগ দেখালে ছদ্ম।
নামে কি আসে যায়, তুমি তো তুমিই কি বলো?
চোখ পাকিয়ে বললে, পদ্ম আর শাপলা এক হলো?
আহা রাগো কেন,একটু আদরে হাতটা বাড়াও।
শুধু শুধু বিনা কারণে কটমটিয়ে রাগ দেখাও।
ইশশ! হাত বাড়াও বললেই হলো, বিশ্বাস করি না আমি।
সামাজিক দূরত্ব বজায় রাখো, ছাড়ো এসব পাগলামি।
মনের দুখে ,গোমরা মুখে এই আমি,যাই ফিরে যাই ঘর।
নারী মন বড় জটিল যার হদিস পায়নি স্বংয় ঈশ্বর।
ছবিঃগুগোল থেকে
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:২১
ইসিয়াক বলেছেন:
ভুল আমারই হয়েছে, মেয়েরা যে কিসে খুশি হয় !বেশি রোমান্টিক হতে গিয়ে ধরা খাওয়া আর কি
২| ১২ ই জুন, ২০২০ সকাল ১০:২৬
জগতারন বলেছেন:
পদ্ম ফুল আর শাপলা ফুল
দুইটিই সুন্দর ফুল এবং উভয়ই পানিতে জন্মে।
এই দুইটি ফুলেরই একট করে সতন্ত্র মিষ্টি ঘ্রান আছে।
শাপলার ফুলের নিষ্ঠা চাঁদের সনে আর
পদ্ম ফুলের নিষ্ঠা সূর্যের সাথে।
প্রেমিকার প্রতি কবির স্নিগ্ধ ভালোবাসা অম্লান থাকুক কামনা করি।
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:২৩
ইসিয়াক বলেছেন:
কেমন আছেন প্রিয় স্বপন ভাই?
মন্তব্যে ভালো লাগা । শুভকামনা।
৩| ১২ ই জুন, ২০২০ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: গবন্ধু বড্ড অগোছালো।
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৩২
ইসিয়াক বলেছেন:
হে হে হে
৪| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: বন্ধু কবিতাখানি অগোছালো লাগলো। আপনি লেখার সময় বড্ড তাড়াহুড়া করেন।
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৩
ইসিয়াক বলেছেন:
কি করবো যা মনে আসছে তাই লিখেছি................
৫| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:০২
জুন বলেছেন: ভাই ইসিয়াক আপনি আমার হারিয়ে যাওয়া সুমন কর এই পোস্টে একটি মন্তব্য করেছিলেন। সেটা দেখতে গিয়ে বাকিটুকু পড়ুন এ চাপ দিতে গিয়ে মুছে ফেলুনে চাপ। পরে পুরো পোস্ট ডিলিট কি লিখেছিলেন সেটা তো দেখা হলোই না সাথে পোস্ট হাওয়া
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৪০
ইসিয়াক বলেছেন:
ইশ খুব দুঃখজনক। আমারও প্রথমদিকে দুটো/তিনটা লেখা হারিয়ে গেছিলো। এখন আগে ফেসবুকে লিখি তারপর সময় মতো ব্লগে পোস্ট করি । আশা করি আপনি আপনার লেখাটি ফেরে পাবেন। শুভকামনা রইলো আপু।
৬| ১২ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি ভাই এই দূর্যোগের কালে কাউকে
প্রত্যাখ্যা করাটা অমানবিক হবে। তাকে
একটু ধৈর্য্য ধারণ করতে বলুন তবে আশা
হতো করবেন না।
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৪১
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে ভালো লাগা প্রিয় নুরু ভাই।
নিরন্তর শুভকামনা রইলো।
৭| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৪২
অগ্নি সারথি বলেছেন: পদ্ম আর শাপলাকে মিলিয়ে ফেললে গোমরা মুখে ঘরেই ফিরে যেতে হয়!
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৪২
ইসিয়াক বলেছেন:
হা হা হা ........আরেকবার ট্রাই করতে হবে। দেখি কি হয়
৮| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৩
বিজন রয় বলেছেন: আজকে এখনো আপনার পোস্ট পেলাম না!!
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৩
ইসিয়াক বলেছেন:
পোস্ট দিলাম প্রিয় দাদা।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০২০ সকাল ৭:০১
কল্পদ্রুম বলেছেন: পদ্মকে শাপলা ডাকলে রাগ করাই স্বাভাবিক।