নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
পটুয়া হতে মন চায় তোমার ও রূপ দেখে।
কবি হয়ে কবিতা লিখি আমি থেকে থেকে।
কেউ কেউ বলে পাগল, কেউ বলে বিকারগ্রস্ত ।
কি আর বলবো দুঃখের কথা, আমি অবিন্যস্ত।
তোমার প্রেমের মাতাল হাওয়া ভয়ানক আম্ফান।
তোমার চুলের মিষ্টি ঘ্রান, নেশার সুখটান।
তুমি আমার পানের খিলি, জর্দা, সুপারি।
জীবন পথের সঙ্গীনি তুমি, বড্ড দরকারি।
ছবিঃগুগল থেকে
২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:০৭
ইসিয়াক বলেছেন:
হা হা হা লোকে কিন্তু তাই বলে
২| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:৪০
ঢুকিচেপা বলেছেন: এমন চমৎকার ছবি দেখলে যে কেউ পটুয়া হয়ে যাবে।
আর সে যদি কবি হয় তাহলে তো কথাই নেই।
শুভেচ্ছা রইল।
২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৩
ইসিয়াক বলেছেন:
ঢুকিচেপা আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভবিকাল।
৩| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: শেষমেষ আম্ফান??!!
২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০২
ইসিয়াক বলেছেন:
কোথায় ছিলেন ? কতক্ষণ ধরে বসে আছি!
৪| ২৭ শে জুন, ২০২০ রাত ৮:৫৪
নেওয়াজ আলি বলেছেন: বেশ মন ছুঁয়ে গেল লেখা।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৩২
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ মহী ভাই।
৫| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:০৯
নৃ মাসুদ রানা বলেছেন: বাহ! বেশ লিখেছেন...
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৩
ইসিয়াক বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
৬| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:০৯
জগতারন বলেছেন:
কী কবি ভাই !
কবিতাতো পড়িলাম ভালোই লাগিল।
লাইনে সাড়া পাই না যে (!)
ভালো আছেন নিশ্চয়ই (!)
সম্ভব হইলে সাড়া দিয়েন।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৪
ইসিয়াক বলেছেন:
আমি ভালো আছি প্রিয় স্বপন ভাই।
মন ভালো নেই তাই কল ধরি নাই। পরে কল করবো।
শুভকামনা।
৭| ২৮ শে জুন, ২০২০ ভোর ৫:২৩
সেলিম আনোয়ার বলেছেন: বেশ তো।+
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৪
ইসিয়াক বলেছেন:
হা হা হা........শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:০৪
বিজন রয় বলেছেন: কবি আর প্রেমিকরা একটু পাগল পাগল হয়।