নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
মন চলেছে অচিন দেশে
প্রসন্নতার ভেলায় ভেসে,
জানে শুধু এ মনই জানে,
ভাসবো এখন খুশির বানে।
দুঃখ সকল দুরে ঠেলে
জটিল অঙ্কের হিসাব ভুলে,
জীবনটাকে করবো রঙিন
ঠিক ফিরাবো আলোর দিন।
প্রাপ্তি অপ্রাপ্তির বেদনা ভুলে,
মন খারাপের পর্দা তুলে।
বর্তমানকে করবো রঙিন
আসবেই আসবে ঝলমলে দিন।
ছবিঃ নিজের তোলা
১৫ ই জুন, ২০২০ দুপুর ১:২০
ইসিয়াক বলেছেন:
প্রিয় দাদা 'সুখানুভূতির' স্থলে প্রসন্নতা দিলাম।
পাঠে মন্তব্যে ও রাইকে কৃতজ্ঞতা জানবেন।
নিরন্তর শুভকামনা।
২| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৪১
নেওয়াজ আলি বলেছেন: কমনীয় ভাবনা
১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৪৩
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ মহী ভাই।
৩| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: বন্ধু সুন্দর কবিতা লিখেছেন।
১৭ ই জুন, ২০২০ সকাল ৭:২০
ইসিয়াক বলেছেন:
শুভসকাল বন্ধু
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:১৫
বিজন রয় বলেছেন: 'সুখানুভূতির' কথাটি বেমানান লেগেছে। পুরানো স্টাইল। যদি সম্পূর্ণ কবিতাটি ওই স্টাইল হতো তো ভাল হতো।